রাজকুমার নন্দী
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪, ০২:৫৯ এএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ০৮:২০ এএম
প্রিন্ট সংস্করণ

ফের সাংবিধানিক সংকট দেখতে চায় না বিএনপি

অবস্থান স্পষ্ট করার আহ্বান হাসনাতের
ফের সাংবিধানিক সংকট দেখতে চায় না বিএনপি

আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে রাষ্ট্রপতির পদ নিয়ে এ মুহূর্তে দেশে সাংবিধানিক, রাষ্ট্রীয় ও রাজনৈতিক সংকট তৈরি হোক, সেটা কাম্য নয় বলে মনে করে বিএনপি। নির্বাচনের অপেক্ষায় থাকা দলটির চাওয়া নতুন করে এমন কোনো সংকট যেন সৃষ্টি না হয়। সরকারকে সেদিকে খেয়াল রাখতে বলেছে বিএনপি।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র ইস্যুতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের মন্তব্যের পর তাকে অপসারণের দাবিকে সন্দেহের চোখে দেখছে বিএনপি। এর পেছনে দুরভিসন্ধি রয়েছে বলে মনে করছে দলটি। বিএনপির নীতিনির্ধারকরা মনে করছেন, যে প্রক্রিয়ায় রাষ্ট্রপতিকে সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে, তাতে সাংবিধানিক শূন্যতা তৈরি হতে পারে। ফলে কোনোভাবেই দেশে যাতে নতুন করে সাংবিধানিক কিংবা রাজনৈতিক সংকট সৃষ্টি না হয়, সে বিষয়ের ওপর গুরুত্ব দিচ্ছে দলটি। অসাংবিধানিক কোনো পথে রাষ্ট্রপতির অপসারণ চায় না বিএনপি।

গত মঙ্গলবার রাতে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত হওয়ার পর গতকাল বুধবার দলটি স্পর্শকাতর বিষয়টিকে নিয়ে তাদের অবস্থান পরিষ্কার করেছে। উদ্ভূত পরিস্থিতিতে এদিন সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

তবে এর আগে দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণ দাবি করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এর ফলে রাষ্ট্রপতির পদচ্যুতির বিষয়ে বিএনপির অবস্থানে ‘অস্পষ্টতা’ তৈরি হয়েছে উল্লেখ করে দলটিকে অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এরপর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সরকারের পক্ষ থেকে বলা হয়, বিগত সরকারের আমলে দলীয়করণের মাধ্যমে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে ফেলা হয়েছে। একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে রাষ্ট্রকাঠামোর প্রয়োজনীয় সংস্কারে দশটি কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কয়েক দফা সংলাপও করে সরকার। এ অবস্থায় শেখ হাসিনার পদত্যাগের দালিলিক প্রমাণ নেই বলে সম্প্রতি মন্তব্য করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির এই বক্তব্যের প্রেক্ষাপটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ কয়েকটি সংগঠন তার পদত্যাগের দাবি তুলেছে।

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক সূত্রে জানা গেছে, গত কয়েকদিনের ঘটনাক্রমের ওপর বিশ্লেষণ করেছে দলটি। দলের নেতারা মনে করেন, যেভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে প্রশ্ন উঠেছে, সেটি নিয়েই সন্দেহ তৈরি হয়েছে। এর পরপরই রাষ্ট্রপতির পদত্যাগের দাবি, বঙ্গভবন ঘেরাওসহ হঠাৎ ঘটে যাওয়া কয়েকটি ঘটনায় সেই সন্দেহ আরও বাড়িয়েছে। দলের নেতারা মনে করছেন, পুরো প্রক্রিয়া নিয়েই দুরভিসন্ধি আছে।

দলের একাধিক নেতা বলেন, রাষ্ট্রপতিকে সরানোর পেছনে অন্তর্বর্তী সরকারের মেয়াদ দীর্ঘায়িত করার প্রক্রিয়া আছে কি না, তা নিয়ে ভাবছেন তারা। কারণ, সরকারের বক্তব্যে সংসদ নির্বাচনের কথা স্পষ্ট না হওয়ায় বিভিন্ন ধরনের আলোচনা আছে। তাছাড়া আইন ও সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে পদ থেকে সরিয়ে দেওয়ার সুযোগ আছে কি না, সে প্রশ্নও আছে।

