চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৩ মে ২০২৫, ০১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

অনুমতি ছাড়াই কলেজের জমিতে শুরু মাসব্যাপী বাণিজ্য মেলা

গাছবাড়িয়া সরকারি কলেজের জমিতে শুরু হওয়া বাণিজ্য মেলার তোরণ। ছবি : কালবেলা
গাছবাড়িয়া সরকারি কলেজের জমিতে শুরু হওয়া বাণিজ্য মেলার তোরণ। ছবি : কালবেলা

অনুমতি মেলেনি জেলা প্রশাসকের তবুও ঢাকঢোল পিটিয়ে উদ্বোধন করা হয়েছে কোটি টাকার বাণিজ্য মেলা। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংলগ্ন গাছবাড়িয়া সরকারি কলেজের জমিতে চারপাশে টিন দিয়ে দেওয়া হয়েছে ঘেরা, চড়া দামে ভাড়া দিয়েছেন অর্ধশত স্টল, নির্মাণ করা হয়েছে সুদৃশ্য তোরণ, তোরণের দুই পাশে রয়েছে টিকিট কাউন্টার, মেলা মাঠে প্রবেশ করতে গুনতে হচ্ছে জনপ্রতি ১০ টাকা।

গত বৃহস্পতিবার (০১ মে) চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া সরকারি কলেজের জমিতে এই মেলার উদ্বোধন করা হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মেলাস্থলে করা হয়েছে লাইটিং, চলছে সার্কাস ও বিভিন্ন রাইড। জমজমাট চলছে বেচাকেনা। মেলায় প্রবেশের জন্য ভরাট করা হয়েছে সরকারি খাল, বৃষ্টি হলেই পানি জমে প্লাবিত হবে বিশাল এলাকা, মহাসড়কে বিঘ্ন হচ্ছে যান চলাচল। মেলা মাঠের পাশেই রয়েছে আরেকটি শিক্ষাপ্রতিষ্ঠান হাশিমপুর মকবুলিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা।

স্থানীয় সূত্রে জানা গেছে, পায়রা নামক সংগঠনের ব্যানারে আলী ইমরান নামের এক ব্যক্তি মার্চ মাসের শুরুর দিকে মাসব্যাপী মেলার জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করলেও মেলেনি অনুমতি। তবে জেলা প্রশাসক অনুমতি দিয়েছেন এমন মিথ্যা তথ্যে ছড়িয়ে কোটি টাকা আয় করবেন প্রভাবশালী আলী ইমরান। তার খুঁটির জোর নিয়েও চর্চা চলছে সাধারণ মানুষের মাঝে।

মেলার অনুমতির আবেদনকারী আলী ইমরান জানান, জেলা প্রশাসক অনুমতি দিয়েছেন। অনুমতির কাগজ দেখতে চাইলে তিনি জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করতে বলেন।

জনদুর্ভোগের বিষয় নিশ্চিত করে চন্দনাইশ উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আনোয়ার চৌধুরী কালবেলাকে জানান, এসএসসি পরীক্ষার মাসে কলেজ, মাদ্রাসা ও মহাসড়কের পাশে অনুমতি বিহীন মেলা ও সরকারি খাল ভরাটের কারণে বিভিন্ন সমস্যা সৃষ্টি হওয়ায় জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এ বিষয়ে তিনি প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

চন্দনাইশ থানার ওসি মো. নুরুজ্জামান জানান, মেলার আয়োজক কর্তৃপক্ষ অনুমতির কোনো কাগজপত্র দিতে পারেনি। তবে কোনো সমস্যা হলে দায় পুলিশের ওপর আসবে তাই মেলায় পুলিশ টিম নিয়োজিত রেখেছি।

সরকারি কলেজের জায়গায় মেলার ব্যাপারে গাছবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ রনজিৎ কুমার দত্তকে একাধিকবার কল ও মেসেজ দেয়া হলেও সাড়া পাওয়া যায়নি। তবে মেলার মাঠ কলেজের জায়গা বলে নিশ্চিত করেছেন গাছবাড়িয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ ড. সুব্রত বরণ বড়ুয়া।

চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন কালবেলাকে জানান, আয়োজনকারী কর্তৃপক্ষ জেলা প্রশাসক স্যারের কাছে অনুমতির আবেদন করেছেন। আমি বিধি মোতাবেক রিপোর্ট প্রদান করেছি। বৃহস্পতিবার মেলা উদ্বোধন হয়েছে বলে শুনেছি। তবে অফিসিয়ালভাবে অনুমতির কোনো কপি আমার হাতে আসেনি।

জেলা প্রশাসকের অনুমতির ব্যাপারে মিথ্যা তথ্য ছড়ানোর ব্যাপারে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম কালবেলাকে জানান, এরা দুষ্ট চক্র, এ ধরনের কোনো মেলার অনুমতি জেলা প্রশাসন দেয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটকেন্দ্রে কেউ বিশৃঙ্খলা করতে পারবে না : ইসি

মেক্সিকোর ফুটবল মাঠে বন্দুক হামলায় নিহত ১১, আহত ১২

সাবেক প্রতিমন্ত্রী জাকিরের স্ত্রী-সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা 

এবার বাংলাদেশের সঙ্গে একই গ্রুপে ভারত-পাকিস্তান

বিয়ের পথে টম-জেনডায়া

ইডেন মহিলা কলেজে বাঁধন ইউনিটের বার্ষিক সভা অনুষ্ঠিত

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দামের জামিন

কারাবন্দিদের প্যারোলে মুক্তির বিষয়ে নতুন নীতিমালা জারি

কোনো বিশৃঙ্খলা বরদাস্ত করব না : ডিসি রায়হান

জামায়াত প্রার্থীর ওপর ভোট কেনার অভিযোগ বিএনপি নেতার

১০

বিক্ষোভে উসকানিদাতাদের প্রতি কোনো দয়া দেখানো হবে না : ইরান

১১

রুমিন ফারহানাকে ইঙ্গিত করে যা বললেন বিএনপির জোট প্রার্থী

১২

মানুষ আর বস্তাপচা রাজনীতি দেখতে চায় না : ডা. শফিকুর

১৩

আইসিসিকে ক্ষতির মুখে ফেলতে যে ‘ছক’ কষছে পাকিস্তান

১৪

জামায়াতের ৩ নেতা গেলেন ইসিতে

১৫

শাজাহান খানের ছেলে আসিবুর গ্রেপ্তার 

১৬

জনগণই নির্বাচনের জয়-পরাজয় নির্ধারণ করবে : ড. জালাল

১৭

আগামী নির্বাচন হবে মানুষের ভাগ্য বদলানোর : সালাহউদ্দিন

১৮

স্বস্তিকার আক্ষেপ

১৯

মিলের কর্মচারীদের বেঁধে ৬৩৩ বস্তা চাল লুট

২০
X