গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আবারও বিদেশি পাখি ও প্রাণী মৃত্যুর খবর পাওয়া গেছে। থানায় করা জিডির সূত্র ধরে এ তথ্য পাওয়া গেছে। গত ৭ জুলাই ওয়াইল্ডবিস্ট ও ৮ জুলাই ম্যাকাও মারা যাওয়ার বিষয় উল্লেখ করে থানায় সাধারণ ডায়েরি করা হলেও কর্তৃপক্ষ বিষয়টি গণমাধ্যমে গোপন রাখে। পরে থানায় খোঁজ নিয়ে প্রাণী মৃত্যুর বিষয়টি জানতে পারেন গণমাধ্যমকর্মীরা। জিডি সূত্রে জানা যায়, ম্যাকাও কোয়ারেন্টাইন শেডে ও ওয়াইল্ডবিস্টের বাচ্চা ১৪ মাস অসুস্থ থেকে মারা যায় বলে জিডি করেন সাফারি পার্কের ইনচার্জ সহকারী বন সংরক্ষক রফিকুল ইসলাম। এর আগেও গত বছরের নভেম্বর মাসে মারা যায় আরেকটি ওয়াইল্ডবিস্ট। গাজীপুর জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মো. আজমির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। প্রাণী মারা যাওয়ার বিষয়ে বন্যপ্রাণী প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা শারমিন আক্তার বলেন, ১৪ মাস বয়সী ওয়াইল্ডবিস্ট শাবকটি তার বাবার লাথির আঘাতে গুরুতর আহত ছিল। আর ম্যাকাওটিও অসুস্থ ছিল সংক্রমণজনিত কারণে। দুটির চিকিৎসা চলছিল, চিকিৎসাধীন অবস্থায় মারা যায় দুটি প্রাণী।
মন্তব্য করুন