বিএনপি নেতারা বলছেন, গণঅভ্যুত্থানে সরকার পরিবর্তনের পর দেশের সংবিধান স্থগিত করা হয়নি। রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছে অন্তর্বর্তী সরকার। ফলে এখন সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। দলটির বিভিন্ন পর্যায়ে আরও কয়েকজন নেতার সঙ্গে আলোচনা করে যে ধারণা পাওয়া গেছে, তাতে রাষ্ট্রপতি কোন প্রেক্ষাপটে কতটা সিরিয়াসলি এ কথা বলেছেন, তাও বোঝার চেষ্টা করছেন তারা। তবে দলের নেতাদের প্রায় সবাই একমত যে, বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রপতিকে অপসারণ করা ঠিক হবে না।

এমন পটভূমিতে গতকাল সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিএনপির জ্যেষ্ঠ তিন নেতা—স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ। বৈঠকে আইন উপদেষ্টা আসিফ নজরুল, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমও উপস্থিত ছিলেন।

দুপুর ১২টার দিকে যমুনা থেকে বের হয়ে আসে বিএনপির প্রতিনিধিদলটি। বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নজরুল ইসলাম খান। এ সময় সাংবাদিকরা জানতে চান, বৈঠকে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে আপনাদের কাছে কোনো কিছু জানতে চাওয়া হয়েছিল কি না বা আপনারা কিছু বলেছেন কি না। জবাবে নজরুল ইসলাম বলেন, ‘সুনির্দিষ্ট করে নয়; আমরা বলেছি, দেশে নতুন করে সাংবিধানিক বা রাজনৈতিক সংকট যেন সৃষ্টি না হয়, সেদিকে সবার খেয়াল রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা দেখছি, পতিত ফ্যাসিবাদ এবং তাদের দোসররা নানা কৌশলে, নানাভাবে দেশে রাজনৈতিক এবং সাংবিধানিক সংকট সৃষ্টির চেষ্টা করছে। আমরা মনে করি, দীর্ঘদিন লড়াই করে রক্তের বিনিময়ে আমরা যে পরিবর্তন অর্জন করেছি, সেই পরিবর্তন সুরক্ষায় এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আমাদের জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করা দরকার। এখানে সব রাজনৈতিক দল, শ্রেণি-পেশার সংগঠন, ছাত্র-যুবক সবার একটি দৃঢ়তর ঐক্য গড়ে তোলা দরকার, যাতে কেউ দেশে নতুন করে সাংবিধানিক বা রাজনৈতিক সংকট সৃষ্টি করতে না পারে। সে ব্যাপারে আমাদের সবাইকে সোচ্চার থাকতে হবে।

বিএনপির এই নীতিনির্ধারক বলেন, পতিত স্বৈরাচারের দোসররা যদি কোনো সাংবিধানিক বা রাজনৈতিক সংকট সৃষ্টির অপপ্রয়াস চালায়, তাহলে গণতন্ত্রকামী ও আন্দোলনরত রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠন ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করবে। আলোচনার বিষয়বস্তু বলতে গিয়ে নজরুল ইসলাম বলেন, ‘সংস্কারের কাজ দ্রুত করা এবং ঐকমত্যের ভিত্তিতে সেই সংস্কারগুলো করা, জনগণের চলমান সংকটগুলো দ্রুত নিরসন করা, সর্বোপরি এই আন্দোলনের মূল আকাঙ্ক্ষা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা।’ তিনি আরও বলেন, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনের ক্ষেত্র প্রস্তুতের জন্য যে সংস্কারপ্রক্রিয়া চলছে, সেই সংস্কার দ্রুততম সময়ে করে নির্বাচনের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হয়েছে।

এ ছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক নিয়ে বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। এ সময় রাষ্ট্রপতির পদে শূন্যতা সৃষ্টি করতে ফ্যাসিবাদের দোসররা নানা চক্রান্ত করছে বলে অভিযোগ করে এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

সাংবাদিকদের প্রশ্নে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘রাষ্ট্রপতির পদটা একটা সাংবিধানিক পদ বা একটা প্রতিষ্ঠান, সর্বোচ্চ সাংবিধানিক পদ। এই পদে হঠাৎ করে পদত্যাগের মাধ্যমে শূন্যতা সৃষ্টি হলে রাষ্ট্রীয় সংকট ও সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে। রাষ্ট্রীয় সংকট সৃষ্টির মাধ্যমে যদিও গণতন্ত্রে উত্তরণের পথটা বিলম্বিত, বাধাগ্রস্ত কিংবা কণ্টকাকীর্ণ হয়, তা জাতির কাম্য নয়। সুতরাং পতিত ফ্যাসিবাদ এবং তাদের দোসররা যাতে কোনো ষড়যন্ত্র করে এখানে অন্য কিছুর পাঁয়তারা করতে না পারে, সেজন্য আমরা সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। আমরা ঐক্যবদ্ধ আছি এবং ঐক্যবদ্ধভাবেই সব ষড়যন্ত্র মোকাবিলা করব।’

