

তুরস্ক দূতাবাস ঢাকায় ভিসা আবেদন গ্রহণের সময়সূচি ঘোষণা করেছে। এই তথ্য তুরস্ক দূতাবাসের ঢাকাস্থ অফিসিয়াল সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে।
দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে বৃহস্পতিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতি সপ্তাহে রবি থেকে বৃহস্পতিবার ভিসা আবেদন গ্রহণ করা হবে। আবেদন গ্রহণের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভিসা আবেদন জমা দিতে হবে ঢাকার বারিধারা কূটনৈতিক এলাকায় অবস্থিত তুরস্ক দূতাবাসে। দূতাবাসের ঠিকানা হলো ৬ ফেলানী অ্যাভিনিউ, বারিধারা ডিপ্লোম্যাটিক জোন, ঢাকা-১২১২।
তুরস্ক দূতাবাস জানিয়েছে, নির্ধারিত সময়ের বাইরে ভিসা আবেদন গ্রহণ করা হবে না। আবেদনকারীদের সময়সূচি মেনে দূতাবাসে উপস্থিত হওয়ার অনুরোধ জানানো হয়েছে।
মন্তব্য করুন