এনায়েত শাওন
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ০২:৫০ এএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৮:২২ এএম
প্রিন্ট সংস্করণ

‘নদী মুক্তির’ বাজেটে আকাশপাতাল তফাত

নদী রক্ষা কমিশনের খসড়া তালিকা প্রস্তুত
‘নদী মুক্তির’ বাজেটে আকাশপাতাল তফাত

নাব্য বৃদ্ধি ও দখল-দূষণমুক্ত করে নদীপথকে সচলের উদ্য়োগ নিয়েছে সরকার। সারা দেশের প্রতিটি জেলায় অন্তত একটি ছোট-বড় নদীকে দখল-দূষণমুক্ত করা হবে। নদীমাতৃক বাংলাদেশকে স্বরূপে ফিরিয়ে আনতে প্রয়োজনে করা হবে খনন। জেলায় জেলায় দখল-দূষণমুক্ত করে নদী খনন ও পাড় বাঁধাইয়ের খসড়া তালিকাও প্রস্তুত করা হয়েছে। তালিকায় প্রস্তাবিত নদীর দৈর্ঘ্য সব মিলিয়ে প্রায় ৫ হাজার কিলোমিটারের বেশি। আর এই কাজের জন্য প্রয়োজন হবে প্রায় ১ হাজার ৭৩০ কোটি টাকা।

মনোনীত নদীগুলোর দৈর্ঘ্যে ভিন্নতা থাকলেও জেলা পর্যায়ের থেকে প্রাক্কলিত খসড়া বাজেটে আকাশপাতাল পার্থক্য রয়েছে। কোনো কোনো জেলার প্রাক্কলনে উদ্দেশ্য-বিধেয় সম্পর্কে অস্পষ্ট ধারণার কারণে বাজেটে এরকম তারতম্য ঘটেছে বলে সংশ্লিষ্টদের ধারণা।

খোঁজ নিয়ে জানা গেছে, দেশের সব জেলা থেকে নদী দূষণ ও দখলমুক্ত করার তালিকা এবং প্রস্তাবিত অর্থের চাহিদা পাঠানো হয়েছে। ব্য়তিক্রম শুধু রাঙামাটি। সেখানে নেই কোনো দূষিত নদী, নেই কোনো দখলের ঘটনা। সেজন্য এই জেলা থেকে কোনো তালিকাও প্রেরণ করা হয়নি। তবে ৬৩ জেলার ৬৭টি নদনদী এবং দুটি খালের নাম রয়েছে খসড়ায়।

পানিসম্পদ মন্ত্রণালয় সম্প্রতি নদী দখল-দূষণমুক্ত ও খননের উদ্যোগ নেয়। দেশের কোন জেলায় কোন নদীকে তালিকায় রাখা হবে, তা নিয়ে কাজ শুরু করে নদী রক্ষা কমিশন। এরই ধারাবাহিকতায় জেলা থেকে নদীর নাম, বর্তমান অবস্থা, অন্তর্ভুক্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আর্থিক চাহিদা পাঠানো হয়। এর ওপর ভিত্তি করে খসড়া প্রণয়ন করা হয়েছে। এখন চলছে যাচাই-বাছাই। তবে অর্থ বরাদ্দসহ সরকারের নীতিগত অনুমোদনের ওপর নির্ভর করছে এই উদ্যোগের ভবিষ্যৎ।

এ বিষয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব (পরিবীক্ষণ ও বাস্তবায়ন-১) মো. রিয়াজুল কবীর কালবেলাকে বলেন, উদ্যোগটি নিয়ে কাজ চলছে। প্রাথমিকভাবে জেলায় জেলায় নদী চূড়ান্তকরণের জন্য যাচাই-বাছাই চলমান রয়েছে। সঙ্গে চলছে ব্যয় প্রাক্কলনের প্রক্রিয়া।

খসড়া তালিকায় দেখা যায়, সর্বোচ্চ খুলনা বিভাগে অন্তত ১ হাজার ২০ কিলোমিটার, চট্টগ্রাম বিভাগে অন্তত ৯০০, রাজশাহী বিভাগে ৬৫০, ময়মনসিংহ বিভাগে ৬০০, সিলেট বিভাগে ৫০০, ঢাকা বিভাগে অন্তত ৫০০, রংপুরে বিভাগে ৪৫০ ও বরিশাল বিভাগে ১৮০ কিলোমিটার নদী দূষণ ও দখলমুক্ত করে খনন করা হতে পারে।