বিএনপি এখন রাষ্ট্রপতির পদত্যাগ কিংবা অপসারণ চায় কি না, এমন প্রশ্নে দলটির এই নীতিনির্ধারক বলেন, রাষ্ট্রপতির পদে শূন্যতা এই মুহূর্তে রাষ্ট্রীয় সংকট সৃষ্টি করবে, সাংবিধানিক শূন্যতা তৈরি করবে, যেটা জাতির কাম্য নয়।

অন্যদিকে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ’ আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সেখানে রাষ্ট্রপতিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘যে লোকটি এরই মধ্যে বাংলাদেশের গণঅভ্যুত্থানকে অপমানিত করেছেন, স্বৈরাচারীদের-ষড়যন্ত্রকারীদের সাহস জুগিয়েছেন, এই দেশে গণতন্ত্র ফিরে আসাকে বাধাগ্রস্ত করেছেন, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত তিনি একটা দুর্নীতিবাজ। অনতিবিলম্বে এই লোকটিকে (রাষ্ট্রপতি) বিদায় করতে হবে। সেই লোকটা যদি সেখানে বসে থাকেন, তাহলে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে না। সুষ্ঠু নির্বাচনের জন্য তাকে বিদায় করা জরুরি। যদি তাকে বিদায় না করেন, তাহলে কীভাবে বিদায় করতে হয় তা আমাদের জানা আছে।’

এদিকে রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে নজরুল ইসলাম ও সালাহউদ্দিনের বক্তব্য একই ধরনের হলেও দুদুর বিপরীতধর্মী বক্তব্যে বিএনপির অবস্থান ‘অস্পষ্ট’ বলে মনে করছেন অনেকে। এমন প্রেক্ষাপটে রাষ্ট্রপতির পদচ্যুতির বিষয়ে অবস্থান স্পষ্ট করতে দলটির প্রতি আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। গতকাল বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ বিষয়ে একটি পোস্ট দেন হাসনাত। ওই পোস্টে তিনি লিখেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে ও গণতন্ত্রের পক্ষে বিএনপির দীর্ঘ লড়াইয়ের ইতিহাস রয়েছে। বর্তমান ’২৪-পরবর্তী বাংলাদেশে ’৭২-এর সংবিধান বাতিল ও রাষ্ট্রপতির পদচ্যুতির বিষয়ে বিএনপির অবস্থান স্পষ্ট করতে হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসুর ভিপি-জিএস পদে কার ব্যালট নম্বর কত

পোষ্য টাইসনকে মৃত অবস্থায় পেলেন নিলয় আলমগীর

স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

রোহিঙ্গা ক্যাম্পে প্রসূতি ও নবজাতক সেবা চালু করল আইওএম

আ.লীগ নেতা লোকমান হোসেন ডাকুয়া গ্রেপ্তার 

৪ বার কল দিয়েছেন ট্রাম্প, ধরেননি মোদি

ক্রিকেটের যে নিয়ম পরিবর্তন করতে চান শচীন

ডাকসু নির্বাচন / শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ছাত্রদলের প্রচারণা শুরু

দলীয় পদ স্থগিতের বিষয়ে যা বললেন ফজলুর রহমান

যুবলীগ নেতাসহ সাবেক যুগ্ম সচিব সিরাজুল কারাগারে 

১০

আড়াই বছর পর বেনাপোল বন্দরে পেঁয়াজ আমদানি

১১

এশিয়ান কাপের আগে থাইল্যান্ডে প্রস্তুতি ম্যাচ খেলবে ঋতুপর্ণারা

১২

যে ৪ ধরনের মানুষের জন্য চিয়া সিড বিপজ্জনক

১৩

কার্যকর হচ্ছে ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক, মহাবিপদে ভারত

১৪

পুলিশ ক্যাম্পে হামলাকারীদের ধরতে অ্যাকশনে যৌথবাহিনী

১৫

ডাকসুর নারী প্রার্থীদের নিয়ে সাইবার বুলিং, যা বলছেন আলেমরা

১৬

ফেসবুকে ‘আল্লাহ হাফেজ বাংলাদেশ’ লিখে বিদেশে পাড়ি, দুদিন পর মৃত্যু

১৭

ছাত্রদল নেতাকে চ্যাংদোলা করে থানায় নিয়ে হেনস্তা

১৮

গাজায় গণহত্যা ঠেকাতে মুসলিম বিশ্বকে ঐক্যের ডাক ইরান-সৌদির

১৯

১০২ বছর বয়সে পর্বত জয়, বিশ্বরেকর্ড গড়লেন বৃদ্ধ

২০
X