বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, শেখ হাসিনাকে পিঠ দেখাইতে কার্পণ্য করি নাই, আর আপনারা তো তার তুলনায় নস্যি। অতএব ভালোয় ভালোয় নির্বাচনের ব্যবস্থা করে মানুষের অধিকার ফিরিয়ে দিন।
তিনি বলেন, শাসক ও সংসদ সদস্য জনগণ নির্বাচিত করবে, এর ব্যত্যয় হলে আমরা বরদাস্ত করব না। প্রয়োজনে রাজপথে আবারও লড়াই করতে প্রস্তুত আছি, ট্রেনিং কিন্তু জমা দেই নাই।
শনিবার (৩ মে) বিকেলে উপজেলার কালামৃধা গোবিন্দ উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় এসব কথা বলেন তিনি।
শহিদুল ইসলাম বাবুল বলেন, আমরা ফরিদপুর-৪ আসনকে দুর্নীতিমুক্ত করে হক ও ইনসাফের শাসন প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। যদি আপনারা সুযোগ দেন আমরা সন্ত্রাসমুক্ত, অন্যায় মুক্ত, দখলমুক্ত ভাঙ্গাকে উপহার দেব এটাই হলো আমাদের দৃঢ় প্রত্যয় ও প্রতিজ্ঞা।
তিনি আরও বলেন, আমাদের বক্তব্য পরিষ্কার, বাংলাদেশের মানুষ উৎসবমুখর পরিবেশে ১৫ বছর ভোট দিতে পারেনি। সংবিধান অনুযায়ী দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন।
কৃষক দলের এ নেতা বলেন, আমাদের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া জীবনের মায়া না করে তার নেতাকর্মীদের ফেলে পালিয়ে যাননি, কিন্তু ফ্যাসিবাদ শেখ হাসিনা নেতাকর্মীদের ফেলে তার বোনকে নিয়ে পালিয়ে গেছে, এখানেই বিএনপি ও আওয়ামী লীগের পার্থক্য। সুতরাং দেশ ও জনগণ জাতীয়তাবাদী দলের কাছে নিরাপদ, যে যার দল নিরাপদে রাজনীতি করবে, যে যার ধর্ম পালন করবে, এটাই আমাদের রাজনীতি।
জনসভায় ইউনিয়ন বিএনপির সভাপতি লিন্টু আকনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, কেন্দ্রীয় কৃষক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমেরিকা প্রবাসী আলমগীর কবির।
এ সময় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মুন্সী, সাংগঠনিক সম্পাদক আইয়ুব মোল্লা, যুগ্ম সম্পাদক ফজলে সুবহান শামীম, ফরিদপুর জেলা যুবদলের আহ্বায়ক ইউসুফ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শিথিল।
মন্তব্য করুন