সূত্র জানায়, কিছু কিছু জেলা থেকে পাঠানো বাজেট আগের মতো আকাশচুম্বী। আবার কিছু কিছু জেলা হয়তো উদ্যোগের উদ্দেশ্য-বিধেয় না বুঝেই বাজেট প্রণয়ন করেছে। ফলে কিছু কিছু জেলায় নতুন করে অর্থ বরাদ্দের বিষয়টি পুনর্মূল্যায়ন করা হবে। অতিরিক্ত বাজেটের বিষয়টিও সংশোধন করা হবে। খসড়া থেকে দেখা যাচ্ছে, নীলফামারী থেকে সর্বনিম্ন দেড় লাখ টাকা, দিনাজপুর থেকে ২ লাখ, মানিকগঞ্জ থেকে ৩ লাখ, শরীয়তপুর, মাদারীপুর, খাগড়াছড়ি ও খুলনার জন্য ৫ লাখ টাকা বরাদ্দের দাবি জানানো হয়েছে। অন্যদিকে, জামালপুরের পুরাতন ব্রহ্মপুত্র নদের ২৩০ কিমির জন্য সর্বোচ্চ ১ হাজার ২৪১ কোটি টাকা, দ্বিতীয় সর্বোচ্চ নাটোরের ৪৯ কিমি নারদ নদ ও মুসাখালী নদীর জন্য বরাদ্দ চাওয়া হয়েছে ১৭৩ কোটি টাকা।

খসড়া থেকে আরও জানা যায়, ঢাকায় জয়পাড়া, নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা, মুন্সীগঞ্জের রজতরেখা, গাজীপুরের লাবুন্ধা, নরসিংদীর হাড়িধোয়া, মানিকগঞ্জের কালীগঙ্গা, টাঙ্গাইলের ফটিকজানী (ফুটজানী), কিশোরগঞ্জের নরসুন্ধা, শরীয়তপুরের জয়ন্তী, মাদারীপুরের কুমার (লোয়ার), ফরিদপুরের কুমার নদ, রাজবাড়ীর চত্রা, গোপালগঞ্জের মাদারীপুর বিলরুট নদী রয়েছে এই তালিকায়।

চট্টগ্রামের হালদা, চাঁদপুর ও লক্ষ্মীপুরে ডাকাতিয়া, কক্সবাজার বাঁকখালী, নোয়াখালীর ছোট ফেনী, কুমিল্লার গোমতী, ব্রাহ্মণবাড়িয়ার তিতাস, বান্দরবানের ম্যাকছি, খাগড়াছড়ির চেঙ্গী, ফেনীর মহাদিয়া খালকে দূষণ, দখল ও খননের জন্য প্রাধান্য দিয়ে তালিকার রাখা হয়েছে।

বরিশালের কীর্তনখোলা, নিজ জেলার নামে নদী পটুয়াখালীতে, ঝালকাঠির ধানসিঁড়ি, বরগুনার পায়রা (বুড়িশ্বর), পিরোজপুরের বেলুয়া, ভোলার জাঙ্গালিয়া। খুলনার সালতা, যশোরে আপারভদ্রা, বাগেরহাটে মরাচিত্রা, সাতক্ষীরায় বেতনা, নড়াইলে চিত্রা, কুষ্টিয়ার কালীগঙ্গা, মাগুরার নবগঙ্গা, চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা, মেহেরপুরের ভৈরব ও ঝিনাইদহে চিত্রা নদী রয়েছে এই খসড়া তালিকায়।

রাজশাহীর বড়াল, বগুড়ার করতোয়া, জয়পুরহাটের চিড়ি, নওগাঁর ছোট যমুনা, চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা, পাবনার আত্রাই, নাটোরের নারদ নদ, মুসাখালী নদী এবং সিরাজগঞ্জের ফুলজোড়া, রংপুরে আলাইকুড়ী, গাইবান্ধার আলাই, কুড়িগ্রামে গিরাই, লালমনিরহাটের সতি, নীলফামারীর চেকারডারা (হরিডারা), ঠাকুরগাঁওয়ের শুক, পঞ্চগড়ের করতোয়া নদীকে প্রাথমিক তালিকায় রাখা হয়েছে।

