ঈশ্বরদী-আটঘরিয়া আসনের সাবেক এমপি (জাতীয় পার্টি), নিউ এরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর রহমান বিশ্বাস মারা গেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। গতকাল বৃহস্পতিবার ঢাকার স্কয়ার হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের গ্রামের বাড়ি ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের চরমিরকামারীতে বিকেল সাড়ে ৫টায় ঈশ্বরদী উপজেলা প্রশাসন এবং ঈশ্বরদী থানার পক্ষ থেকে গার্ড অব অনার প্রদর্শন ও জানাজা শেষে স্থানীয় পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।
মন্তব্য করুন