শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ১০:৩০ এএম
আপডেট : ১৩ জুলাই ২০২৫, ১০:৩৫ এএম
অনলাইন সংস্করণ

‘প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে মেসি’

লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

মাঠে নামলেই যেন নতুন রেকর্ডের জন্ম হচ্ছে। এমনই এক অবিশ্বাস্য ফর্মে আছেন লিওনেল মেসি। ন্যাশভিলের বিপক্ষে ইন্টার মায়ামির ২-১ জয়ে জোড়া গোল করে মেসি এমএলএসের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা পাঁচ ম্যাচে জোড়া গোলের বিরল রেকর্ড গড়েছেন।

ম্যাচের পর মেসির সাবেক সতীর্থ এবং বর্তমানে ইন্টার মায়ামির কোচ হ্যাভিয়ের মাশ্চেরানো তার প্রশংসায় পঞ্চমুখ। তিনি বলেন, ‘প্রায় প্রতিদিনই সে নতুন রেকর্ড গড়ছে। এটা অবিশ্বাস্য! সে আমাদের দলের পতাকাবাহক, নেতা। তার পারফরম্যান্সেই আমরা শিখি, কিভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়। এই পর্যায়ে তার ক্যারিয়ারের অংশ হতে পেরে আমি সত্যিই ধন্য।’

মাশ্চেরানো অবশ্য মেসির ফিটনেস এবং বিশ্রামের বিষয়েও সতর্ক। ‘আমরা প্রতিদিনই তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছি। সঠিক সময়ে তাকে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা আছে। তবে সে যা করছে, তা প্রতিবারই আমাদের চমকে দেয়,’ যোগ করেন আর্জেন্টাইন কোচ।

একই সঙ্গে মাশ্চেরানো লুইস সুয়ারেজের সমালোচনা নিয়ে কথা বলেন। টানা তিন ম্যাচে গোল না পাওয়া সুয়ারেজকে নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, ‘যে খেলোয়াড় ৫০০ এর বেশি গোল করেছে, তাকে সমালোচনা করা ঠিক নয়। সুয়ারেজের অবদান গোলের চেয়েও অনেক বড়। দুই সপ্তাহ আগেই আমরা তার পামেইরাসের বিপক্ষে দুর্দান্ত গোল নিয়ে আলোচনা করেছি। ফুটবল খুবই পরিবর্তনশীল। আমাদের সিনিয়র খেলোয়াড়রা ফিট থাকলে, আমি তাদের পূর্ণ সমর্থনই দিয়ে যাব।’

মাশ্চেরানো আরও জানান, কৃত্রিম টার্ফে খেলার কারণে সুয়ারেজের ম্যাচের সময় নিয়ন্ত্রণ করা হচ্ছে। ‘আমরা তাকে আগে নামিয়ে নেওয়ার চিন্তা করেছিলাম, তবে সঠিক সময় পাইনি। ভবিষ্যতে তার খেলার সময় আরও সচেতনভাবে ম্যানেজ করব,’ বলেন তিনি।

মেসির এই ম্যাচে ফ্রি-কিক থেকে করা একটি গোল ছিল তার ক্যারিয়ারের ৬৯তম ফ্রি-কিক গোল। জুনিনহো পারনামবুকানো (৭৭) ও পেলে (৭০) রয়েছেন তার উপরের অবস্থানে।

ইন্টার মায়ামি বর্তমানে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে পাঁচে আছে, তাদের পয়েন্ট ৩৮ এবং হাতে রয়েছে আরও তিনটি ম্যাচ। পরবর্তী ম্যাচে আগামী বুধবার ফিসি সিনসিনাতির বিপক্ষে খেলবে মায়ামি। টানা ছয় ম্যাচ জয়ের লক্ষ্যে মাঠে নামবে মাশ্চেরানোর শিষ্যরা, যেখানে মেসির রেকর্ডের ধারা অব্যাহত থাকবে কি না, সেটিই এখন সবার আগ্রহের কেন্দ্রবিন্দু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার জনসভা মঞ্চে তারেক রহমান

বিটিভিতে শুরু হচ্ছে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান অভিনন্দন

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ / ‘শঙ্কিত’ সংখ্যালঘুরা ভোটদানে নিরুৎসাহিত হতে পারেন

প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হাউজিং লিমিটেডের আবাসন প্রকল্প ‘আশুলিয়া আরবান সিটি’র শুভ উদ্বোধন

সড়কে ঝরল বিএনপি নেতার প্রাণ

অতীত ভুলে শরীয়তপুরকে আধুনিক জেলা গড়ার অঙ্গীকার নুরুদ্দিন অপুর

মেন্টরশিপ, তৃণমূল সংযোগ ও পারিবারিক বাধা : চ্যালেঞ্জের মুখে নারীর রাজনীতি

শিশির মনিরের প্রচার গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

দলের ক্ষুদ্র স্বার্থে উত্তেজনা সৃষ্টি করা উচিত নয় : রবিউল

চট্টগ্রামে বর্জ্য সংগ্রহে ধীরগতি, ক্ষেপলেন মেয়র

১০

সিলেটে সাবেক মেয়র গ্রেপ্তার

১১

৩ শতাধিক স্বেচ্ছা রক্তদাতা পেলেন কোয়ান্টামের সম্মাননা

১২

বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাজ্য

১৩

শুটিং দলকে ভারত পাঠানোর ব্যাখাসহ সাংবাদিকদের অ্যাক্রিডিটেশনের বিষয়ে যা জানা গেল

১৪

অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, শূন্যপদ ১৩৫৯৯

১৫

তারেক রহমানের বরিশাল সফরের নতুন তারিখ ঘোষণা

১৬

একুশে বইমেলা পেছানোর প্রতিবাদে প্রতীকী মেলা হবে যেদিন

১৭

স্বতন্ত্র প্রার্থীর ব্যতিক্রমী প্রচারণা, নজর কাড়ছে ‘জোকার’

১৮

এই আলো কি সেই মেয়েটিই

১৯

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন আইনুন পুতুল ও আফরান নিশো

২০
X