কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ১২ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১২ জুন ২০২৩, ০৮:৫৬ এএম
প্রিন্ট সংস্করণ

চকরিয়ায় গাড়িচাপায় ছয় ভাইয়ের মৃত্যুতে চালকের আমৃত্যু কারাদণ্ড

১ লাখ টাকা জরিমানা
সাইদুল ইসলাম। ছবি : সংগৃহীত
সাইদুল ইসলাম। ছবি : সংগৃহীত

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারায় সড়কে পিকআপ চাপায় ছয় ভাই নিহতের মামলায় চালক সাইদুল ইসলামকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। গতকাল রোববার কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন। ঘটনার পরপরই পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তে বলা হয়, এটি ‘দুর্ঘটনা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড’। আদালতের রায়েও তা প্রমাণিত হয়েছে।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) ফরিদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২০২২ সালে চকরিয়া থানার ১৫ নম্বর মামলায় (জিআর-৫৫/২২) মোট ৩৪ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। শুনানি শেষে আদালত আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ পেয়ে এ রায় দেন।

রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, ‘পিকআপচালক প্রথমবার চাপা দেওয়ার পর দ্বিতীয়বার পেছন থেকে আহত ব্যক্তিদের চাপা দিয়ে ঘটনাস্থলেই মৃত্যু নিশ্চিত করেন। এজন্য চালক সাইদুলের মৃত্যুদণ্ড হওয়ার কথা। কিন্তু চালকের বয়স (২২) বিবেচনায় নিয়ে তাকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দেওয়া হলো।’

রায়ের পর পিবিআইপ্রধান অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার সাংবাদিকদের বলেন, ‘বয়স বিবেচনায় নিয়ে আদালত আসামি সাইদুলকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন। নইলে তার মৃত্যুদণ্ড হতো। এ ধরনের রায় দেশে এটাই প্রথম।’

এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ৮ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৫টায় চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকায় বাবার শ্রাদ্ধ উপলক্ষে ৯ ভাইবোন শ্মশানে পূজা দিতে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে পিকআপভ্যানের ধাক্কায় অনুপম সুশীল, নিরুপম সুশীল, দীপক সুশীল, চম্পক সুশীল ও স্মরণ সুশীল নিহত হন। পরে আহত আরেক ভাই রক্তিম শীল ২২ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় নিহতদের ভাই পল্লব সুশীল বাদী হয়ে চকরিয়া থানায় মামলা করেন। মামলার তদন্তভার প্রথমে হাইওয়ে পুলিশকে দেওয়া হলেও পরে পিবিআইর কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় আলাদা দুটি মামলা হয়। এর মধ্যে হত্যা মামলায় একমাত্র আসামি করা হয় পিকআপচালক সাইদুলকে। ঘটনার চার দিন পর ১২ ফেব্রুয়ারি মাদারীপুরে অভিযান চালিয়ে সাইদুল ইসলাম সিফাতকে আটক করে র্যাব।

রায়ে সন্তুষ্টি প্রকাশ করে মামলার বাদী পল্লব সুশীল বলেন, নিহত ভাইদের আর ফিরে পাব না। একসঙ্গে ছয় ভাই হারানোর কষ্ট বলার মতো না। সরকারের পক্ষ থেকে ঘর করে দেওয়া হয়েছে ভাইদের পরিবারকে। সহযোগিতাও পাচ্ছি। তবে দ্রুতই বিচারিক কার্যক্রম সম্পন্ন হওয়ায় আমরা সন্তুষ্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীদের ৫ প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান

পাসপোর্ট জালিয়াতি, যে শাস্তি পেলেন সহকারী প্রোগ্রামার

তারেক রহমানের জন্মদিনে শিক্ষা উপকরণ বিতরণ

ব্রাজিলে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে ভয়াবহ অগ্নিকাণ্ড

রাফিয়ার বাড়িতে ককটেল-অগ্নিসংযোগ, ঢাবি শিক্ষক মোনামির প্রশ্ন

ঢাকার খাবারের ঝালে মজেছেন ইরানি ফাকরি

শেখ হাসিনা-কামালকে ফেরাতে সরকারের নতুন কৌশল

পুনরায় দুঃসংবাদ পেলেন বিএনপির এক নেতা

সেই বিচারকের মোবাইল ফোন ও চশমা উদ্ধার

তারেক রহমানের জন্মদিনে শীতবস্ত্র বিতরণ

১০

নিউমুরিং টার্মিনালের চুক্তির সব কার্যক্রম স্থগিতের নির্দেশ

১১

সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শুক্রবার 

১২

আ.লীগের ৫ শতাধিক সমর্থকের নামে চার মামলা, গ্রেপ্তার ২২

১৩

নির্বাচনের আগে ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন

১৪

স্ত্রী হারালেন তোফায়েল আহমেদ

১৫

রাতে ৫৬ নেতাকে সুখবর দিল বিএনপি

১৬

মাটি খুঁড়তেই বেরিয়ে আসে গ্রেনেড, বাড়িতে নিয়ে যান কৃষক

১৭

ইতালি যাওয়ার পথে গোপালগঞ্জের দুই যুবকের মৃত্যু

১৮

জিম্বাবুয়ের কাছে লঙ্কানদের লজ্জার পরাজয়

১৯

প্রথমবারের মতো কৃত্রিম দ্বীপ বানাচ্ছে পাকিস্তান

২০
X