জাফর ইকবাল
প্রকাশ : ০৪ মে ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৪ মে ২০২৫, ০৮:২৩ এএম
প্রিন্ট সংস্করণ
৩০ জনকে দুদকে তলব

ইচ্ছামতো লুটপাট ক্রীড়া পরিদপ্তরে!

ইচ্ছামতো লুটপাট ক্রীড়া পরিদপ্তরে!

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তর বাংলাদেশ। প্রতিষ্ঠানটির প্রধান কাজ তৃণমূল পর্যায়ে ক্রীড়ার সম্প্রসারণের মাধ্যমে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধকরণ এবং ব্যাপকভাবে ক্রীড়া চর্চার মাধ্যমে দক্ষ মানবসম্পদে রূপান্তর। তবে আলোচনার বাইরে থাকা এই প্রতিষ্ঠানটিতে দীর্ঘদিন ধরেই চলছে ইচ্ছামতো লুটপাট। অনেক ক্ষেত্রে প্রকল্পে নির্ধারিত ব্যায়ের শতভাগ আত্মসাৎ করা হয়েছে। একই ভাউচার দিয়ে একাধিকবার বিল তোলা, অফিস প্রধান পরিচালকের স্বাক্ষর ছাড়াই বিল উত্তোলন, নষ্ট গাড়ির নামে তেল উত্তোলন ও ড্রাইভারের বেতন-ওভারটাইম, জেলা অফিসারদের কাছ থেকে কমিশন নেওয়াসহ বহুমুখী অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের বিরুদ্ধে ওঠা সেই দুর্নীতির অভিযোগ এবার খতিয়ে দেখতে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রাথমিকভাবে ৩২ জনকে চিহ্নিতও করেছে সংস্থাটি। গত মাসে ওই কর্মকর্তাদের সব ধরনের তথ্য তলব করা হয়েছে। এ ছাড়া কয়েক ধাপে চিহ্নিত ওই ৩২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হচ্ছে দুদকে। অনুসন্ধানে যেসব কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ মিলবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে দুদক।

৩২ কর্মকর্তা-কর্মচারী: পরিচালক ইকবাল হোসেন, প্রধান সহকারী হাসান তারেক, পিএ টু পরিচালক নাসির উদ্দিন, সহকারী পরিচালক (সংগঠন) মো. আলীমুজ্জামান, স্টোর ইনচার্জ ফিরোজ হাসান, সহকারী পরিচালক (প্রশাসন) ফেরদৌস আলম, মো. আজিম হোসেন, ঢাকা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, ঢাকা শারীরিক শিক্ষা কলেজের গাড়িচালক জাহিদুল ইসলাম, বাঘেরহাট শারীরিক শিক্ষা কলেজের গাড়িচালক রবিউল করিম, ক্রীড়া পরিদপ্তরের গাড়িচালক আমির হোসেন, অফিস সহকারী তাজুল ইসলাম, মহসিন মিয়া, নৈশপ্রহরী হাবিবুর রহমান, অফিস সহায়ক মো. মহিউদ্দিন, নিরাপত্তা প্রহরী রুবেল, নৈশপ্রহরী আব্দুর রাজ্জাক, শারীরিক শিক্ষা কলেজের প্রভাষক আব্দুল বারী, উপপরিচালক আক্তারুজ্জামান রেজা তালুকদার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের শাখা-২-এর প্রশাসনিক কর্মকর্তা আফরোজা বেগম, রাজশাহী শারীরিক শিক্ষা কলেজের মাহাবুবুর রহমান, চট্টগ্রাম শারীরিক শিক্ষা কলেজের জহির উদ্দিন বাবর, রাজশাহীর হিসাবরক্ষক এস এম জামিউল ইসলাম, চট্টগ্রামের হিসাবরক্ষক কাওসার উদ্দিন, রাজশাহী শারীরিক শিক্ষা কলেজের এক প্রভাষক, একই কলেজের আরেক প্রভাষক সালাউদ্দিন খান, মো. হাফিজুল ইসলাম, মো. আব্দুল আলীম ও মো. মোস্তাফিজুর রহমান। এ ছাড়া ক্রীড়া সামগ্রী সাপ্লাই দেওয়া বিজনেস ওয়ার্ল্ডের প্রোপাইটর কবির হোসেন ও ইনোভেটিভ স্পোর্টস মিডিয়ার প্রোপাইটর হুমায়ুন সম্রাট আছেন।

