গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ০৯:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে পালাতে গিয়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

আটক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা মোখলেছুর রহমান সুমন। ছবি : কালবেলা
আটক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা মোখলেছুর রহমান সুমন। ছবি : কালবেলা

সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে ভারতে পালাতে গিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে এক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় তার সহযোগী অপর আরেক ব্যক্তিকেও আটক করা হয়।

বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় তামাবিল সীমান্তে ১২৭৭নং পিলার এলাকায় ভারতের অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাদের আটক করা হয়।

শনিবার (১২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে তামাবিল সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে ফেরত দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

গ্রেপ্তার ওই নেতার নাম মোখলেছুর রহমান সুমন (৪০)। তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি। বর্তমানে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির উপ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক। তিনি ফরিদপুরের ভাঙ্গা থানার হাজি ইরফান উদ্দিন মাতব্বরের ছেলে। তার সঙ্গী গোয়াইনঘাট উপজেলার অজুহাত গ্রামের কামাল আহমেদের ছেলে আবুল কালাম (৩২)।

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ১০ জুলাই তামাবিল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে দুই বাংলাদেশিকে আটক করে বিএসএফ। শনিবার (১২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদের দুজনকে বিজিবির কাছে হস্তান্তর করে। পরে বিজিবি ওই দুজনকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করে।

জানা গেছে, ভারতে বিএসএফের হাতে আটক হওয়া মোখলেছুর রহমান সুমন ফরিদপুর ভাঙ্গার সাবেক এমপি নিক্সন চৌধুরীর চিরপ্রতিদ্বন্দ্বী জাফরুল্লাহর অনুসারী। তিনি ভাঙা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে ভোটে পরাজিত হয়েছিলেন।

পুলিশ জানায়, আওয়ামী লীগ সরকার পতনের পর তার বিরুদ্ধে কয়েকটি মামলা হয়েছে। মামলার ভয়ে তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করেছিলেন। ভিসা ছাড়া অবৈধভাবে ভারতে পালানোর সহযোগিতা করতে ও তার সঙ্গে আটক হওয়া গোয়াইনঘাটে আবুল কালাম সঙ্গে ১ লাখ টাকা চুক্তি করেন। গত ১০ জুলাই সন্ধ্যায় তামাবিল সীমান্তে ১২৭৭নং পিলার এলাকায় ভারতের অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে মুখলেছুর ও কালামকে বিএসএফ আটক করে।

পরে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তামাবিল স্থলবন্দরের ১২৭৫নং পিলার এলাকায় ওই দুজনকে ভারতীয় ৪ ব্যাটালিয়ন বিএসএফের ডাউকি ক্যাম্প কমান্ডার তামাবিল বিওপির কোম্পানি কমান্ডারের কাছে হস্তান্তর করেন। পরে ওই দুজনকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করে বিজিবি।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) এসএম কবির হোসেন কালবেলাকে বলেন, ভারতে বিএসএফের হাতে আটক দুজনকে বিজিবি থানায় হস্তান্তর করেছে। আটক হওয়া মোখলেছুর ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি ও বর্তমানে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির উপ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক। তার বিরুদ্ধে ভাঙ্গা থানায় কয়েকটি মামলা রয়েছে। আইনি কার্যক্রম শেষে তাদের দুজনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিলাসবহুল বাংলোতে রণবীর-আলিয়ার সুখের সংসার

খুবির ভর্তি পরীক্ষা শুরু ১৮ ডিসেম্বর, আসনপ্রতি লড়বেন ৯৭ জন

বাসের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার ৪ যাত্রী নিহত

এয়ার অ্যাম্বুলেন্স কী, খরচ কেমন হতে পারে?

ফুটবল বিশ্বকাপের ড্র : জেনে নিন কোন পটে কারা

শাজাহান খানের মেয়ে ঐশীর নামে দুদকের মামলা

জাবিতে চার আবাসিক হলের নাম পরিবর্তন

বিশ্বকাপের ড্র আজ : কখন, কোথায় হবে জেনে নিন

আরও ক্ষমতা বাড়ল পাকিস্তানের সেনাপ্রধানের

গরম ডাল-ভাতের সঙ্গে লেবু চিপে খাওয়া কি স্বাস্থ্যকর?

১০

ফের বিতর্কে শাহরুখপুত্র

১১

মহাসমাবেশ থেকে পে-স্কেল নিয়ে নতুন ঘোষণা সরকারি কর্মচারীদের 

১২

বিপিএল: চট্টগ্রাম রয়্যালসের সমর্থকদের জন্য মিলল দুঃসংবাদ

১৩

সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ ফেরত

১৪

আরও ৩০ দেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

১৫

কম্পিউটারের স্ক্রিন কি আপনার বয়স বাড়িয়ে দিচ্ছে, জানুন কী করবেন

১৬

মালাইকার বিস্ফোরক মন্তব্য

১৭

এভারকেয়ারে পৌঁছেছেন ডা. জুবাইদা

১৮

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিলল চিরকুট

১৯

‘ঋতুকামিনী’র অপেক্ষায় অধরা

২০
X