রাশেদ রাব্বি ও মাহমুদুল হাসান
প্রকাশ : ০১ মার্চ ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০১ মার্চ ২০২৫, ০৭:২৩ এএম
প্রিন্ট সংস্করণ

চিকিৎসা ব্যয় বাড়ল বিএসএমএমইউতে

সিন্ডিকেট সভায় অনুমোদন
চিকিৎসা ব্যয় বাড়ল বিএসএমএমইউতে

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসা ব্যয় বাড়ল। কিডনি রোগীদের ডায়ালাইসিস ফি বাড়ানো হয়েছে ৩০ শতাংশ। আগের তুলনায় ৪০ শতাংশ বাড়িয়ে নতুন করে নির্ধারণ করা হয়েছে পিএনআইসিইউর সেবামূল্য। ফিজিওথেরাপি নিতে ইউনিটপ্রতি অতিরিক্ত গুনতে হবে ১৫ থেকে ২০ শতাংশ টাকা। একই সঙ্গে বাড়ানো হয়েছে সিন্ডিকেট এবং অর্থ কমিটির সভাপতি ও সদস্যদের সম্মানী ভাতা। এ ছাড়া বিভিন্ন কেনাকাটা বাবদ ১১৫ কোটি ৪৩ লাখ ৫৩ হাজার টাকার বরাদ্দ অনুমোদন করা হয়েছে।

গত ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এসব অনুমোদন করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, এভাবে মূল্য বাড়ানো সেবা প্রতিষ্ঠানের বাণিজ্যিক মনোভাবের বহিঃপ্রকাশ। এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হামিদ বলেন, কোনো সেবামূল্য স্থিতিশীল নয়। তবে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে এভাবে ডায়ালাইসিসসহ অন্যান্য সেবামূল্য বৃদ্ধি যুক্তিসংগত নয়। একবারে না বাড়িয়ে দুই বা তিনবারে অল্প অল্প করে বাড়ালে সহনীয় হতো।

বর্ধিত সেবামূল্য: বিশ্ববিদ্যালয়ের নেফ্রোলজি বিভাগে কিডনি রোগীদের ডায়ালাইসিস চার্জ বাড়ানো হয়েছে। এতদিন একবার ডায়ালাইসিস করতে দিতে হতো ২ হাজার ৭০০ টাকা। সেটি বাড়িয়ে করা হয়েছে ৩ হাজার ৫০০ টাকা। অর্থাৎ কিডনি রোগীদের ডায়ালাইসিস করাতে আগের চেয়ে ৩০ শতাংশ বেশি টাকা গুনতে হবে রোগীদর। পাশাপাশি ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগে ফিজিওথেরাপি নিতে ইউনিটপ্রতি অতিরিক্ত গুনতে হবে ১৫ থেকে ২০ শতাংশ টাকা। এমনকি পেডিয়াট্রিক নেফ্রোলজি বিভাগের ইনটেনসিভ কেয়ার ইউনিটের (পিএনআইসিইউ) বিছানা চার্জ প্রতিদিন ২ হাজার ১০০ টাকা নির্ধারণের সুপারিশ অনুমোদন করা হয়। এতদিন এই সেবা পাওয়া যেত মাত্র দেড় হাজার টাকায়। অর্থাৎ নবজাতক সেবামূল্য বাড়ানো হয়েছে ৪০ শতাংশ। এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ বলেন, ডলারের মূল্যবৃদ্ধির কারণে ডায়ালাইসিসহ অন্যান্য চিকিৎসাসেবার রি-এজেন্টের দাম বেড়েছে। এতে কিছুটা সেবামূল্য বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে সেবার এই মূল্যবৃদ্ধিকে সহনীয় পর্যায়ে রাখা হয়েছে।

ভাতা বৃদ্ধি: সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, ইনস্টিটিউট এবং নার্সিং কলেজের বিভিন্ন কোর্সের বিষয় পরিদর্শন খরচ অপরিবর্তিত রাখার সুপারিশ করা হয়। তবে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এবং অর্থ কমিটির সভাপতি ও সদস্যদের সম্মানী ভাতা বাড়ানোর সুপারিশ অনুমোদন করা হয়েছে। সিন্ডিকেট কমিটির সভাপতির ভাতা আয়কর ও রাজস্ব টিকিট ছাড়া ১০ হাজার এবং সদস্যদের ভাতা ৮ হাজার টাকা, যা আগে ছিল যথাক্রমে ৭ হাজার ও ৬ হাজার টাকা। অন্যদিকে, অর্থ কমিটির সভাপতির সম্মানী ভাতা ৮ হাজার এবং সদস্যদের ভাতা ৬ হাজার টাকা নির্ধারণের সুপারিশ অনুমোদন করা হয়, যা আগে ছিল যথাক্রমে ৬ হাজার ও ৫ হাজার টাকা।

