কালবেলা প্রতিবেদক, ঢাকা ও ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৩:১৫ এএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৩:১৯ এএম
প্রিন্ট সংস্করণ
মির্জা ফখরুল

বিএনপিতে ঠাঁই নেই গণহত্যায় জড়িতদের

বিএনপিতে ঠাঁই নেই গণহত্যায় জড়িতদের

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণহত্যাকারী, সন্ত্রাসীদের বিএনপিতে কোনো ঠাঁই নেই। দলীয়ভাবে নির্দেশনা দেওয়া আছে, যারা গণহত্যার সঙ্গে জড়িত ছিল, তাদের বিএনপিতে নেওয়া হবে না।

গতকাল মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এদিন বিএনপি মহাসচিবের পক্ষ থেকে ২ হাজার শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতারা বিএনপিতে যোগ দিচ্ছেন—এ বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘এটা আমার জানা নেই। তবে আমাদের চেয়ারম্যান সাহেবের (তারেক রহমান) নির্দেশ দেওয়া আছে, যারা সন্ত্রাসী, যারা গণহত্যার সঙ্গে জড়িত হয়েছিল, যারা দুর্নীতির সঙ্গে জড়িত ছিল, তাদের কাউকে বিএনপিতে নেওয়া হবে না।’

এ সময় সাংবাদিকরা প্রশ্ন করেন, দেশে দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে উত্তরণের উপায় কী—জবাবে বিএনপি মহাসচিব বলেন, এর জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। জনগণের শাসনকে স্থাপন করতে হবে। জনগণের যে নির্বাচিত পার্লামেন্ট, সে পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে। অন্য কোনো উপায় আছে বলে আমার জানা নেই।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মমিনুল হক বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, আনসারুল হক, জেলা বিএনপির কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম শরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারেক আদনান, জেলা ছাত্রদলের সভাপতি কায়েস ও সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদ হোসেন সাজু।

এদিকে গতকাল এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী ফ্যাসিস্ট শাসকগোষ্ঠীর হিংস্রতা ও ভয়াবহ দুঃশাসন থেকে জনগণ নিস্তার পেলেও দেশ এখনো পুরোপুরি নিরাপদ নয়। যশোরের চৌগাছায় ইউনিয়ন কৃষকদলের সভাপতি আবুল হোসেনসহ তার তিন ছেলেকে প্রকাশ্যে কুপিয়ে আহত করার ঘটনায় তিনি এ বিবৃতি দেন।

এ ধরনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন হলেও দেশে এখনো নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারায় লিপ্ত রয়েছে পরাজিত শক্তির দোসররা। তারা গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। ষড়যন্ত্রকারীরা ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয় কোনোভাবেই মেনে নিতে পারছে না। খুনখারাবির মাধ্যমে ঘাপটি মেরে থাকা আওয়ামী দুষ্কৃতকারীরা দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে মৃদু ভূমিকম্প, কেঁপে উঠল ইরাকও

জবির বাসে জায়গা হয়নি অধিকাংশ শিক্ষার্থীর

কনকনে শীতে কাঁপছে তেঁতুলিয়া

রামপুরায় ২৮ জনকে হত্যা : ট্রাইব্যুনালে হাজির ২ সেনা কর্মকর্তা

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আজই আবেদন করুন

৩৯ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ

ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

কখন বুঝবেন সম্পর্ক থেকে সরে আসা জরুরি

জনপ্রিয়তার শীর্ষে প্রভাস

যুক্তরাষ্ট্র ও ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতার কথা জানাল ইউক্রেন

১০

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১১

তুলার গুদামে আগুন, মাথায় করে বস্তা সরিয়ে প্রশংসায় ভাসছেন ওসি

১২

ঢাকায় হালকা কুয়াশা, কিছুটা বেড়েছে শীত

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশি এয়ারগানসহ ৪০৫ রাউন্ড গুলি উদ্ধার

১৪

২৪ নভেম্বর : আজকের রাশিফলে কী আছে জেনে নিন

১৫

কাকে শাস্তি দিতে চান হুমা কুরেশী?

১৬

ঢাকা ছাড়লেন ভুটানের প্রধানমন্ত্রী

১৭

যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

১৮

জবি শিক্ষার্থীদের বাস সেবা দিতে চায় শিবির, অনুমতি দেয়নি কমিশন

১৯

ইউক্রেন শান্তি চুক্তি আলোচনায় বড় অগ্রগতি

২০
X