রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে ধরা পড়েছে ২৮ কেজি ওজনের একটি বিশাল কাতল মাছ। মাছটি প্রতি কেজি ১ হাজার ৮০০ টাকা দরে মোট ৫০ হাজার ৪০০ টাকায় বিক্রি হয়েছে।
শনিবার (৩ মে) সকালে উপজেলার দৌলতদিয়া এলাকায় পদ্মা নদীতে জেলে জামাল প্রামাণিকের জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা কিনে নেন।
জেলে জামাল প্রামাণিক জানান, শনিবার ভোরে সঙ্গীদের সঙ্গে পদ্মায় জাল ফেলেন। সকালে জাল গুটিয়ে তুলতেই দেখতে পান বড় একটি কাতল মাছ আটকা পড়েছে। এরপর মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ঘাটের মমিন মণ্ডলের আড়তে নিয়ে যান। উন্মুক্ত নিলামের মাধ্যমে চান্দু মোল্লা মাছটি কিনে নেন।
চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, মাছটির ওজন ২৮ কেজি। নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে আমি ১ হাজার ৮০০ টাকা কেজি দরে মাছটি কিনেছি। এখন বড় ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করে অল্প লাভে বিক্রি করে দেব।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, পদ্মায় এখন পানির স্তর নিচে। ফলে বড় আকারের মাছ জেলেদের জালে ধরা পড়ছে। এতে তারা লাভবান হচ্ছেন।
মন্তব্য করুন