ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩, ০২:২২ এএম
প্রিন্ট সংস্করণ
এশিয়া কাপের দল ঘোষণা

কোচ-ক্যাপ্টেনের অপছন্দেই কি রিয়াদ বাদ

কোচ-ক্যাপ্টেনের অপছন্দেই কি রিয়াদ বাদ

এশিয়া কাপের দল ঘোষণার পরই মাহমুদউল্লাহ রিয়াদের সামনে দেয়াল লিখন স্পষ্ট হয়েছে। এর আগে টানা তিন সিরিজে নির্বাচকরা তাকে দলের বাইরে রেখেছিলেন। প্রশ্ন উঠলে বলছিলেন, ‘বিশ্রাম’ দেওয়ার কথা। প্রকৃতপক্ষে বিশ্রামের নামে যে রিয়াদকে বাদই দেওয়া হয়েছিল, তা এখন জলের মতো পরিষ্কার। বাংলাদেশের বিশ্বকাপ দলেও যে তিনি থাকবেন না, সেটাও প্রায় নিশ্চিত। কিন্তু কেন বাদ পড়লেন ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সাড়া জাগানো ‘ফিনিশার’? ফিটনেসের অভাবে? ফর্মহীনতায়? নাকি ৬/৭ নম্বর পজিশনে বিকল্প পেয়ে গেছে বাংলাদেশ? কোচ কিংবা অধিনায়কের অপছন্দও কি কারণ হতে পারে?

জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন কারণটা, ‘টিম ম্যানেজমেন্ট আমাদের একটা পরিকল্পনা দেয়, সামনে কীভাবে কোন দেশের সঙ্গে খেলবে এবং তার কৌশল নিয়ে। সেই চিন্তাভাবনা থেকেই রিয়াদকে বাদ দেওয়া হয়েছে।’ লক্ষ্য করার মতো ব্যাপার, জাতীয় দলের প্রধান নির্বাচক এবারই স্পষ্ট করে কোনো অভিজ্ঞ ক্রিকেটারকে দলে না রাখার ব্যাপারে ‘বাদ’ শব্দটা ব্যবহার করলেন। অর্থাৎ এখন আর বিশ্রাম নয়, সরাসরি জাতীয় দল থেকে বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ধারণা করা হচ্ছে, ভারতে হতে যাওয়া বিশ্বকাপের স্কোয়াডেও সুযোগ পাবেন না তিনি। তাহলে কি এখানেই অভিজ্ঞ এ ব্যাটারের ক্যারিয়ারের সমাপ্তি হলো? চারদিকে এসব নিয়ে যখন ব্যাপক আলোচনা চলছে, তখন রিয়াদের স্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে লম্বা একটা পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, ‘বিশ্বকাপের প্রথম সেঞ্চুরিয়ানের স্ত্রী হিসেবে আমি জান্নাতুল কাওসার গর্ববোধ করি এবং আজীবন করব, যাকে কোটি কোটি মানুষ ভদ্রলোক, সৎ, ভালো মানুষ হিসেবে জানে। আলহামদুলিল্লাহ। তাকে দলের প্রয়োজনে যখন যেখানে খুশি খেলতে নামানো হতো, তাও সে কখনো কোনোদিন কিছু বলেনি, তার স্বাচ্ছন্দ্যের পজিশন আসলে কোনটা। সেই সেক্রিফায়েসগুলো না করলে আজকে তার রানের সংখ্যা আরও অনেক বেশি হতো! সে সর্বদাই অপ্রতিবাদী ছিল। নিজের যোগ্যতায় সবসময় দলে জায়গা পেয়ে আসছে। আমি এখনো গর্ববোধ করছি। কারণ, আমার স্বামী খারাপ খেলে দল থেকে বাদ পড়েনি! ভালো করে পরিসংখ্যান অনুসন্ধান করলে দেখবেন! প্রাথমিক দলে থেকে কঠোর অনুশীলন করে চেষ্টা করেছে এবং ফিটনেস টেস্টেও ফেল করেনি। আলহামদুলিল্লাহ। তাই যথাযথ কারণ বিশ্লেষণ করে তাকে বাদ দিলে উপকৃত হতাম। আমি দোয়া করি, মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ আর কোনো ক্রিকেটার যেন অবহেলার শিকার না হয়, সুযোগ বঞ্চিত না হয়, সাইলেন্ট হিরো না হয়! আগামী প্রজন্মের ক্রিকেটারদের জন্য ‘বিশ্রামের’ ট্রেন্ড বন্ধ হোক, যাতে তাদের অবসরের অধিকার কেড়ে নেওয়া না হয়। সর্বোপরি, আমি মাহমুদউল্লাহ রিয়াদের সব শুভাকাঙ্ক্ষী, ফ্যান ফলোয়ারের কাছে কৃতজ্ঞ এত ভালোবাসা, সম্মান আর সমর্থনের জন্য। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের জন্য তার অবদান কতটুকু, যারা ক্রিকেট সত্যিকার অর্থে বোঝে, তারাই জানে এবং মনে রাখবে ইনশাআল্লাহ। আপনারা সবাই তার সুস্বাস্থ্যের জন্য দোয়া করবেন।’ রিয়াদের যারা সমর্থক, তাদের কথাই লিখেছেন জান্নাতুল কাওসার। কিন্তু তার অভিযোগগুলো ক্রিকেটীয় যুক্তি পরিসংখ্যানে একবার যাচাই করা যাক।

