কাশ্মীরে সাম্প্রতিক হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষিতে পাকিস্তান জানিয়েছে, উপযুক্ত সময় হলে তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের আহ্বান জানাবে। খবর জিও নিউজের।
জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার বলেন, কাশ্মীর পরিস্থিতি এখন আঞ্চলিক শান্তির জন্য হুমকি হয়ে উঠেছে, তাই জাতিসংঘের হস্তক্ষেপ প্রয়োজন হতে পারে। তিনি জানান, পাকিস্তান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আলোচনার পথ খোলা রেখেছে।
তিনি আরও বলেন, পাকিস্তান সংঘর্ষ চায় না, তবে ভারতের যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত। ইন্ডাস নদীর পানিবণ্টন চুক্তি স্থগিতের ভারতীয় সিদ্ধান্তকে তিনি ‘যুদ্ধ ঘোষণা’র সামিল বলে উল্লেখ করেন।
পাকিস্তান জাতিসংঘ মহাসচিবের মধ্যস্থতার প্রস্তাবকে স্বাগত জানালেও ভারত এখনো কোনো সাড়া দেয়নি।
মন্তব্য করুন