শতকোটি টাকার বরাদ্দ: বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ ও ল্যাবরেটরি সেবা অটোমেশনের জন্য ৭ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দের অনুমোদন করা হয়। সুপার স্পেশালাইজড হাসপাতালের আন্তঃবিভাগ, ইনভেস্টিগেশন, ওটি এবং এই সেবা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট প্রয়োজনীয় লিনেন সামগ্রী কেনার ৮৫ লাখ ৭৩ হাজার টাকা বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে বরাদ্দের সুপারিশ অনুমোদন করা হয়েছে। একাডেমিক কেস হিসেবে আলোচিত জোড়া শিশু নুহা-নাবার কেবিন ভাড়া হিসেবে ৭ লাখ ৩৮ হাজার ২০০ টাকা মওকুফ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের গত ছয় মাসের বিদ্যুৎ বিল ৩ কোটি ১৫ লাখ ২৪ হাজার ৯০৮ টাকা পরিশোধে অনুমোদন করা হয়। বিশ্ববিদ্যালয়ের রেডিওলজি ও ইমেজিং বিভাগের ২০২৪-২৫, ২০২৫-২৬ ও ২০২৬-২৭ অর্থবছরের জন্য ফ্রেমওয়ার্ক চুক্তিতে ডিজিটাল এক্স-রে ফিল্ম, এমআরআই ফিল্ম ও প্রিন্টিং সামগ্রী ক্রয়ের মূল্য বাবদ ২৯ কোটি ৭০ লাখ ৭৪ হাজার টাকা; ভর্তি রোগীদের বিনামূল্যে ওষুধ সরবরাহে ইডিসিএল থেকে ওষুধ পেতে ৫০ লাখ টাকার তহবিল এক কোটিতে উন্নীত করা; বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের জন্য ডিজিটাল ডেন্টাল প্যানোরমিক চেফালমেট্রিক এক্স-রে ইউনিট উইথ সিবিসিটি কিনতে ১ কোটি ৫০ লাখ টাকা; বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি বিভাগের জন্য রিসার্চ গ্রেড মাইক্রোস্কোপ, মাইক্রোস্কোপ উইথ ক্যামেরা ও পিসি কিনতে ৯৯ লাখ টাকা; প্যাথলজি বিভাগের জন্য অটোমেটেড লিকুইড বেজড সাইটোলজি (এলবিসি) সিস্টেম কিনতে ৪ কোটি ৫০ লাখ টাকা; ফার্মাকোলজি বিভাগের জন্য ২০২৩-২৪ অর্থবছরের কেনাকাটার পরিকল্পনায় ইউভি ভিআইএস মাইক্রোপ্লেট স্পেক্ট্রোফটোমেটার, এইপিএলসি পার্টস, এটমিক এবসর্পটিন স্পেক্ট্রোফটোমেটার এবং ল্যাবরেটরি মাইক্রোপিপেট্টি কিনতে ১ কোটি ৪৮ লাখ ৮০ হাজার টাকা; শিশু হেমাটোলজি অ্যান্ড অনকোলজি বিভাগের জন্য অটোমেটেড হেমাটোলজি উইথ ইএসআর এনালাইজার কিনতে ৭০ লাখ টাকা; বিশ্ববিদ্যালয়ের এফ ব্লকে পরিকল্পিত ও স্থায়ী লোকাল এরিয়া নেটওয়ার্ক (ল্যান) স্থাপন কাজের ১ কোটি ৮ লাখ ৫৬ হাজার ৮০০ টাকা; হাসপাতালের রোগীদের চিকিৎসা ও দাপ্তরিক কাজে ব্যবহৃত প্রিন্টিং মালপত্র কিনতে ৯৩ লাখ ৯৫ হাজার ৪০০ টাকা; রাজধানীর পরীবাগে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাম হোস্টেল ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ উন্নয়ন প্রকল্প প্রস্তাবের (ডিপিপি) মোট ব্যয়ের ১০ শতাংশ হিসাবে ৪ কোটি ৮ লাখ ১১ হাজার ৮০০ টাকা প্রদানের সুপারিশ অনুমোদন করা হয়েছে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারি বিভাগে ২০২৪-২৫ অর্থবছরে যন্ত্রপাতি কিনতে ১৬ কোটি ৪৮ লাখ ৪৯ হাজার টাকা; বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের ১১ তলায় মডিউলার ওটির মেরামত ও সংস্কার কাজে ৮৬ লাখ ৮৯ হাজার ৬৬২ টাকা; কার্ডিয়াক সার্জারি বিভাগের ওটি লাইট (থ্রিহেড) কেনার বিল হিসেবে ৫২ লাখ টাকা; পেডিয়াট্রিক সার্জারি বিভাগের কেনাকাটায় পরিকল্পনায় ইলেকট্রিক্যাল জেনারেটর, পেডিয়াট্রিক ল্যাপারোস্কপি সেট, পেডিয়াট্রিক ক্রিস্ট্রোস্কপি, রেস্ট্রোকপি এবং অপটিক্যাল উরিথ্রোমেট ৬০ লাখ টাকা; রেডিওলজি ও ইমেজিং বিভাগের জন্য ডিজিটাল এক্স-রে ফিল্ম, সিটিস্ক্যান ফিল্ম, এমআরআই ফিল্ম ও প্রিন্টিং সামগ্রী কিনতে ৯ কোটি ৭৬ লাখ ৩৮ হাজার টাকা; প্যাথলজি বিভাগের ২০২৪-২৫ অর্থবছরের জন্য কেনাকাটার পরিকল্পনায় থাকা ক্রিস্টাল মেশিন, গ্রোসিং স্টেশন কিনতে ২ কোটি ৭৮ লাখ টাকা প্রদানের সুপারিশ অনুমোদন করা হয়েছে।

