স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ১০:৩০ এএম
আপডেট : ১৩ জুলাই ২০২৫, ১০:৩৫ এএম
অনলাইন সংস্করণ

‘প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে মেসি’

লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

মাঠে নামলেই যেন নতুন রেকর্ডের জন্ম হচ্ছে। এমনই এক অবিশ্বাস্য ফর্মে আছেন লিওনেল মেসি। ন্যাশভিলের বিপক্ষে ইন্টার মায়ামির ২-১ জয়ে জোড়া গোল করে মেসি এমএলএসের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা পাঁচ ম্যাচে জোড়া গোলের বিরল রেকর্ড গড়েছেন।

ম্যাচের পর মেসির সাবেক সতীর্থ এবং বর্তমানে ইন্টার মায়ামির কোচ হ্যাভিয়ের মাশ্চেরানো তার প্রশংসায় পঞ্চমুখ। তিনি বলেন, ‘প্রায় প্রতিদিনই সে নতুন রেকর্ড গড়ছে। এটা অবিশ্বাস্য! সে আমাদের দলের পতাকাবাহক, নেতা। তার পারফরম্যান্সেই আমরা শিখি, কিভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়। এই পর্যায়ে তার ক্যারিয়ারের অংশ হতে পেরে আমি সত্যিই ধন্য।’

মাশ্চেরানো অবশ্য মেসির ফিটনেস এবং বিশ্রামের বিষয়েও সতর্ক। ‘আমরা প্রতিদিনই তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছি। সঠিক সময়ে তাকে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা আছে। তবে সে যা করছে, তা প্রতিবারই আমাদের চমকে দেয়,’ যোগ করেন আর্জেন্টাইন কোচ।

একই সঙ্গে মাশ্চেরানো লুইস সুয়ারেজের সমালোচনা নিয়ে কথা বলেন। টানা তিন ম্যাচে গোল না পাওয়া সুয়ারেজকে নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, ‘যে খেলোয়াড় ৫০০ এর বেশি গোল করেছে, তাকে সমালোচনা করা ঠিক নয়। সুয়ারেজের অবদান গোলের চেয়েও অনেক বড়। দুই সপ্তাহ আগেই আমরা তার পামেইরাসের বিপক্ষে দুর্দান্ত গোল নিয়ে আলোচনা করেছি। ফুটবল খুবই পরিবর্তনশীল। আমাদের সিনিয়র খেলোয়াড়রা ফিট থাকলে, আমি তাদের পূর্ণ সমর্থনই দিয়ে যাব।’

মাশ্চেরানো আরও জানান, কৃত্রিম টার্ফে খেলার কারণে সুয়ারেজের ম্যাচের সময় নিয়ন্ত্রণ করা হচ্ছে। ‘আমরা তাকে আগে নামিয়ে নেওয়ার চিন্তা করেছিলাম, তবে সঠিক সময় পাইনি। ভবিষ্যতে তার খেলার সময় আরও সচেতনভাবে ম্যানেজ করব,’ বলেন তিনি।

মেসির এই ম্যাচে ফ্রি-কিক থেকে করা একটি গোল ছিল তার ক্যারিয়ারের ৬৯তম ফ্রি-কিক গোল। জুনিনহো পারনামবুকানো (৭৭) ও পেলে (৭০) রয়েছেন তার উপরের অবস্থানে।

ইন্টার মায়ামি বর্তমানে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে পাঁচে আছে, তাদের পয়েন্ট ৩৮ এবং হাতে রয়েছে আরও তিনটি ম্যাচ। পরবর্তী ম্যাচে আগামী বুধবার ফিসি সিনসিনাতির বিপক্ষে খেলবে মায়ামি। টানা ছয় ম্যাচ জয়ের লক্ষ্যে মাঠে নামবে মাশ্চেরানোর শিষ্যরা, যেখানে মেসির রেকর্ডের ধারা অব্যাহত থাকবে কি না, সেটিই এখন সবার আগ্রহের কেন্দ্রবিন্দু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশ্মীরের স্বাধীনতা নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বার্তা

বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না : মির্জা ফখরুল

সমাজের বাস্তব চিত্র নিয়ে টেলিফিল্ম ‘আমারও গল্প আছে’

দ্বিপক্ষীয় বৈঠকে সর্বোচ্চ গুরুত্বের আহ্বান সাকিফ শামীমের / যুক্তরাষ্ট্রের ৩৫ শতাংশ শুল্ক আরোপে ব্যবসায়ী সমাজ উদ্বিগ্ন

অস্ত্র মামলায় সুব্রত বাইনের বিরুদ্ধে চার্জশিট 

স্থূলতার প্রভাব থেকে রক্ষা করতে পারে যে সবজি

ডেঙ্গুতে আরও এক মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২০

পাকিস্তানেও ‘৫ আগস্ট’ সরকার পতনের পরিকল্পনা করছে পিটিআই?

মিটফোর্ডে সোহাগ হত্যা / গ্রেপ্তার আরও দুই আসামি ৪ দিনের রিমান্ডে

সোহাগ হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন আনসারের ডিজি

১০

আ.লীগ নেত্রীর বাড়িতে চলছিল গোপন বৈঠক, অতঃপর...

১১

পল্লবীতে চাঁদা না দেওয়ায় হামলা-গুলি, গ্রেপ্তার ৩

১২

কুয়েটে যাওয়া প্রসঙ্গে মাহবুবের স্ত্রীর বিস্ফোরক মন্তব্য

১৩

৪ পদে নিয়োগ দিচ্ছে ইসলামিক ফাউন্ডেশন

১৪

তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে আলোচনা শুরু মঙ্গলবার

১৫

এক ট্রলারে ধরা পড়ল ৬৫ মণ ইলিশ

১৬

আমি রাজনীতি বুঝি না, করতেও চাই না : অপু বিশ্বাস

১৭

চাতক পাখির মতো জাতি জামায়াতের দিকে তাকিয়ে আছে : গোলাম পরওয়ার 

১৮

সাহসী উদ্যোক্তা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালন

১৯

গরমে আরাম দেবে ৭ খাবার

২০
X