মাহমুদুল হাসান 8
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ০২:২৭ এএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ১০:০০ এএম
প্রিন্ট সংস্করণ

তছনছ একেকটি পরিবার

ডেঙ্গু কেড়ে নিচ্ছে শত শত প্রাণ
তছনছ একেকটি পরিবার

রাজধানীর বাংলাবাজার এলাকার গৃহিণী তানিয়া আক্তার। গত ২৩ জুলাই কাঁপুনি দিয়ে জ্বর আসে তার। জ্বরকে পাত্তা দেননি তিনি। পরে ডেঙ্গু পরীক্ষায় রেজাল্ট পজিটিভ আসে। শুরুতে বাসায় থেকে চিকিৎসা নিয়েছিলেন। অবস্থার অবনতি হলে তাকে ২৬ জুলাই রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়। প্লাটিলেট অস্বাভাবিকভাবে কমতে থাকে। একপর্যায়ে রক্ত ও প্লাটিলেট দিয়েও শেষ রক্ষা হয়নি। ২৭ জুলাই মৃত্যু হয় তার।

তানিয়ার রেখে যাওয়া সাড়ে তিন বছরের ছেলে আরিয়ান আর চার মাসের ছোট্ট সাইম মা হারানোর শোক কী, বুঝে উঠতে পারেনি। বড় ছেলে এখনো মায়ের খোঁজ করে। তানিয়ার ছোট ভাই শাহীন জানান, ছোট শিশু দুটি মা হারানোর বিষয়টি এখনো বুঝে উঠতে পারেনি। তবে মাঝেমধ্যে আরিয়ান খুব চিৎকার করে, মাকে এনে দাও। মা কোথায়? এসব শুনলে নিজেকে আর ধরে রাখা যায় না।

মো. বাচ্চু খান ও মাসুমা বেগমের একমাত্র সন্তান রবিউল ইসলাম রাব্বি। ফরিদপুর সদরে বাড়ি হলেও কয়েক বছর ধরে থাকতেন রাজধানীর শেওড়াপাড়া এলাকায়। একটি মোবাইল ফোন কোম্পানিতে চাকরি করতেন। দুই বছর আগে বিয়ে করেন রাব্বি। গত জুলাইয়ের শেষদিকে তিনি ডেঙ্গু রোগে আক্রান্ত হন। ৩১ জুলাই দুপুরে তার মৃত্যু হয়। একমাত্র সন্তান রাব্বিকে নিয়েই সব স্বপ্ন ছিল মা-বাবার। তাকে হারিয়ে পরিবারের সব স্বপ্ন মিইয়ে গেছে। সবকিছু যেন অন্ধকার হয়ে গেছে।

রাব্বির বাবা বাচ্চু খান বলেন, ২৩ জুলাই রাব্বি অফিসে গিয়েছিল। দুপুরে বাসায় এসে খাবার খেয়ে আবার অফিসে যায়। বিকেলে তার প্রচণ্ড জ্বর আসে। ডেঙ্গু শনাক্ত হওয়ার পর রক্তের প্লাটিলেট পরীক্ষা করে দেখা যায়, সেটি ১ লাখ ৩৮ হাজারে নেমে এসেছে। দ্বিতীয় টেস্ট করে দেখা যায় প্লাটিলেট ৫০ হাজারে নেমেছে। পরের পরীক্ষায় সেটি ২৯ হাজারে নামে। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করার পর তাকে আইসিইউতে রাখা হয়। তিন দিন পর জানানো হয়, তার কিডনিতে সমস্যা, তাই কিডনি হাসপাতালে নিতে হবে। ৩১ জুলাই কিডনি হাসপাতালে নিলে তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। ঢামেকে নেওয়ার পর চিকিৎসা শুরুর আগেই রাব্বি মারা যান। রাব্বির স্ত্রী জেরিন পারভিন অন্তরা বলেন, এখানে চিকিৎসা শুরু হওয়ার আগে নিয়মনীতি মানতে মানতে সময় শেষ। চিকিৎসা শুরু করলে হয়তো তাকে বাঁচানো যেত।

গত ৭ আগস্ট ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ডা. আলমিনা দেওয়ান মিশু। মাত্র ছয় মাস পরই বিশেষজ্ঞ চিকিৎসক উপাধি যুক্ত হওয়ার কথা ছিল তার নামের সঙ্গে। কিন্তু ডেঙ্গুর কারণে তা আর হলো না। ২০১৭ সালে বিয়ে করেন আলমিনা। দুই ও চার বছর বয়সী দুই কন্যাসন্তান ছিল তার। ৩৯তম বিসিএসের মাধ্যমে মিশু যোগ দেন কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়। এরপর রাজধানীর মাতুয়াইলে শিশু ও মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের স্ত্রী ও প্রসূতি রোগ বিভাগে কর্মরত ছিলেন। বিভাগটির আবাসিক শিক্ষার্থীও (এমএম কোর্স) ছিলেন তিনি। জানুয়ারিতে ফাইনাল পরীক্ষায় বসার কথা ছিল তার।

আলমিনার স্বামী ডা. শোয়েব বলেন, সংসারটা আসলে আমরা সেভাবে করতেই পারিনি। দুজনই শিক্ষার্থী ছিলাম। কাজের ফাঁকে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতে হতো। যখন বিয়ে হয়, তখন আমার পোস্ট গ্র্যাজুয়েশন শেষ হয়েছে। চাকরি করতাম জামালপুর ইসলামিয়া আই হসপিটালে। সেখানে পাঁচ বছর থাকার পর ঢাকায় চলে এলাম। ইসলামী আই হসপিটালের ঢাকা ব্রাঞ্চে ফেলোশিপে এলাম, তারও ডিগ্রি শেষ হওয়ার কাছাকাছি চলে এলো। আমার ফেলোশিপ শেষ, আমি হাসপাতালটির রেটিনা বিভাগে জয়েন করব। সেজন্য পরিবাগে বাসাও নিলাম। বাসা নেওয়ার কদিন পরই সে ডেঙ্গুতে আক্রান্ত হলো এবং আমাদের রেখে চলে গেল।

