কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মে ২০২৫, ০৪:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুতের নির্দেশ

কাশ্মীর। ছবি : সংগৃহীত
কাশ্মীর। ছবি : সংগৃহীত

ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে বাসিন্দাদের খাদ্য মজুত করার নির্দেশ দিয়েছে আজাদ জম্মু ও কাশ্মীর (এজেকে) কর্তৃপক্ষ। দুই দেশের সামরিক সংঘাতের আশঙ্কা মাথায় রেখে সীমান্তের কাছের বাসিন্দাদের গুরুত্ব দিয়ে এ আদেশ পালনের জোর তাগিদ দেওয়া হয়েছে।

গত মাসে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুটি পারমাণবিক শক্তিধর দেশ একের পর এক শাস্তিমূলক কূটনৈতিক ব্যবস্থা গ্রহণ করেছে। ফলে যুদ্ধের আশঙ্কা সীমান্তবর্তী বাসিন্দাদের মধ্যে তীব্র হচ্ছে। খবর জিওটিভি নিউজের।

আজাদ জম্মু ও কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ার উল হক শুক্রবার (২ মে) স্থানীয় সংসদে বলেন, নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ১৩টি নির্বাচনী এলাকায় দুই মাসের জন্য খাদ্য সরবরাহ মজুত করার নির্দেশ জারি করা হয়েছে।

তিনি বলেন, ১৩টি নির্বাচনী এলাকায় খাদ্য, ওষুধ এবং অন্যান্য সমস্ত মৌলিক প্রয়োজনীয়তা সরবরাহ নিশ্চিত করার জন্য আজাদ জম্মু ও কাশ্মীর সরকার ১ বিলিয়ন রুপির জরুরি তহবিলও মজুত করেছে।

তিনি বলেন, নিয়ন্ত্রণরেখা বরাবর এলাকায় রাস্তাঘাট রক্ষণাবেক্ষণের জন্য সরকারি এবং বেসরকারি মালিকানাধীন যন্ত্রপাতিও মোতায়েন করা হচ্ছে।

এ ছাড়া সামরিক উত্তেজনা বৃদ্ধির আশঙ্কায় আজাদ কাশ্মীর কর্তৃপক্ষ বৃহস্পতিবার ১০ দিনের জন্য ১,০০০ টিরও বেশি ধর্মীয় বিদ্যালয় বন্ধ করে দিয়েছে।

পেহেলগামে হামলা এবং পরবর্তী উত্তেজনার কারণে সম্ভাব্য সব পরিস্থিতি মোকাবিলায় এ উদ্যোগ নেয় কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, কাশ্মীর হামলার জেরে ভারত-পাকিস্তান উত্তেজনা ক্রমেই বাড়ছে। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি।

ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বিলাওয়াল এমন আহ্বান জানান। বৃহস্পতিবার (১ মে) পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি ও জিওটিভি নিউজ এর বরাতে প্রতিবেদন প্রকাশ করে।

তিনি পেহেলগাম হামলার ঘটনায় স্বচ্ছ, ন্যায্য এবং নিরপেক্ষ তদন্ত দাবি করেন। বলেন, পাকিস্তানের বিরুদ্ধে ভারত অভিযোগ করায় সাম্প্রতিক উত্তেজনার জন্ম দিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় সুষ্ঠু তদন্ত করে ঘটনার সুরাহার মাধ্যমে ভারত ও পাকিস্তানের মধ্যে সহযোগিতার উপযুক্ত পরিবেশ তৈরির গুরুত্বের ওপর জোর দেন তিনি।

দুই দেশের মধ্যে বিরোধের বর্তমান ইস্যু পেহেলগাম ঘটনায় কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে পরিস্থিতি সহজেই পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিতে পারে বলে সতর্ক করে দেন তিনি। তার মতে, আন্তর্জাতিক সম্প্রদায় সুষ্ঠু তদন্ত না হলে এই অঞ্চলের স্থিতিশীলতা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়বে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯৭৩ সালের পর সবচেয়ে বড় সংকটে মার্কিন ডলার

তারেক রহমান জুলাই বিপ্লবের মূল নেতৃত্বে ছিলেন : অধ্যাপক মোর্শেদ

তারা ভেবেছে, নারীঘটিত বিষয় নিয়ে প্রচারে আমার ভোট কমে যাবে : আমির হামজা

পিআর পদ্ধতি নিয়ে বিএনপিকে চরমোনাই পীরের কড়া বার্তা

নির্বাচন নিয়ে মানুষের মধ্যে হতাশা বিরাজ করছে : মান্না

ইরানের পরমাণু বিজ্ঞানীদের যুগান্তকারী আবিষ্কার

৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করল পূর্বাচল আর্মি ক্যাম্পের সেনারা

চুক্তি নবায়নের পর মোনাকোয় ধারে গেলেন বার্সা তারকা ফাতি

উড্ডয়নের ৭ মিনিটেই মাটিতে আছড়ে পড়ল বিমান, সব আরোহী নিহত

গণতান্ত্রিক ব্যবস্থাকে দ্রুত প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : খালেদা জিয়া

১০

ঘরে ঝুলছিল বিচারকের স্ত্রীর লাশ

১১

বুমরাহকে নিয়ে ঝুঁকির মুখে ভারত: খেলালে সব শেষ?

১২

জবি শিক্ষকের নামে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ

১৩

ইস্টার্ন ইউনিভার্সিটি ও ড্যাফোডিল রেসপন্স সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক সই

১৪

পাথর কোয়ারি বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর

১৫

ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের কোনো ক্ষতি করতে পারেনি ইসরায়েল’

১৬

বিইউবিটিতে বিগ ব্যাং তত্ত্ব নিয়ে সেমিনার

১৭

নতুন ভূমিকায় মিরাজ, ব্যাটিং অর্ডারেও আনছেন পরিবর্তন

১৮

জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের অনুমোদন চক্রান্তের পদধ্বনি : খতমে নবুওয়ত

১৯

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় / সাবেক দুই মন্ত্রীর স্বজনসহ ৫ কর্মকর্তাকে অব্যাহতি

২০
X