রিয়াদ টেস্ট থেকে অবসরে গিয়েছেন ২০২১ সালে, টি-টোয়েন্টিতেও নেই প্রায় এক বছর ধরে। একমাত্র ওয়ানডেতে থাকলেও বিশ্রামের নামে বাদ পড়েন মার্চে হওয়া আয়ারল্যান্ড সিরিজে। এরপর আর জাতীয় দলে ফেরা হয়নি তার। ৩৭ বছর বয়সী এ ব্যাটারকে বাদ দেওয়ার জন্য একটি কারণ উল্লেখ করেছিলেন নির্বাচকরা। কিন্তু এর বাইরেও আছে বেশ কয়েকটি কারণ। তার মধ্যে অন্যতম হচ্ছে, তার ব্যাটিং পজিশন ও ফিটনেসের অবস্থা। তা ছাড়া বাদ পড়ার পর আফগানিস্তান সিরিজের সময় পবিত্র হজে গিয়েছিলেন তিনি; সে সময় দেশে থাকলে হয়তো একটা সুযোগ মিলতে পারত। ক্রিকেট পাড়ায় গুঞ্জন আছে, ধীরগতির ব্যাটিংয়ের কারণে রিয়াদকে পছন্দ নয় সাকিব আল হাসানের। কিন্তু বাদ পড়ার জন্য এটা হয়তো বা জুতসই কারণ নয়। তাহলে স্কোয়াডে রিয়াদ নেই কেন?

সাম্প্রতিক সময়ে ফিল্ডিংয়ে রিয়াদের বয়সের ছাপ পড়েছে। আগের মতো ফিটনেস নেই। তাই মাঠের ফিল্ডিং সেই তুখোড় রিয়াদেরও দেখা নেই; বিষয়টি টিম ম্যানেজমেন্টের দৃষ্টিগোচর হয়েছে। সর্বশেষ ইংল্যান্ড সিরিজেও ফিটনেস ঘাটতি ছিল তার। তা ছাড়া যেটা বড় কারণ হতে পারে সেটা হচ্ছে, অভিজ্ঞ এ ব্যাটারের ব্যাটিং পজিশন। পাঁচ বছর ধরে ওয়ানডেতে ছয়ে ব্যাটিং করতেন তিনি। এখানে পরিসংখ্যান আশা জাগানিয়া নয়। ক্যারিয়ারে এখন পর্যন্ত এ পজিশনে ৭৩ ম্যাচে ব্যাটিং করে ৩৩.৬৬ গড়ে করেছেন ১ হাজার ৭১৭ রান, স্ট্রাইকরেট মাত্র ৭৪.৫২।

ইংল্যান্ড সিরিজে তিন ম্যাচে করেছিলেন, ৩১, ৩২ ও ৮ রান। ওই সিরিজের পর এক অনুষ্ঠানে সাকিব বলেছিলেন, ‘আসলে যেই জায়গাটা নিয়ে কথা বলছেন, সেখানে প্রতিদ্বন্দ্বিতা কিন্তু আসলে একজনের না, বেশ কয়েকজনের। প্রত্যেক ক্রিকেটারই সেখানে পারফর্ম করছে। ঘরোয়া ক্রিকেটে যদি দেখেন আফিফ আছে সেখানে, মোসাদ্দেক আছে, সোহান আছে, রিয়াদ ভাই সেখানে অসাধারণ খেলছে। রাব্বি আছে দলের সঙ্গে, মিরাজও সাতে ব্যাটিং করছে। একটি জায়গার জন্য ৬-৭ জন ক্রিকেটার আছে বিকল্প হিসেবে।’ আয়ারল্যান্ড সিরিজে রিয়াদ বাদ পড়ায় এ পজিশনে ব্যাটিং করতে হয়েছে অভিজ্ঞ মুশফিকুর রহিমকে। ৮ ম্যাচে সাফল্যের সঙ্গে ৭১.২০ গড়ে করেছেন ৩৫৬ রান, স্ট্রাইকরেট ১০৯.২০; আছে একটি সেঞ্চুরিও। মুশফিকের এমন দুর্দান্ত পারফরম্যান্সে রিয়াদের জায়গা হতে পারত ৭ নম্বর পজিশনে। ফিনিশিংয়ের জন্য এ জায়গায় খুবই গুরুত্বপূর্ণ, সঙ্গে বোলিংয়ে সহযোগিতারও ব্যাপার আছে। কিন্তু পুরো ক্যারিয়ারে কখনোই নিয়মিত বোলার ছিলেন না তিনি। ২০১৮ সালের পর থেকে বোলিং একদমই ছেড়ে দিলেন বললে ভুল হবে না। কেননা, যে কয়টা ওভার করতে হয়েছে, সেটা নাজমুল হোসেন শান্তও করেন। আর এ পজিশনে ৮১ ম্যাচে ৩৪.৭১ গড়ে তিনি রান করেছেন ১ হাজার ৫৯৭ রান, স্ট্রাইকরেট ৭৭.২৯।

