কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মে ২০২৫, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে বিদেশি ঋণ বন্ধে ভারতের তদবির, উত্তেজনায় নতুন মাত্রা

ভারত-পাকিস্তান কূটনৈতিক যুদ্ধের প্রতীকী ছবি
ভারত-পাকিস্তান কূটনৈতিক যুদ্ধের প্রতীকী ছবি

ভারত আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে পাকিস্তানে বিতরণ করা ঋণ পর্যালোচনা করার অনুরোধ জানিয়েছে। শুক্রবার (২ মে) ভারতীয় সরকারের একটি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। এর মধ্যে দিয়ে কাশ্মীরে এক প্রাণঘাতী হামলার পর দক্ষিণ এশীয় প্রতিবেশীদের মধ্যে উত্তেজনায় নতুন মাত্রা পেল।

গত সপ্তাহে ভারতের নিয়ন্ত্রণাধীন কাশ্মীরে হিন্দু পর্যটকদের ওপর হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তান পাল্টাপাল্টি একগুচ্ছ পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেয়। ফলে আশঙ্কা করা হচ্ছে, পারমাণবিক শক্তিধর প্রতিদ্বন্দ্বীদের মধ্যে সর্বশেষ সংকট সামরিক সংঘাতে রূপ নিতে পারে।

নয়াদিল্লি তিনজন হামলাকারীকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছে। যাদের মধ্যে দুজন পাকিস্তানি নাগরিক বলে দাবি করা হচ্ছে। ইসলামাবাদ হামলার সঙ্গে তাদের ভূমিকা অস্বীকার করেছে এবং নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে আসছে।

কিন্তু ভারত একতরফাভাবে গুরুত্বপূর্ণ সিন্ধু নদী পানি বণ্টন চুক্তি স্থগিত করে। এর প্রতিক্রিয়ায় ফুঁসে উঠে পাকিস্তান। শুধু তাই নয়, দুই দেশ একে অপরের বিমান সংস্থাগুলোর জন্য তাদের আকাশসীমা বন্ধ করে রেখেছে।

সূত্র বলছে, গত বছর পাকিস্তান আইএমএফ থেকে ৭ বিলিয়ন ডলারের ঋণ পেয়েছে। মার্চ মাসে ১.৩ বিলিয়ন ডলারের নতুন জলবায়ু স্থিতিস্থাপক ঋণ পেয়েছে।

এই প্রোগ্রামটি ৩৫০ বিলিয়ন ডলারের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পাকিস্তান বলেছে, এ ঋণ তাদের অনেক অর্থনৈতিক হুমকি এড়াতে সাহায্য করেছে।

কিন্তু ভারত পাকিস্তানের ঋণ বন্ধে তদবির শুরু করেছে বলে জানা গেছে। ঋণ দেওয়ার বিষয়ে আইএমএফের কাছে উদ্বেগ প্রকাশ করেছে নরেন্দ্র মোদির প্রতিনিধি। ভারত পাকিস্তানকে দেওয়া ঋণ পর্যালোচনার অনুরোধ করেছে। দেশটি চায় না পাকিস্তান এ ধরনের বিদেশি ঋণ পাক। নয়াদিল্লির একটি সরকারি সূত্র বিস্তারিত কিছু না জানিয়ে রয়টার্সকে এসব তথ্য নিশ্চিত করে।

আইএমএফ এবং ভারতের অর্থমন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।

পাকিস্তানের অর্থমন্ত্রীর উপদেষ্টা বলেছেন, আইএমএফ কর্মসূচি ভালো চলছে। এ নিয়ে উদ্বেগের কারণ নেই।

উপদেষ্টা খুররম শেহজাদ রয়টার্সকে বলেন, সর্বশেষ পর্যালোচনাটি ভালোভাবে সম্পন্ন হয়েছে এবং আমরা সম্পূর্ণ সঠিক পথে আছি। পাকিস্তান ওয়াশিংটনে আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাথে বৈঠকে খুবই ফলপ্রসূ সাড়া পেয়েছে।

শেহজাদ বলেন, আমরা প্রায় ৭০টি বৈঠক করেছি... অর্থনীতির ঘুরে দাঁড়ানোর সাথে সাথে পাকিস্তানে বিনিয়োগ এবং সমর্থন করার আগ্রহ অনেক বেশি।

এদিকে দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করেছে। বিশ্ব নেতারা দুই দেশকেই মেজাজ ঠান্ডা করার আহ্বান জানিয়ে বার্তা দিচ্ছেন।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বৃহস্পতিবার বলেছেন, ওয়াশিংটন আশা করছে- পাকিস্তান-ভিত্তিক আক্রমণকারীদের খুঁজে বের করতে ইসলামাবাদ ভারতকে সহযোগিতা করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন দেশ, কী হচ্ছে ইরানে

আমরা ৫ আগস্টের আগে ফিরে যেতে চাই না : তারেক রহমান 

‘আমরা রাস্তা চাই না, জমি না থাকলে না খেয়ে মরতে হবে’

বিএনপির চেয়ারম্যান হওয়ায় তারেক রহমানকে ন্যাশনাল লেবার পার্টির অভিনন্দন 

তামিমকে এখনো ‘ভারতের দালাল’ দাবি করে নতুন করে যা জানালেন নাজমুল

ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়ায় প্রাণ গেল মায়ের

অজয় দাশগুপ্তের ৬৭তম জন্মদিন

শোধনাগার বন্ধ, পানি সংকটে ৬০০ পরিবার

পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে চায় তুরস্ক 

যেসব লক্ষণে বুঝবেন আপনার শরীর বিরতি চাইছে

১০

কারাগারে হাজতির মৃত্যু

১১

শিয়ালের কামড়ে ঘুমন্ত বৃদ্ধার মৃত্যু

১২

১৯ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, থাকবে কতদিন 

১৩

বিমানবন্দর থেকে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা শাহজালাল 

১৪

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

১৫

ভুলেও যে ৫ খাবারের সঙ্গে ডিম না খাওয়াই ভালো

১৬

প্রার্থিতা ফিরে পাওয়ার পর তাসনিম জারার স্ট্যাটাস

১৭

চবির এক সিন্ডিকেটে ১৫৩ নিয়োগ 

১৮

দেশবাসী তারেক রহমানের দিকে তাকিয়ে আছে : মির্জা ফখরুল

১৯

ব্র্যাকে চাকরির সুযোগ

২০
X