সিলেটের সুরমা, মৌলভীবাজারের মনু, হবিগঞ্জের সুতাং, সুনামগঞ্জের সুরমা নদীর নাম খসড়ায় রয়েছে। ময়মনসিংহের ব্রহ্মপুত্র, সুতিয়া, খিরু ও বানার নদী, নেত্রকোনায় মাগড়া, জামালপুরের পুরাতন ব্রহ্মপুত্র, শেরপুরের মহারশি নদীকে প্রাথমিকভাবে বিবেচনায় নিয়ে যাচাই-বাছাই ও ব্যয় প্রাক্কলন চলছে।

নদী দূষণ ও দখলমুক্ত করা অত্যন্ত জটিল এবং আইনি বাধ্যবাধকতা থাকায় সব দপ্তরের সমন্বয়ে কাজটি করা হবে বলে জানা গেছে। এ লক্ষ্য়ে পানিসম্পদ মন্ত্রণালয়, নৌ মন্ত্রণালয়, নদী রক্ষা কমিশন, পানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ ও বিভাগীয় কমিশনারের কার্যালয়কে এই কাজে অন্তর্ভুক্ত করা হবে।

সূত্র জানায়, সারা দেশের সব নদনদীর দূষণ ও দখলমুক্ত একসঙ্গে সম্ভব নয়। প্রতিটি জেলা থেকে একটি নদনদী অগ্রাধিকার ভিত্তিতে খসড়া তালিকায় যুক্ত করা হয়েছে। মূলত এ কাজটির মাধ্যমে নদী দখল-দূষণমুক্ত করার প্রক্রিয়া শুরুর পরিকল্পনা করছে সরকার। আটটি বিভাগীয় কমিশনারদের পাঠানো তালিকা অনুযায়ী সারা দেশে নদনদীর সংখ্যা ১ হাজার ৪৮০টি। তবে পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের কাজ এখনো চলমান। খুব শিগগির প্রকাশিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

পানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, প্রতি জেলায় একটি করে নদীকে দখল ও দূষণমুক্ত করা হবে। আমরা দেখেছি, নদী দূষণমুক্ত করা এত সহজ নয়। এর পরও সবার সহযোগিতায় তা সম্ভব। আগামী প্রজন্মের জন্য় কাজটি খুবই জরুরি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০১৮ সালের নির্বাচনের বদনাম ঘোচাতে চায় পুলিশ : ডিএমপি কমিশনার

ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে চেলসির বড় জয়

নরসিংদী জেলা সাংবাদিক সমিতি, ঢাকা’র নতুন কমিটিকে সংবর্ধনা

কেইনের হ্যাটট্রিকে লেইপজিগকে উড়িয়ে দিল বায়ার্ন

নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ মিলল পুকুরে

বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্রয়ের তারিখ ঘোষণা করলেন ট্রাম্প

এশিয়া কাপ দলে জায়গা পেয়ে সোহানের কৃতজ্ঞতার বার্তা

ঘুষ কেলেঙ্কারিতে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

প্রবীণদের বিশেষ যত্ন নিয়ে বার্ধক্যের প্রস্তুতি নিন: স্বাস্থ্য সচিব

বিভুরঞ্জন সরকারের মৃত্যু অনাকাঙ্ক্ষিত: রাষ্ট্রদূত আনসারী

১০

লা লিগার কাছে যে অনুরোধ করতে চায় বার্সা

১১

‘নির্বাচনে আমলাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করে গ্রহণযোগ্যতার প্রমাণ দিতে হবে’

১২

সাবেক এডিসি শচীন মৌলিক কারাগারে

১৩

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন শনিবার, যেসব বিষয়ে আলোচনা

১৪

সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের শানে রিসালাত সম্মেলন

১৫

শেষ দিনেও ‘জুলাই সনদ’ নিয়ে মতামত দেয়নি ৭ রাজনৈতিক দল

১৬

ইউরোপের লিগগুলোতে দল কমানোর প্রস্তাব ব্রাজিল কোচ আনচেলত্তির

১৭

নেপালে মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকের প্রচার, তাসনিম জারার ব্যাখ্যা

১৮

মাওয়া এক্সপ্রেসওয়ে মৃত্যুর মিছিল, তিন বছরে প্রাণ হারান ১৮৩ জন

১৯

স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি 

২০
X