জানা গেছে, দুর্নীতিবাজদের এই সিন্ডিকেটটি পরিচালিত হতো মূলত রাজধানী ঢাকায় ক্রীড়া পরিদপ্তরের সদর দপ্তর থেকে। সংস্থাটির প্রধান কার্যালয়ের বেশ কয়েকজন কর্মকর্তার নেতৃত্বে এই সিন্ডিকেটে দীর্ঘদিন ধরে জিম্মি হয়ে আছে সরকারি এই প্রতিষ্ঠানটি। তাদের মধ্যে মূলহোতা সাবেক উপপরিচালক এসআইএম ফেরদৌউস আলম, সহকারী পরিচালক (সংগঠন) মো. আলীমুজ্জামান, সহকারী পরিচালক (প্রশাসন) মো. আজিম হোসেন।

জানা গেছে, আজ ৪ মে সহকারী পরিচালক (প্রশাসক) মো. আজিম হোসেনসহ পাঁচজনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন। এই তালিকায় আছেন প্রধান সহকারী মোহাম্মদ হাছান তারেক, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. ফিরোজ হাসান ও মোহাম্মদ নাছির উদ্দীন এবং গাড়িচালক মো. আমির হোসেন। এর পরদিন ৫ মে একইভাবে তলব করা হয়েছে আরও ১৮ জনকে।

জানতে চাইলে দুর্নীতি দমন কমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা কালবেলাকে বলেন, ‘ভুয়া ভাউচারে বিল উত্তোলন, একই ভাউচারে একাধিক বিল উত্তোলন, অফিস প্রধানের স্বাক্ষর ছাড়াই বিল উত্তোলন এবং নিয়োগ-বাণিজ্য করে সরকারের কোটি কোটি টাকা আত্মসাতের একটি অভিযোগ অনুসন্ধান চলছে। প্রাথমিকভাবে ৩০ জনকে দুদকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। দুর্নীতির সঙ্গে যাদেরই সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাদেরই আইনের আওতায় আনা হবে।

দুদকে জমা পড়া অভিযোগ ও নথিপত্র ঘেঁটে জানা যায়, ক্রীড়া পরিদপ্তরের ২০২২-২০২৩ অর্থবছরে বিল নং- ৫৭ থেকে ৬৯ এবং ৭০, ৭১, ৭৬ থেকে ১০১ পর্যন্ত, ১০৫ থেকে ১২৭ , ১৩১, ১৩৪, ১৩৫, ১৩৬, ১৩৭, ১৩৮, ১৩৯, ১৪০, ১৪১, ১৪২, ১৪৩, ১৪৪, ১৪৭, ১৪৮, ১৪৯, ১৫০, ১৫১, ১৫২, ১৫৩, ১৫৪, ১৫৯, ১৬৫, ১৬৯, ১৭১, ১৭২, ১৭৩, ১৭৬, ১৮২ এবং ২০২৩-২০২৪ অর্থবছরের (জুলাই থেকে নভেম্বর পর্যন্ত) বিল অফিস প্রধানের অনুমোদন ছাড়া উত্তোলন করা হয়েছে। এ ছাড়া ২০২২-২৩ অর্থবছরে টেন্ডারের মাধ্যমে ক্রয় করা ক্রীড়া সামগ্রীর বিল বাবদ ১১ কোটি ৪৮ লাখ ৮ হাজার ১৩৬ টাকার বিল অনুমোদন ও উত্তোলন করা হয়েছে অফিস প্রধান তথা পরিচালকের স্বাক্ষর ছাড়া। ৫টি বিলের চালানে বিল যাচাই ও অনুমোদন করেছেন তৎকালীন উপপরিচালক (চ.দা) এস আই এম ফেরদৌউস আলম, সহকারী পরিচালক (সংগঠন) মো. আলীমুজ্জামান, সহকারী পরিচালক (প্রশাসন) মো. আজিম হোসেন তৎকালীন ও স্টোর ইনচার্জ মো. ফিরোজ হাসান। এ ছাড়া সহকারী পরিচালক (সংগঠন) মো. আলীমুজ্জামান প্রায় ৫৫টি জেলার ক্রীড়া অফিসারদের কাছ থেকে নিয়মিত মাসোহারা নেন নিজের ব্যাংক হিসাবে। যার স্টেটমেন্ট এসেছে কালবেলার হাতে। কেউ টাকা না দিলে তাকে করা হয় নানাভাবে হেনস্তা। ব্যাংক হিসাবে মাসিক ১০ হাজার টাকা থেকে শুরু করে ১ লাখ টাকা পর্যন্ত জেলা ভেদে জমা হয়েছে।