কেনাকাটার তালিকায় আরও আছে ২০২২-২৩ অর্থবছরে কার্ডিয়াক সার্জারি বিভাগের এক ও দুই নম্বর ওটির জন্য দুটি এলইডি ওটি লাইট কেনার ব্যয় ৫০ লাখ টাকা; একই বিভাগের হার্ট লাং মেশিন উইথ এমু থার্ম গেস ০১ ডব্লিউইউ ইনভাসিভ কার্ডিয়াক মনিটর কিনতে ২ কোটি ৭০ লাখ টাকা; বিশ্ববিদ্যালয়ের পথ্যজাত ও খাদ্যসামগ্রী কিনতে ১৪ কোটি ৬ লাখ ৫০ হাজার টাকা প্রদানের অনুমোদন করা হয়।

ভাতা বৃদ্ধি: সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, ইনস্টিটিউট এবং নার্সিং কলেজের বিভিন্ন কোর্সের বিষয় পরিদর্শন খরচ অপরিবর্তিত রাখার সুপারিশ করা হয়। তবে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও অর্থ কমিটির সভাপতি ও সদস্যদের সম্মানী ভাতা বাড়ানোর সুপারিশ অনুমোদন করা হয়েছে। সিন্ডিকেট কমিটির সভাপতির ভাতা আয়কর ও রাজস্ব টিকিট ছাড়া ১০ হাজার টাকা। সদস্যদের ভাতা ৮ হাজার টাকা, যা আগে ছিল যথাক্রমে ৭ হাজার ও ৬ হাজার টাকা। অন্যদিকে, অর্থ কমিটির সভাপতির সম্মানী ভাতা ৮ হাজার এবং সদস্যদের ভাতা ৬ হাজার টাকা নির্ধারণের সুপারিশ অনুমোদন করা হয়, যা আগে ছিল যথাক্রমে ৬ হাজার ও ৫ হাজার টাকা।

