৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের সাধারণ নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মাসুদুর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নাসিম রেজা।
নবনির্বাচিত সভাপতি বর্তমানে খাদ্য মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব পদে কর্মরত এবং সাধারণ সম্পাদক সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পটুয়াখালীর গলাচিপা উপজেলায় কর্মরত। সম্প্রতি অনলাইনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ২৬৫ জন ভোট দেন, যা মোট ভোটারের ৯৩ শতাংশ।
গঠনতন্ত্র অনুযায়ী এরই মধ্যে ৩৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি পরবর্তী দুই বছর দায়িত্ব পালন করবে।
মন্তব্য করুন