এ ছাড়া দুদকে জমা পড়া অভিযোগে বলা হয়েছে, সিন্ডিকেটের মাধ্যমে ক্রীড়া পরিদপ্তরে গত ১৫ বছরে কোটি কোটি টাকার নিম্নমানের ক্রীড়া সামগ্রী ক্রয় করে রাষ্ট্রীয় অর্থের বিপুল পরিমাণ ক্ষতি করা হয়েছে। ক্রয়ের ক্ষেত্রে ই-জিপির নামে টেন্ডারের স্পেসিফিকেশনে এমনভাবে শর্ত আরোপ করা হতো, যাতে ক্ল্যাসিক স্পোর্টস ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের ঘনিষ্ঠ চার থেকে পাঁচটি প্রতিষ্ঠান ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠান সুযোগ পেত না।

নথিপত্র ঘেঁটে দেখা যায়, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২১ আয়োজনের জন্য বরাদ্দকৃত ১০ কোটি টাকা ব্যয়ে ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির ঘটনা ঘটেছে। সাবেক উপপরিচালক মো. আক্তারুজ্জামান রেজা তালুকদার ৯৫ লাখ ৬৪ হাজার টাকা ব্যয় করেন। এর মধ্যে তিনি ৬০ লাখ টাকার ভাউচার দাখিল করেছেন। আবার দাখিলকৃত ৬০ লাখ টাকার ভাউচারের মধ্যে ২২ লাখ ৩০ হাজার টাকার একই ভাউচার তিনি ও ফেরদৌউস আলম (তৎকালীন জেলা ক্রীড়া অফিসার, রংপুর)- দুজন দাখিল করেছেন। আবার মোট ৯৫ লাখ ৬৪ হাজার টাকার মধ্যে অবশিষ্ট ৩৫ লাখ ৬৪ হাজার টাকার কোনো ভাউচারই দাখিল করা হয়নি দপ্তরে। এ ছাড়া অনুষ্ঠানের উদ্বোধন হয় ১ ডিসেম্বর ২০২১ এবং সমাপনী হয় ৯ ডিসেম্বর ২০২১। তবে উদ্বোধনের আগেই ১৭ নভেম্বর আপ্যায়ন বাবদ মোট ২০ লাখ ৪৪ হাজার টাকা খরচ দেখিয়ে তা উত্তোলন করা হয়েছে। এসব খরচের বিপরীতে কোনো ভাউচার বা বিল দপ্তরে জমা দেওয়া হয়নি। একইভাবে সহকারী পরিচালক (প্রশাসন) এস আই এম ফেরদৌউস আলমের বিরুদ্ধে রংপুরের জেলা ক্রীড়া অফিসার হিসেবে দায়িত্ব পালনকালে ভুয়া মাস্টাররোল দেখিয়ে ৪৯ লাখ ৫৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। জেলা ক্রীড়া অফিসার, ঢাকা ও তৎকালীন রাজশাহীর মো. জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে টুর্নামেন্টে নিয়োজিত কর্মকর্তাদের টিএ/ডিএ বাবদ ১২ লাখ ২৫ হাজার টাকা ভুয়া মাস্টাররোল দাখিলের মাধ্যমে আত্মসাৎ করার অভিযোগ জমা পড়েছে দুদকে। এ ছাড়া বিজনেস ওয়ার্ল্ডের প্রোপাইটর মো. কবির হোসেনের বিরুদ্ধে বিজনেস ওয়ার্ল্ডের নামে ৬টি চেকে ৩৪ লাখ ৩৫ হাজার ১৫০ ব্যয় দেখিয়ে উত্তোলন করা হয়েছে। এর বিপরীতে তিনি ভাউচার দেখিয়েছেন মাত্র ১৩ লাখ টাকার। আবার ইনোভেটিভ স্পোর্টস মিডিয়ার মো. হুমায়ূন সম্রাট তার প্রতিষ্ঠানের নামে ডকুমেন্টারি তৈরি বাবদ ৮ লাখ ৯৫ হাজার টাকা ব্যয় দেখিয়ে উত্তোলন করেছেন। তবে ভাউচার জমা দিয়েছেন মাত্র ১ লাখ ৫০ হাজার টাকার।