বাংলাদেশের প্রয়োজন সাতে একজন আগ্রাসী অলরাউন্ডার। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও যিনি রাখবেন গুরুত্বপূর্ণ অবদান। সে হিসেবে মেহেদী হাসান মিরাজ সবচেয়ে এগিয়ে। দশ ওভার বোলিংয়ের সঙ্গে ব্যাটিংয়েও ভালোই সামলান তিনি। এ পজিশনে ১০ ম্যাচে ব্যাটিং করেছেন তিনি। ১২.৫০ গড়ে রান ১২৫, স্ট্রাইকরেট ৭৯.১১। একই পজিশনের জন্য বিবেচিত আফিফ হোসেন ২০ ম্যাচে ২৬.৮৫ গড়ে করেছেন ৩৭৬ রান, স্ট্রাইকরেট ৮৪.৬৮। তবে অলরাউন্ডার বিবেচনায় রিয়াদ-আফিফের চেয়ে ঢের এগিয়ে মিরাজ। এ ছাড়া শামীম পাটোয়ারি ও শেখ মেহেদীকেও এ পজিশনের জন্য বিবেচনা করেছে টিম ম্যানেজমেন্ট। এশিয়া কাপে তাদের পারফরম্যান্সই বলে দেবে বাংলাদেশ ক্রিকেটে রিয়াদের প্রয়োজনীয়তা ফুরিয়েছে কি না! কিন্তু একটা কথা নিশ্চিত, লম্বা সময় খেলার বাইরে থাকা রিয়াদের জন্য ফেরার পথটা আর সহজ নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাড়ল বাস ভাড়া

পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনায় গড়ে তোলা হবে ক্লিন সিটি : চসিক মেয়র

জুলাই সনদে মিত্রদের ‘কাছাকাছি মতামত’ দেওয়ার পরামর্শ বিএনপির

সন্তানকে বাঁচিয়ে প্রাণ দিলেন বাবা

সৈকতে ফের ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

ইঞ্জিন সংকটে ‘নাজুক’ রেল অপারেশন

স্পেনে রিয়ালের আর্জেন্টাইন তারকাকে নিয়ে অদ্ভুত বিতর্ক

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হলেন আবু তাহের

মানবিক ড্রাইভার গড়তে নারায়ণগঞ্জে ডিসির যুগান্তকারী উদ্যোগ

গৃহকর্মীদের অধিকার সুরক্ষায় জাতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত

১০

পিএসসি সদস্য হলেন অধ্যাপক শাহীন চৌধুরী

১১

রিয়ালের হয়ে ইতিহাস গড়লেন আর্জেন্টিনার ‘মাস্তান’

১২

দাম্পত্য কলহ এড়ানোর সহজ ৫ উপায়

১৩

‘গণতন্ত্রের জন্য আরও কঠিন পথ পাড়ি দিতে হতে পারে’

১৪

আর্থিক খাত নিয়ে খারাপ খবর দিলেন গভর্নর

১৫

পৌরসভার ফাইল নিয়ে দুই কর্মকর্তার হাতাহাতি

১৬

কর্মস্থলে ‘অনুপস্থিত’, এবার পুলিশের ২ এসপি বরখাস্ত

১৭

এশিয়া কাপ দল নিয়ে তোপের মুখে বিসিসিআই

১৮

নারী-শিশুসহ ছয় ভারতীয় নাগরিক আটক

১৯

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সব প্রস্তুতি নিয়েছে সরকার : উপদেষ্টা আসিফ

২০
X