গাজীপুরের টঙ্গীতে পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার বিসিকের পাগার এলাকায় দ্য ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডে এ ঘটনা ঘটে। টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্র জানায়, কারখানাটিতে প্রায় ১ হাজার ৫০০ শ্রমিক কাজ করেন। হঠাৎ ধোঁয়া ও আগুন দেখে শ্রমিকরা হৈচৈ শুরু করেন। প্রথমে কারখানার অভ্যন্তরীণ অগ্নিনির্বাপনী ব্যবস্থায় আগুন নেভাতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা ইকবাল হাসান জানান, আগুন নিয়ন্ত্রণের জন্য তিনটি ইউনিট কাজ করেছে। টঙ্গী পূর্ব থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, আগুন নিয়ন্ত্রণে এসে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
মন্তব্য করুন