এ ছাড়া ক্রীড়া পরিদপ্তরে ২০২১ সালের নিয়োগে নজিরবিহীন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে। বিজ্ঞপ্তি ছাড়াই নিয়োগ, পরীক্ষার খাতায় বিশেষ সাংকেতিক চিহ্ন ডিডিও লেখা, জেলা কোটা জালিয়াতিসহ আউটসোর্সিং পদে জনবল নিয়োগের পরিবর্তে রাজস্ব খাতে নিয়োগের মাধ্যমে সরকারের কোটি কোটি টাকা ক্ষতিসাধনের অভিযোগ জমা পড়েছে দুদকে।

অভিযোগ বিষয়ে জানতে চাইলে সহকারী পরিচালক (প্রশাসন) মো. আজিম হোসেন কালবেলাকে বলেন, ‘আমি আসলে এই ঘটনার সঙ্গে জড়িত না। আমি এই বিষয়ে কিছুই জানি নই। আমার নাম উদ্দেশ্যমূলকভাবে জড়ানো হয়েছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে ক্রীড়া পরিদপ্তরের প্রধান সহকারী মোহাম্মদ হাছান তারেক কালবেলাকে বলেন, এই বিষয়ে আমি কথা বলার কেউ না। আমি এই বিষয়ে কোনো কথা বলতে পারব না। পরিচালক স্যার এই বিষয়ে কথা বলবে।’ আপনার অভিযোগ নিয়ে তো আপনিই কথা বলবেন—এমন প্রশ্নে তিনি বলেন, না, আমি এই বিষয়ে কিছু বলব না। জানতে চাইলে ক্রীড়া পরিদপ্তরের বর্তমান পরিচালক (যুগ্ম সচিব) মো. মোস্তফা জামান কালবেলাকে বলেন, ‘হ্যাঁ, দুর্নীতি দমন কমিশন থেকে আমাদের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে ডেকেছে। আমি তাদের যেতে বলেছি। কেউ অপরাধ করলে তাকে আইনের আওতায় আনা হোক।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরব পৌঁছেছেন ২২২০৩ হজযাত্রী 

নারী সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনায় কমিটি চেয়ে রিট

ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’

কিশোর গ্যাংয়ের দুগ্রুপের সংঘর্ষ, ছুরিকাঘাতে নিহত ১

মঙ্গলবার কখন দেশে পৌঁছাবেন খালেদা জিয়া

এসিল্যান্ড না থাকায় ভোগান্তিতে লক্ষাধিক মানুষ

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ শাক কাঁটানটে

‘প্যালেস্টাইন-২’ দিয়েই ইসরায়েলে হামলা চালাল ইয়েমেন

দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস 

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ বিকেলে

১০

মানুষের অধিকার ফিরিয়ে দিন : বাবুল

১১

পরমাণু আলোচনা নিয়ে খামেনির উপদেষ্টার কড়া বার্তা

১২

গাজায় ক্ষুধায় কাঁদছে মানুষ, মৃত্যু ৫৭

১৩

০৪ মে : টিভিতে আজকের খেলা

১৪

০৪ মে : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

দক্ষিণ লেবাননে একাধিক ইসরায়েলি ড্রোন হামলা

১৬

বখাটেদের ভয়ে দুই ছাত্রীর মাদ্রাসায় যাওয়া বন্ধ

১৭

পঞ্চগড়ে মাদকসহ মা-ছেলে গ্রেপ্তার

১৮

ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ

১৯

০৪ মে : আজকের নামাজের সময়সূচি

২০
X