নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের দুগ্রুপের সংঘর্ষে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইয়াছিন নামে একজন নিহত হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (৩ মে) রাত সাড়ে ৯টার দিকে গোদনাইল এনায়েতনগর লাকিবাজার ক্যানেলপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইয়াছিন (১৭) ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বরুয়া গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে। সে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এনায়েতনগর এলাকায় মৃত আশোক আলী মাস্তানের বাড়িতে পরিবারের সঙ্গে ভাড়া থাকতো।
স্থানীয় সূত্রে জানা গেছে, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে শনিবার সকালে এনায়েতনগর এলাকায় দুই কিশোরের মধ্যে কথাকাটাকাটি হয়। তার জের ধরে রাতে দুগ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের ওসমান নামে এক তরুণ ইয়াছিনকে ছুরিকাঘাত করে। এতে সে গুরতর আহত হয়। পরে তাকে জেলা শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, দুগ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে কাউকে পায়নি। দুগ্রুপই ঘটনাস্থল ত্যাগ করে। ছুরিকাঘাতকারী তরুণকে পালিয়ে যেতে সহায়তা করেছে তার ভাই রমজান। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
মন্তব্য করুন