বরিশালের আগৈলঝাড়া উপজেলা ছাত্রদল নেতার হামলায় গৈলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু তালুকদার আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদ ব্যাপারীর নেতৃত্বে এ হামলা চালানো হয়। তবে রাতুল অভিযোগ অস্বীকার করেছেন।
আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ মোল্লার বিয়ের অনুষ্ঠান থেকে শনিবার রাত ১২টার দিকে গৈলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সহসভাপতি শফিকুল ইসলাম টিটু তালুকদার ও ছাত্রলীগকর্মী আসিফ তালুকদার মোটরসাইকেলে বাড়ি আসছিলেন। গৈলা এতিমখানার কাছে এলে আগে থেকেই সেখানে থাকা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদ ব্যাপারীর নেতৃত্বে চার-পাঁচজনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। দুজনকে ওই রাতেই উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মন্তব্য করুন