

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সম্প্রতি চুরি, ডাকাতি, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় এসব অপরাধ প্রতিরোধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিবুল্লাহ। তিনি বলেন, অপরাধ নিয়ন্ত্রণে আনতে হলে সন্ধ্যার পর শিক্ষার্থীরা কোনোভাবেই অকারণে বাড়ির বাইরে থাকতে পারবে না।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জৈনপুর এলাকায় জৈনপুর সমাজকল্যাণ ক্রীড়া সংঘের উদ্যোগে চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক ও জুয়াসহ অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে করণীয় শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জৈনপুর সমাজকল্যাণ ক্রীড়া সংঘের সভাপতি জহিরুল ইসলাম জহিরের সভাপতিত্বে এবং সাংবাদিক মাহবুবুল ইসলাম সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ওসি মহিবুল্লাহ আরও বলেন, অপরাধ দমনে শুধু পুলিশের ওপর নির্ভর করলে হবে না। সমাজের সচেতন মানুষ, জনপ্রতিনিধি ও যুবসমাজকে একসঙ্গে কাজ করতে হবে। এলাকাভিত্তিক প্রতিরোধ কমিটি গঠন এবং নিয়মিত রাতের পাহারা জোরদার করা গেলে মহাসড়কে ডাকাতি ও কিশোর গ্যাংয়ের তৎপরতা অনেকাংশে কমানো সম্ভব।
বিশেষ অতিথির বক্তব্যে পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, বর্তমানে পিরোজপুর ইউনিয়নসহ আশপাশের এলাকায় চুরি ও ছিনতাই উদ্বেগজনক হারে বেড়েছে। এখনই সামাজিক প্রতিরোধ গড়ে না তুললে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।
পিরোজপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এলাকাবাসীর সহযোগিতা ছাড়া অপরাধ দমন সম্ভব নয়। ইউনিয়ন পরিষদ থেকে এ ধরনের সামাজিক উদ্যোগে সবসময় সহযোগিতা থাকবে।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন সাংবাদিক মিজানুর রহমান মামুন, জৈনপুর সমাজকল্যাণ ক্রীড়া সংঘের সাধারণ সম্পাদক ফখরুদ্দিন আহম্মেদ খোকন, ইউপি সদস্য মো. নুরুজ্জামান নুরু, সমাজসেবক শফিউল আলম বাচ্চু, শহীদ সরকার ও মোতালেব মিয়া।
সভাশেষে চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক ও জুয়াসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
মন্তব্য করুন