সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩৩
বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১২:৩২ এএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ০৮:২৬ এএম
অনলাইন সংস্করণ

চরমোনাই পীরের জন্য ভোট চেয়ে মনোনয়ন প্রত্যাহার করলেন জামায়াত প্রার্থী

জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার। ছবি: কালবেলা
জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার। ছবি: কালবেলা

নানা নাটকিয়তা শেষে বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের আসন ছেড়ে দিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে আসনটিতে মনোনয়ন প্রত্যাহার করে নেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

এদিন দুপুর আড়াইটার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেন তিনি। এসময় বরিশাল সদর আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমকে সমর্থন জানান জামায়াতের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযযম হোসাইন হেলাল।

তবে বরিশাল-৬ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মাহামুদুন্নবী প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন। এর আগে ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি ফয়জুল করীমকে ওই আসনটি ছাড়ার ঘোষণা দেয় জামায়াত।

গত ১৮ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের সম্মানে তার আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তার ঘোষণার পরই রাত ১১টা ৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযযম হোসাইন হেলাল বরিশাল সদর আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতায় থাকার ঘোষণা দেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের একটি ফটোকার্ড শেয়ার করে ফেসবুক পোস্টে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযযম হোসাইন হেলাল বলেন, ‘ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বরিশাল-৫ (সদর-সিটি) ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে নির্বাচন করতে প্রার্থী হয়েছেন।

এর মধ্যে বরিশাল-৬ আসনে প্রার্থিতা প্রত্যাহার করে নেবে জামায়াত। এ আসনে দলটির প্রার্থী বরিশাল জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী। এ নিয়ে মঙ্গলবার (২০ জানুয়ারি) দৈনিক কালবেলা অনলাইনে সংবাদ প্রকাশ হয়। মুহূর্তেই সংবাদটি ছড়িয়ে পড়ে সর্বত্র। শুরু হয় সমালোচনা।

এর পর পরই বরিশাল সদর আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করবেন বলে ঘোষণা দেন জামায়াতের প্রার্থী মুয়াযযম হোসাইন হেলাল। এমনকি দুপুর আড়ার দিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিজে উপস্থিত থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেন তিনি।

মনোনয়ন প্রত্যাহারে শেষে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল সাংবাদিকদের জানান, ‘দলীয় সিদ্ধান্ত মেনে তিনি মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। একই সাথে বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করীমকে সমর্থন দিয়েছেন।

এসময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলনের পক্ষে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান হেলাল। তিনি বলেন, যারা জামায়াতে ইসলামীর পক্ষে ভোট দেবেন তারা এখন ইসলামী আন্দোলনকে ভোট দেবেন তাকে সমর্থন করবেন।

এ প্রসঙ্গে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও সদর আসনের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, ‘জামায়াতে ইসলামী প্রসংশার কাজ করেছে। তবে এই কাজটা আমরাই আগে করেছি। আমরা জামায়াতের আমিরের সম্মানে তার আসনে প্রার্থীই দেইনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতি : রিজভী

সিরাজগঞ্জে বুদ্ধিস্ট ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

তারেক রহমানই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পারবেন :  সালাম

খালেদা জিয়ার মৃত্যুতে ঢামেকে শোক বই, উদ্বোধন করলেন ড্যাব সভাপতি 

শাকিবের গ্রিন কার্ড পাওয়ার ‘গোপন’ খবর ফাঁস করলেন অমিত হাসান

ইসিকে নিরপেক্ষতা ও স্বচ্ছ ভোট গণনা নিশ্চিত করতে হবে : রবিউল

ঢাবির মাঠে খেলতে আসায় কানে ধরালেন ডাকসুর সর্বমিত্র

সোমবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

তারেক রহমানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই : মঈন খান

মাদুরোকে গ্রেপ্তারে মার্কিন অভিযানের চাঞ্চল্যকর তথ্য ফাঁস

১০

‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ সঙ্গে পাকিস্তানি বাহিনীর তুমুল সংঘর্ষ

১১

কোনো কোনো দল বলছে আমরা নাকি মানুষকে ধোঁকা দিচ্ছি : তারেক রহমান

১২

সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে কারা কর্তৃপক্ষের বক্তব্য 

১৩

স্বর্ণের দামে নতুন ইতিহাস, সোমবার থেকে কার্যকর

১৪

ডিবির জালে আটক মাদক সম্রাট স্বেচ্ছাসেবক লীগ নেতা বিল্লাল

১৫

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির বিকল্প নেই : সালাহউদ্দিন

১৬

পাকিস্তানি সেনাদের সহযোগিতাকারীরা ভোটের জন্য এসেছে : মির্জা ফখরুল

১৭

এবার ক্রিকেটারদের সঙ্গে ‘বৈঠকে’ বসছে পাকিস্তানও, উত্তেজনা তুঙ্গে 

১৮

‘মাদকের আড্ডাখানা ও বেশ্যাখানা’ মন্তব্যের জেরে আইনি পথে যাচ্ছে ডাকসু

১৯

যানজট ও নাগরিক ভোগান্তি কমাতে পদক্ষেপ নেওয়া হবে : হামিদ

২০
X