স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ১০:৩০ এএম
আপডেট : ১৩ জুলাই ২০২৫, ১০:৩৫ এএম
অনলাইন সংস্করণ

‘প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে মেসি’

লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

মাঠে নামলেই যেন নতুন রেকর্ডের জন্ম হচ্ছে। এমনই এক অবিশ্বাস্য ফর্মে আছেন লিওনেল মেসি। ন্যাশভিলের বিপক্ষে ইন্টার মায়ামির ২-১ জয়ে জোড়া গোল করে মেসি এমএলএসের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা পাঁচ ম্যাচে জোড়া গোলের বিরল রেকর্ড গড়েছেন।

ম্যাচের পর মেসির সাবেক সতীর্থ এবং বর্তমানে ইন্টার মায়ামির কোচ হ্যাভিয়ের মাশ্চেরানো তার প্রশংসায় পঞ্চমুখ। তিনি বলেন, ‘প্রায় প্রতিদিনই সে নতুন রেকর্ড গড়ছে। এটা অবিশ্বাস্য! সে আমাদের দলের পতাকাবাহক, নেতা। তার পারফরম্যান্সেই আমরা শিখি, কিভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়। এই পর্যায়ে তার ক্যারিয়ারের অংশ হতে পেরে আমি সত্যিই ধন্য।’

মাশ্চেরানো অবশ্য মেসির ফিটনেস এবং বিশ্রামের বিষয়েও সতর্ক। ‘আমরা প্রতিদিনই তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছি। সঠিক সময়ে তাকে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা আছে। তবে সে যা করছে, তা প্রতিবারই আমাদের চমকে দেয়,’ যোগ করেন আর্জেন্টাইন কোচ।

একই সঙ্গে মাশ্চেরানো লুইস সুয়ারেজের সমালোচনা নিয়ে কথা বলেন। টানা তিন ম্যাচে গোল না পাওয়া সুয়ারেজকে নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, ‘যে খেলোয়াড় ৫০০ এর বেশি গোল করেছে, তাকে সমালোচনা করা ঠিক নয়। সুয়ারেজের অবদান গোলের চেয়েও অনেক বড়। দুই সপ্তাহ আগেই আমরা তার পামেইরাসের বিপক্ষে দুর্দান্ত গোল নিয়ে আলোচনা করেছি। ফুটবল খুবই পরিবর্তনশীল। আমাদের সিনিয়র খেলোয়াড়রা ফিট থাকলে, আমি তাদের পূর্ণ সমর্থনই দিয়ে যাব।’

মাশ্চেরানো আরও জানান, কৃত্রিম টার্ফে খেলার কারণে সুয়ারেজের ম্যাচের সময় নিয়ন্ত্রণ করা হচ্ছে। ‘আমরা তাকে আগে নামিয়ে নেওয়ার চিন্তা করেছিলাম, তবে সঠিক সময় পাইনি। ভবিষ্যতে তার খেলার সময় আরও সচেতনভাবে ম্যানেজ করব,’ বলেন তিনি।

মেসির এই ম্যাচে ফ্রি-কিক থেকে করা একটি গোল ছিল তার ক্যারিয়ারের ৬৯তম ফ্রি-কিক গোল। জুনিনহো পারনামবুকানো (৭৭) ও পেলে (৭০) রয়েছেন তার উপরের অবস্থানে।

ইন্টার মায়ামি বর্তমানে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে পাঁচে আছে, তাদের পয়েন্ট ৩৮ এবং হাতে রয়েছে আরও তিনটি ম্যাচ। পরবর্তী ম্যাচে আগামী বুধবার ফিসি সিনসিনাতির বিপক্ষে খেলবে মায়ামি। টানা ছয় ম্যাচ জয়ের লক্ষ্যে মাঠে নামবে মাশ্চেরানোর শিষ্যরা, যেখানে মেসির রেকর্ডের ধারা অব্যাহত থাকবে কি না, সেটিই এখন সবার আগ্রহের কেন্দ্রবিন্দু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় যুদ্ধবিরতি কেন হচ্ছে না, জানাল মিশর

ডাকসু নির্বাচনে সেনা মোতায়েন প্রসঙ্গে প্রধান রিটার্নিং কর্মকর্তার বক্তব্য

কপোতাক্ষ নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

ইসির রোডম্যাপে খুশি বিএনপি : মির্জা ফখরুল

বুয়েট শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জবিতে বিক্ষোভ

ঢাকায় চুরির মামলায় আ.লীগ নেতা বরিশালে গ্রেপ্তার

হাসনাত-সারজিসকে আলটিমেটাম, এনসিপিকে বর্জনের হুঁশিয়ারি

কদমতলীতে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ২

সিলেটে এবার পুকুরের মধ্যে ‘পাথরের খনি’

শ্রদ্ধাকে প্রকাশ্যে ভালোলাগার কথা জানালেন আমাল

১০

ঈদে মিলাদুন্নবীর (সা.) ছুটির তারিখ পরিবর্তন

১১

জবির দুই শিক্ষককে মারধরের ঘটনায় বহিষ্কার ও ক্যাম্পাসে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার

১২

গাজায় ২৩৩ ইমামকে হত্যা, ৮২৮ মসজিদ ধ্বংস

১৩

শিক্ষার্থীদের সঙ্গে সংবেদনশীল আচরণ কাম্য : ববি হাজ্জাজ

১৪

সুন্দরবন থেকে হরিণ শিকারের বিপুল ফাঁদ জব্দ

১৫

প্লট পেতে নিজেদের গরিব পরিচয় দেন রেহানা-টিউলিপ

১৬

১০ লাখ শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা দেবে ঢাকা দক্ষিণ সিটি

১৭

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে নতুন নিয়োগ, পদ ২৫

১৮

তিন রাত বন্ধ থাকবে কর্ণফুলী টানেলের এক পথ 

১৯

প্রকৌশলী অধিকার আন্দোলনের সমর্থনে শাটডাউন কুয়েট

২০
X