গত ১১ আগস্ট ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান তরুণ চিকিৎসক শরিফা বিনতে আজিজ আঁখি। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ডা. শরিফা রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেছেন। তিনি ঢামেকে এফসিপিএস পার্ট-২ করছিলেন। গত ২২ জুলাই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যান সাভারের সমাজভিত্তিক মেডিকেল কলেজের ডা. ফাতেমা-তুজ-জোহরা রওনক। তিনি ছিলেন সমাজভিত্তিক মেডিকেলের এমবিবিএস ১৭তম ব্যাচের শিক্ষার্থী। তিনি ১৫ মাস বয়সী একটি পুত্রসন্তান রেখে গেছেন।

২২ জুন মারা যান ডা. এম আরিফুর রহমান। বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ৩৯তম ব্যাচের এ কর্মকর্তা ঢামেকে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি ঢামেকে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে এমডি ফেইজ-এ-তে অধ্যয়নরত ছিলেন। ২৩ আগস্ট মারা যান শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ডা. বায়েজিদ আহমেদ। তিনি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। গত বছর বিবাহবন্ধনে আবদ্ধ হন নবীন এই চিকিৎসক। ছিলেন বাবা-মায়ের একমাত্র সন্তান।

ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী রুদ্র চন্দ্র সরকারের মৃত্যু হয়। তিনি ২০২১-২২ শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। তার বাড়ি কুড়িগ্রামে। প্রথমে ডেঙ্গু হলেও পরবর্তী সময়ে কিডনিতে সমস্যা ও নিউমোনিয়া ধরা পড়ে। এরপর তিনি কোমায় চলে যান। ১৮ আগস্ট টাঙ্গাইলে ডেঙ্গুতে জেলা ও দায়রা জজ আদালতের জ্যেষ্ঠ আইনজীবী আব্দুল বাছেদ মিয়ার মৃত্যু হয়। তার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহসিনা আক্তার আঁখি জানান, বাবাকে প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ঢাকায় ভর্তি করা হয়।

গত ২৫ আগস্ট রাতে স্কয়ার হাসপাতালে মারা যান প্রাইম ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার ফারজানা শারমিন। ১৯ আগস্ট হালকা জ্বর আসে তার। জ্বর নিয়েই পরদিন অফিস করেন। এর এক দিন পরে ডেঙ্গু শনাক্ত হয়। বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। ২২ আগস্ট প্লাটিলেট অস্বাভাবিকভাবে কমতে থাকলে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরদিনই নিতে হয় লাইফ সাপোর্টে। সেখানে রাতে তার মৃত্যু হয়। তার মৃত্যুর পর দুই সন্তান আইয়ান ও রিদ্বীনকে সামলাতে হিমশিম খাচ্ছে পরিবারটি। সাংবাদিক জাহেদুল আলম রুবেল-ব্যাংকার শারমিন দম্পতি নিজেদের মতো করে গুছিয়ে নিয়েছিলেন ১২ বছরের সংসার। সেই সাজানো সংসার এখন তছনছ হয়ে গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির বলেন, দ্বিতীয়বার ইনফেক্টেড রোগীরা দ্রুত শকে যাচ্ছে। এসব রোগী দুই থেকে তিন দিনের জ্বরে শকে যাচ্ছে। এজন্য জ্বর হলে অবহেলা নয়, দ্রুত ডেঙ্গু টেস্ট করতে হবে। ডেঙ্গু পজিটিভ হলে হাসপাতালে ভর্তি হতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, নারীরা ডেঙ্গু আক্রান্তের পর দেরিতে চিকিৎসা নিতে আসছেন। নিজের প্রতি অবহেলার কারণে নারীদের ডেঙ্গুতে মৃত্যুহার বেশি। নারীর মৃত্যু পুরুষের প্রায় দ্বিগুণ। অথচ নারীর চেয়ে পুরুষ আক্রান্ত হন বেশি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকালে উঠে ভুলেও করবেন না এই ৫ কাজ

উন্নত ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূল প্রেরণা কাজী নজরুল : রিজভী

কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ

সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে নিখোঁজ, কচুরিপানার নিচে মিলল লাশ

সপ্তাহের ব্যবধানে সাড়ে ৪ হাজার সেনা হারাল ইউক্রেন

অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে নিয়োগ দিচ্ছে আড়ং

রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি

এসিআই-এ নিয়োগ, আবেদন করুন অনলাইনে

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

বসতভিটা ছিনিয়ে নেওয়ার হুমকি, সন্তানের বিরুদ্ধে বাবার মামলা

১০

ব্রাজিলের মন্ত্রীর মার্কিন ভিসা বাতিল, দায়িত্বজ্ঞানহীন বললেন লুলা

১১

ভিপি প্রার্থীর বিরুদ্ধে রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগ, কী বললেন প্রক্টর

১২

শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

১৩

২৭ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

২৭ আগস্ট : টিভিতে আজকের খেলা 

১৫

আজ থেকে নতুন দামে বিক্রি হবে স্বর্ণ

১৬

২৭ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

১৭

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৮

কৃষিবিদ আসাদুজ্জামান কিটোনকে সংবর্ধনা দিল এ্যাব

১৯

মাছ ধরার নৌকায় মিলল সাড়ে ৪ লাখ পিস ইয়াবা, আটক ৯

২০
X