কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৪, ০৫:৫৪ এএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ১০:১৮ এএম
প্রিন্ট সংস্করণ

২৪ ঘণ্টার মধ্যে জাতীয় সরকারের রূপরেখা

সমন্বয়কদের সংবাদ সম্মেলন
২৪ ঘণ্টার মধ্যে জাতীয় সরকারের রূপরেখা

সমন্বয়কদের সঙ্গে যোগাযোগ করতে না পারায় তৎক্ষণাৎ জাতীয় সরকারের রূপরেখা দিতে পারেননি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তবে আগামী ২৪ ঘণ্টার (আজ বা আগামীকাল) মধ্যে সব সমন্বয়ক ও অংশীজনের পরামর্শের ভিত্তিতে জাতীয় সরকারের রূপরেখা দেওয়া হবে বলে জানিয়েছেন সংগঠনটির অন্যতম প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম। গতকাল সোমবার তেজগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখার জন্য আমাদের সবার সঙ্গে বসতে হবে। আমরা সব সমন্বয়ক কমিটির সঙ্গে আলোচনা করব, নাগরিক সমাজ, রাজনৈতিক সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করব, রাষ্ট্রের সব স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করব। তবে কাদের সঙ্গে বসব, তা আমরা পরবর্তী সময়ে জানিয়ে দেব।

তিনি বলেন, ছাত্র-নাগরিক অভ্যুত্থানে শেখ হাসিনার ফ্যাসিবাদের বিদায়কে আমাদের প্রাথমিক বিজয় হিসেবে মনে করি। আমরা মনে করি একজন ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেই আমাদের কাজ শেষ নয়। যেই কাঠামোর মধ্য দিয়ে এই ধরনের ফ্যাসিজম তৈরি হয়, সেই কাঠামোর বিলুপ্ত করে একটি নতুন বাংলাদেশ গড়তে হবে।

নাহিদ বলেন, আমরা মনে করি ছাত্র-নাগরিক অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিজমের বিদায় হয়েছে। এজন্য আমরা একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা দেব। সেই জাতীয় সরকারে অভ্যুত্থানকারী ছাত্র-নাগরিকদের অংশগ্রহণ থাকবে। পাশাপাশি নাগরিক সমাজ, পেশাজীবীসহ যত অংশীজন রয়েছেন, তাদের প্রতিনিধিত্ব থাকবে। তাদের সঙ্গে আলোচনার মাধ্যমেই আমরা জাতীয় সরকারের রূপরেখা ও নাম প্রস্তাব করব।

তিনি বলেন, আমরা গত কয়েকদিন থেকে নিরাপত্তাহীনতা ও যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম। এখন আমাদের সমন্বয়কদের সঙ্গে বসতে হবে। এ ছাড়া সব পক্ষের সঙ্গেও বসতে হবে। এরপর আমরা গণতান্ত্রিকভাবে যে সিদ্ধান্ত হবে, তা জাতির সামনে উপস্থাপন করব।

নাহিদ ইসলাম বলেন, যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন, তাদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করছি। পাশাপাশি এ ফ্যাসিস্ট সরকারের দ্বারা যারা শহীদ হয়েছেন, তাদের আজ আমরা স্মরণ করি। আমরা বলেছিলাম, শেখ হাসিনার পদত্যাগই একমাত্র সমাধান নয়। পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে গণহত্যা, গুম, খুন ও মানবাধিকার এবং ভোটাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত। তাই তাদের বিচারের ব্যবস্থা করতে হবে। শেখ হাসিনা পালিয়ে গেলেই হবে না। আমরা তাকে বিচারের আওতায় আনব। যারা ফ্যাসিজমের সঙ্গে জড়িত বা এর সমর্থক সবাইকে বিচারের আওতায় আনা হবে।

তিনি বলেন, অভ্যুত্থানকারী ছাত্র-নাগরিকের সমর্থিত বা প্রস্তাবিত সরকার ছাড়া আর কোনো সরকারকে সমর্থন করব না। সেটা সেনাসমর্থিত হোক বা জরুরি অবস্থার মাধ্যমে রাষ্ট্রপতিশাসিত সরকার হোক। এ ধরনের কোনো সরকারকে বিপ্লবী ছাত্র-জনতা গ্রহণ করবে না।