পরবর্তীকালে উপস্থাপনের প্রস্তাব: রেডিওলজি ও ইমেজিং বিভাগের জন্য বিভিন্ন মালপত্র কেনাকাটায় ৯ কোটি ৬৩ লাখ ৭২ হাজার ৫০০ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে ডিজিটাল এক্স-রে ফিল্ম ৩ লাখ শিটের মধ্যে ৪০ হাজার ৫০০ শিট কেনার বিল হিসেবে ৪৭ লাখ ৭৯ হাজার টাকার বিল পরিশোধের জন্য ৯ কোটি ৬৩ লাখ ৭২ হাজার ৫০০ টাকা বরাদ্দ দেওয়া হবে। ২০২২-২৩ অর্থবছরের পরিবর্তে ২০২৪-২৫ অর্থবছরে বিশ্ববিদ্যালয় তহবিল থেকে পুনর্বাজেটে এই বরাদ্দ দেওয়া হবে। এ ছাড়া প্রস্তাবিত ৪৭ লাখ ৭৯ হাজার টাকা বিল পরিশোধের বিষয়টি যাচাই-বাছাই শেষে পরবর্তী সভায় ফের উপস্থাপনের সুপারিশ করা হয়েছে। চর্ম ও যৌনরোগবিদ্যা বিভাগের জন্য হাইপাওয়ার ডাইয়ড লেজার কম্বাইন্ড উইথ লং পালসড, মাল্টিপ্ল্যাটফর্ম সিও২ লেজার সিস্টেম, ভাস্কুলার লেজার এবং পিকোস্টার পিকো লেজার কেনার জন্য ৪ কোটি ১৫ লাখ টাকার প্রস্তাব করা হয়। সভায় প্রস্তাবটি পরবর্তী সময়ে আবার উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের চতুর্থ কনভোকেশন উপলক্ষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল কনভেনশন সেন্টার সংস্কার কাজের বিল ১৪ লাখ ৯০ হাজার ৩৪ টাকা ২০২২-২৩ অর্থবছরের পরিবর্তে ২০২৪-২৫ অর্থবছরের তহবিল থেকে পরিশোধের বিষয়টি যাচাই-বাছাই শেষে পরবর্তী সভায় উপস্থাপনের সুপারিশ করা হয়।

কভিড-পরবর্তী সময়ে নন-কভিড রোগীদের চিকিৎসা প্রদানে তিনটি ইউএসজি মেশিন উইথ ইকো প্রোব কেনার বিল হিসেবে ৮৯ লাখ ৭০ হাজার টাকা ২০২৩-২৪ অর্থবছরের পরিবর্তে ২০২৪-২৫ অর্থবছরের বিশ্ববিদ্যালয়ের তহবিল পিপিআর অনুসরণ করে বিল পরিশোধের বিষয়টি যাচাই-বাছাই করে পরবর্তী সভায় উপস্থাপনের সুপারিশ করা হয়েছে। চর্ম ও যৌনরোগ বিভাগের জন্য একটি লেজার মেশিন কিনতে চলতি অর্থবছরে ৩ কোটি টাকা বরাদ্দের সুপারিশ করা হলে এটিও পরবর্তী সভায় উপস্থাপনের সুপারিশ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতার গেলেন সেনাপ্রধান

সংবিধান বানায় শাসকরা, গঠনতন্ত্র জনগণ : ফরহাদ মজহার

সৌদি আরবকে ভয়ংকর এআইএম-১২০ দিচ্ছে যুক্তরাষ্ট্র

কাশ্মীর ইস্যুতে জাতিসংঘে যেতে পারে পাকিস্তান

ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে

গাজায় আরও বড় সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

স্থবির পরমাণু আলোচনা, কী বলছে ইরান

সিরিয়ায় একযোগে ব্যাপক বিমান হামলা চালাল ইসরায়েল

সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন হেফাজতের নেতাকর্মীরা

রাবিতে স্ক্যাবিসের প্রকোপ, আক্রান্ত ২০০ শিক্ষার্থী

১০

নাটোরে ১৮ বছরের না হওয়া কাজ ৬ মাসের মধ্যে করব : দুলু

১১

০৩ মে : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

শনিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৩

০৩ মে : টিভিতে আজকের খেলা

১৪

০৩ মে : আজকের নামাজের সময়সূচি

১৫

ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

১৬

হবিগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

১৭

স্বাস্থ্য পরামর্শ / এজেন্ট বা উৎপাদকের কারণে মানুষ রোগাক্রান্ত হয়

১৮

শিক্ষকের ওপর হামলা, মধ্যরাতে উত্তাল খুলনা বিশ্ববিদ্যালয়

১৯

বাকেরগঞ্জে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

২০
X