কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ২৯ মে ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৯ মে ২০২৫, ০৭:৫৫ এএম
প্রিন্ট সংস্করণ

যে কারণে ফিরিয়ে আনা হচ্ছে মস্কোর রাষ্ট্রদূতকে

যে কারণে ফিরিয়ে আনা হচ্ছে মস্কোর রাষ্ট্রদূতকে

রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স-সিডিএ) ফয়সাল আহমেদকে ‘স্ট্যান্ড রিলিজ’ করা হয়েছে। তাকে দ্রুত ঢাকায় ফিরতে বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তার স্থলে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব দেওয়া হয়েছে দূতাবাসের কাউন্সেলর (রাজনৈতিক) মো. নিয়াজ মোর্শেদকে।

জানা গেছে, অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের সমালোচনা ও যৌন হয়রানির অভিযোগে ফয়সাল আহমেদকে ‘স্ট্যান্ড রিলিজ’ করা হয়েছে। তার বিরুদ্ধে মস্কো ও বিভিন্ন মিশনে দায়িত্ব পালনকালে বাংলাদেশি নারী সহকর্মী, ছাত্রী এবং শ্রমিকদের যৌন হয়রানি ও অশোভন আচরণের অভিযোগ তুলে ভুক্তভোগীদের একজন সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ফয়সাল আহমেদ কর্তৃক যৌন হয়রানির শিকার হয়েছেন এক ছাত্রী এবং তার সহপাঠীরা। ওই স্ট্যাটাসে আরও দাবি করা হয়, ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

এর কদিন পরই যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। সরকারের এ সিদ্ধান্তের সমালোচনা করে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ফয়সাল আহমেদ ফেসবুক একটি পোস্ট করেন। এরপরই তাকে মঙ্গলবার দেশে ফেরার আদেশ দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়।

সরকারের এক দায়িত্বশীল কর্মকর্তা কালবেলাকে বলেন, দীর্ঘদিন ধরেই রাশিয়ার মস্কোতে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে কর্মরত আছেন ফয়সাল আহমেদ। সম্প্রতি তার বিরুদ্ধে বেশকিছু অভিযোগ উঠেছে। তাই তাকে দেশে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদেশের মিশনগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেখানে অবস্থান করে সরকারবিরোধী বক্তব্য দেওয়া এবং নারীদের হয়রানি করা পেশাদারিত্বের সঙ্গে সাংঘর্ষিক।

এদিকে রাশিয়ায় নতুন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেবেন কাতারের বর্তমান রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম। অন্যদিকে, কাতারের দোহায় রাষ্ট্রদূত হিসেবে যাবেন যুক্তরাজ্যে নিযুক্ত ডেপুটি হাইকমিশনার হজরত আলী খান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জরুরি আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়েছে বলে কালবেলাকে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট মিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য একটি সূত্র।

নজরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার পর ১৫তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। এর পর থেকে পেশাদার কূটনীতিক হিসেবে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। রোম, কলকাতা, জেনেভায় বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন নজরুল ইসলাম। অন্যদিকে কাতারের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়া হজরত আলী খান ২১তম বিসিএসের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারজিসকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার পর দুঃখ প্রকাশ

সকালে হাঁটতে বেরিয়ে প্রাণ গেল স্কুলশিক্ষকের

তিন দাবিতে মোবাইল ব্যবসায়ীদের বিটিআরসি ভবন ঘেরাও

রক্তাক্ত অবস্থায় দৌড়ে এসে সড়কে পড়ে যান তানভীর, অতঃপর...

ঘরে মিলল স্ত্রীসহ মুক্তিযোদ্ধার গলা কাটা মরদেহ

আন্তর্জাতিক প্রটোকল মেনেই অভ্যুত্থানে নিহতদের মরদেহ উত্তোলন : সিআইডি প্রধান

এবার দক্ষিণ কোরিয়াকে হারাল বাংলাদেশ

কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

সরকার খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করছে: শফিকুল আলম

বিশ্বকাপ ২০২৬: গ্রুপ পর্বে ৬ ‘হাইভোল্টেজ’ ম্যাচ, কবে কখন

১০

ফের রাস্তায় নামছেন সাত কলেজের শিক্ষার্থীরা

১১

গভীর রাতে প্রাণ গেল ৩ জনের

১২

সুদানে কিন্ডারগার্টেনসহ বিভিন্ন স্থানে হামলা, ৪৬ শিশুসহ নিহত ১১৪

১৩

আমনের ভালো ফলনে কৃষকের মুখে হাসি

১৪

ট্রাকের ধাক্কায় তরুণের হাত বিচ্ছিন্ন

১৫

জুলাই হত্যা মামলায় সালমান-আনিসুল ট্রাইব্যুনালে

১৬

একনজরে দেখে নিন বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচসূচি

১৭

জুলাই একটি আদর্শিক ভিত্তির ওপর রচিত হয়েছে : জাহিদুল ইসলাম

১৮

বুসকেটস ও আলবার বিদায়ী ম্যাচে এমএলএসের রাজা মেসি

১৯

৭ ডিসেম্বর : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

২০
X