নাহিদ বলেন, এখনো ঢাকসুর সাবেক ছাত্রকল্যাণ সম্পাদক আকতার হোসেনসহ আমাদের অনেক সমন্বয়ক জেলে বন্দি আছেন। এই ফ্যাসিস্ট সরকারের আমলে যারা রাজবন্দি তাদের, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের মুক্ত করা হবে। তাদের আমরা আমাদের সঙ্গে রাজপথে দেখতে চাই। আমরা মুক্তিকামী ছাত্র-জনতার প্রতি আহ্বান জানাচ্ছি, আমাদের রূপরেখা দেওয়ার আগ পর্যন্ত তারা যেন রাজপথে অবস্থান করেন। এ ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের আন্দোলনের সুযোগে ফ্যাসিবাদের দোসররা যেন নাশকতা ও সহিংসতা করে আমাদের আন্দোলনের ন্যায্যতা প্রশ্নবিদ্ধ করতে না পারে।

তিনি বলেন, আমরা আহ্বান জানাচ্ছি সবার প্রতি, এই দেশ আমার, এই রাষ্ট্রীয় সম্পদ আমাদের সেক্ষেত্রে কেউ যেন কোনো ধরনের লুটপাট, সাম্প্রদায়িক হামলা, কোনো ধরনের উসকানিতে কান না দেন। আমাদের সবাইকে আমাদের দেশের সম্পদ রক্ষা করতে হবে। আমরা কোনো প্রাণনাশ, সহিংসতা চাই না। আমরা শান্তিপ্রিয়ভাবে রাজপথে অবস্থান করব। যাদের বিচার করা হবে, তাদের আইনের প্রক্রিয়া অনুসরণ করেই করা হবে। কেউ যেন আইন হাতে তুলে না নেন। আমরা বৈষম্য দূর করে ন্যায়বিচার প্রতিষ্ঠার করার জন্য এই আন্দোলন করেছি। সুতরাং কারও ওপর যাতে অন্যায় না হয়, সে দিকে খেয়াল রাখতে হবে।

সমন্বয়ক নাহিদ বলেন, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ঐক্যবদ্ধতা নষ্টের সব ধরনের প্রচেষ্টা নষ্ট করে দিতে হবে। তিনি বলেন, ‘এখানে সাম্প্রদায়িক উসকানি দিয়ে তাদের ওপর হামলা চালিয়ে আমাদের দেশের এবং আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা হতে পারে। এসব চেষ্টা ব্যর্থ করে দিতে সবাইকে সচেষ্ট থাকতে হবে।

গণমাধ্যমের বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, আপনাদের মাধ্যমেই আমাদের দাবি বিশ্বে ছড়িয়ে পড়েছে। আমরা সব সময় গণমাধ্যমের প্রতি সহযোগী ছিলাম। আমরা রাজপথে আন্দোলন করেছি, আপনারা সারা বিশ্বে তা ছড়িয়ে দিয়েছেন। আপনাদের নিরাপত্তা নিশ্চিতে পুরো দেশবাসীকে আহ্বান জানাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউআইইউ এবং পিএনজেড ইনোভেশনের মধ্যে গবেষণা সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত

৪৮ কেজি হরিণের মাংসসহ ১ শিকারি গ্রেপ্তার

অন্তর্বর্তী সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে : রাশেদ প্রধান 

চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধীর দুই নেতা আটক

হংকং চায়নার বিপক্ষে বাংলাদেশের শুরুর একাদশে যারা আছেন

‘আগামী নির্বাচনের ওপর দেশের রাজনৈতিক-অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে’

মিরপুরে গার্মেন্টস-কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনায় নিহত ৯

বাংলাদেশে ব্লক হতে পারে ক্রিকইনফো!

জুলাই জাতীয় সনদ নিয়ে হেলাফেলা করা যাবে না : রাশেদ প্রধান

পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রদলের ২ নেতা নিহত 

১০

ষড়যন্ত্রে লিপ্ত উপদেষ্টাদের নাম ও কল রেকর্ড আছে : ডা. তাহের 

১১

মধ্যপ্রাচ্য ধ্বংস নিয়ে জর্ডানের রাজার বিস্ফোরক মন্তব্য

১২

২১ মাস অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন উত্তোলন

১৩

ভাত খাওয়ার সঠিক সময় জানালেন বিশেষজ্ঞ

১৪

কাতার চ্যারিটির বাংলাদেশ অফিসে চাকরির সুযোগ

১৫

বাংলাদেশের সামনে আজ যে সমীকরণ

১৬

সাবেক জেলা পরিষদ সদস্য কালামের দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ

১৭

যুবলীগ নেতা সুমন গ্রেপ্তার, অটোচালকদের মিষ্টি বিতরণ

১৮

৬ মাস জলাবদ্ধ, যাতায়াতের ভরসা বাঁশের সাঁকো

১৯

শীতে রক্তচাপ নিয়ে সতর্ক থাকা কেন জরুরি জানালেন চিকিৎসক

২০
X