কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

স্টার নিউজের আনুষ্ঠানিক সম্প্রচার শুরু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশের দশম সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল হিসাবে আনুষ্ঠানিক সম্প্রচার শুরু করেছে স্টার নিউজ। মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এনজিআই) ভবনে কেক কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

বস্তুনিষ্ঠ, নির্ভুল ও দ্রুত সংবাদ পরিবেশনের মাধ্যমে টেলিভিশন সাংবাদিকতায় একটি নতুন মানদণ্ড স্থাপনের লক্ষ্য নিয়ে পূর্ণাঙ্গ সম্প্রচারে আসে চ্যানেলটি।

এসময় নাবিল গ্রুপের চেয়ারম্যান মো. জাহান বক্স মণ্ডল, ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান, ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালকের মা উপস্থিত ছিলেন।

এ ছাড়া অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন, সিটি ব্যাংকের চেয়ারম্যান হোসাইন খালেদ, পুবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ আলী, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খান, সহ-ব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দীন জসিম।

অনুষ্ঠানে স্টার নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোখছেদুল কামাল জানান, স্টার নিউজ টেলিভিশনে রয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় সম্প্রচার প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাভেকোর অত্যাধুনিক ‘ফুল স্টুডিও অটোমেশন’ সিস্টেম। এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ তথা এশিয়ায় প্রথমবারের মতো কোনো সংবাদমাধ্যম পূর্ণাঙ্গ অটোমেশন ব্যবস্থায় তাদের কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছে।

তিনি আরও জানান, এই ফুল স্টেশন অটোমেশন সিস্টেম প্রযুক্তির মাধ্যমে সংবাদ সংগ্রহ, যাচাই, সম্পাদনা এবং সম্প্রচার— সমস্ত ধাপেই স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় বসানো হয়েছে। ফলে স্টার নিউজ টেলিভিশনের সংবাদ পরিবেশনা হবে আরও দ্রুত, নির্ভুল ও বস্তুনিষ্ঠ।

চ্যানেলটির হেড অব নিউজ হিসেবে দায়িত্ব পালন করছেন সিনিয়র সাংবাদিক ওয়ালিউর রহমান মিরাজ। তিনি আশা করেন, ‘আধুনিক চিন্তাধারা, প্রযুক্তিনির্ভর সম্প্রচার ব্যবস্থা এবং দর্শককেন্দ্রিক কনটেন্টের সমন্বয়ের মাধ্যমে স্টার নিউজ অল্প সময়ের মধ্যেই দেশের গণমাধ্যম অঙ্গনে স্টার নিউজ একটি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে।’

তিনি আরও বলেন, ‘সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চার মাধ্যমে স্টার নিউজ দর্শকদের আস্থা অর্জন করবে এবং গণতন্ত্র, স্বচ্ছতা ও জনস্বার্থে কাজ করা একটি নির্ভরযোগ্য সংবাদমাধ্যম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে।’

সংশ্লিষ্টরা জানিয়েছেন, স্টার নিউজ টেলিভিশনের সম্প্রচারে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হয়েছে। সর্বাধুনিক স্টুডিও, ডিজিটাল নিউজ প্রোডাকশন সিস্টেম, উন্নত গ্রাফিক্স ও ভিজ্যুয়াল উপস্থাপনার মাধ্যমে দর্শকদের জন্য আকর্ষণীয় ও তথ্যসমৃদ্ধ সংবাদ পরিবেশনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি উদ্ভাবনী নিউজরুম ব্যবস্থাপনার মাধ্যমে দ্রুত সংবাদ সংগ্রহ, যাচাই ও সম্প্রচারের একটি কার্যকর কাঠামো গড়ে তোলা হয়েছে।

সংবাদভিত্তিক এই টেলিভিশন চ্যানেলে সংবাদ বুলেটিনের পাশাপাশি থাকবে সমসাময়িক বিষয় নিয়ে বিশ্লেষণধর্মী অনুষ্ঠান, টকশো, বিশেষ প্রতিবেদন এবং অনুসন্ধানী সাংবাদিকতা। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ ঘটনাবলি, রাজনীতি, অর্থনীতি, সমাজ, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তি। ইতোমধ্যে চ্যানেল কর্তৃপক্ষ সব ক্ষেত্রের সংবাদ নির্ভরযোগ্যভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছে।

স্টার নিউজ টেলিভিশনের মালিকানায় রয়েছে নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনায় দীর্ঘদিনের করপোরেট অভিজ্ঞতা ও পেশাদার দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটেছে চ্যানেলটির কাঠামো ও পরিচালনায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একটি দল পাকিস্তানপন্থি হয়ে এখন বাংলাদেশ গড়তে চায় : মির্জা ফখরুল

বিএনপির থিম সং প্রকাশ অনুষ্ঠানে রোজিনা

৮ ইউএনওর বদলির আদেশ বাতিল

বিএনপিতে যোগ দিলেন বৈষম্যবিরোধীর ২ শতাধিক নেতাকর্মী

অবসরপ্রাপ্ত লে. কর্নেল কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দ  

মৌলভীবাজারে তারেক রহমানের জনসভায় মানুষের ঢল

বিএনপি-জামায়াত সংঘর্ষ

জনগণের মতামতের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার আমিনুলের

মানুষের অধিকার ও সেবার অঙ্গীকার করে রবিনের নির্বাচনী প্রচারণার শুরু

বাকি জীবন আপনাদের সঙ্গে থাকতে চাই : মিন্টু

১০

মৌলভীবাজারে জনসমাবেশের উদ্দেশ্য তারেক রহমান

১১

৩৩ যাত্রী নিয়ে উল্টে গেল বাস

১২

পাকিস্তানি গণমাধ্যমের দাবি / বাংলাদেশ না গেলে পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করতে পারে

১৩

জনগণের সরকার গঠনের অঙ্গীকারে গণসংযোগ শুরু ইশরাকের

১৪

তারেক রহমানকে বরণ করে নিতে প্রস্তুত মৌলভীবাজার

১৫

জোট নেতাদের সঙ্গে নিয়ে ভোটের মাঠে মঞ্জু

১৬

নির্বাচনের আগেই একটি দল ঠকাচ্ছে : তারেক রহমান

১৭

আমরা না থাকলে সবাই জার্মান ভাষায় কথা বলত: ট্রাম্প

১৮

পুরো আসরজুড়ে ব্যর্থ মিরাজের পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন সিলেট কোচ

১৯

অফিসে রাগ নিয়ন্ত্রণে রাখুন সহজ কিছু উপায়

২০
X