আতাউর রহমান
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১২ জুলাই ২০২৫, ০৭:৪২ এএম
প্রিন্ট সংস্করণ

প্রকাশ্য নৃশংসতায় হতবাক সবাই

পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগ নিচ্ছে অপরাধীরা
খুলনায় গুলিতে নিহত যুবদল নেতা মাহবুব মোল্লা (বাঁয়ে) ও পুরান ঢাকায় নিহত সোহাগ। ছবি: সংগৃহীত
খুলনায় গুলিতে নিহত যুবদল নেতা মাহবুব মোল্লা (বাঁয়ে) ও পুরান ঢাকায় নিহত সোহাগ। ছবি: সংগৃহীত

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেট পার হয়ে কম্পাউন্ডের ভেতর প্রকাশ্যেই ঘটছিল বর্বরতা। একদল লোক ভারী ইটের দলা নিয়ে একজনকে বারবার আঘাত করছিল, সেই ইট ফের আরেকজন আছড়ে মারছিল রক্তাক্ত নিথর দেহের ওপর। এরপর অর্ধ বিবস্ত্র অবস্থায় লোকটির নিথর দেহ টেনেহিঁচড়ে গেটের বাইরে রাস্তায় নিয়েও চলছিল হিংস্র উন্মত্ততা। কেউ দৌড়ে এসে বুকের ওপর আছড়ে পড়ছিল, কেউ নিথর দেহে বারবার আঘাত করছিল। এভাবেই ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে খুন করা হয়। এমন বুক কাঁপানো বর্বরতা সামনে থেকেই দেখছিল লোকজন। কেউ প্রতিরোধে এগিয়ে আসেনি, নিবৃত্ত করার উদ্যোগও ছিল না কারও।

গত বুধবার পুরান ঢাকায় ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডেই থামেনি নৃশংসতা। মাঝে এক দিন যাওয়ার পর এবার নৃশংস খুন খুলনায়। গতকাল শুক্রবার দিনদুপুরে মহানগরীর দৌলতপুরে যুবদল নেতা মাহবুব মোল্লাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এখানে থেমে থাকেনি খুনি চক্র। গুলিতে দেহ রক্তাক্ত হওয়ার পর তার শরীরের বিভিন্ন অংশে রগ কেটে দেওয়া হয়।

শুধু পুরান ঢাকার সোহাগ, খুলনার মাহবুবকে নৃশংস হত্যা ছাড়াও সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় ঘটছে এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা। কোথাও কোথাও শত শত মানুষ মিলে কুপিয়ে পিটিয়ে মায়ের সামনে সন্তানকে মারছে, কোনো কোনো খুনি হত্যার পর মরদেহ টুকরা টুকরা করছে। এমন সব বর্বরতায় ভয় ছড়াচ্ছে সবখানে। তবে থামছে না এ হিংস্রতা।

অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, অপরাধীর মধ্যে ভয়হীনতার বোধ সৃষ্টি হলে অপরাধের মাত্রায় নৃশংসতা বাড়ে। নিজেদের অস্তিত্ব আর ক্ষমতার বার্তা দিতেও অপরাধীরা এ ধরনের হিংস্রতা ছড়ায়। ক্ষোভ থেকে সৃষ্ট খুনেও থাকে নৃশংসতা। এসব ভয়াবহতা ঠেকাতে হলে আইনের সঠিক প্রয়োগ, অপরাধীর বিচার নিশ্চিত করার পাশাপাশি সামাজিক সূচকগুলোও চলমান রাখতে হবে।

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক ইনামুল হক সাগর কালবেলাকে বলেন, খুন সর্বোচ্চ অপরাধ। এ অপরাধ যেভাবেই হোক, পুলিশের লক্ষ্য থাকে খুনে জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে শাস্তির মুখোমুখি করা। পুলিশ সেই কাজ করছে। পাশাপাশি খুনসহ সব ধরনের অপরাধ বন্ধে আগাম পুলিশিংও চলছে।

পুলিশের মুখপাত্র বলেন, অনেক সময়ই অপরাধের ধরনের নৃশংসতা, হিংস্রতা ও বর্বরতা দেখা যায়। এর জন্য অনেককিছুই দায়ী। এটা বন্ধে পুলিশিংয়ের পাশাপাশি সামাজকেও তার যথাযথ অবদান রাখতে হবে।

পুরান ঢাকায় ওই নৃশংস হত্যাকাণ্ডের আগে গত ৯ জুলাই চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার পাহাড়িকা আবাসিক এলাকায় ফাতেমা আক্তার নামে এক গৃহবধূ ফ্ল্যাটের ভেতর নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হন। খুনের পর তার নিথর দেহ ১১ টুকরা করা হয়। ওই ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এর আগে গত ৩ জুলাই কুমিল্লার মুরাদনগরে ঘটে আরেক নৃশংস হত্যাকাণ্ড। মোবাইল চুরির ঘটনার জের ধরে ওইদিন বাড়িতে ঢুকে পিটিয়ে রোকসানা আক্তার রুবি (৫৮), তার ছেলে মো. রাসেল (৩৫) ও মেয়ে জোনাকি আক্তারকে (৩২) হত্যা করা হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বারের নেতৃত্বে ঘটে এ নৃশংসতা। এ ট্রিপল মার্ডারের পাঁচ দিন আগেই মুরাদনগরে ঘটে আরেক নৃশংসতা। গত ২৮ জুন উপজেলার বাহেরচর গ্রামে খুনের মতো ঘটনা না ঘটলেও তাতেও ছড়ায় ভয়াবহতা। ওইদিন একদল যুবক একটি ঘরে ঢুকে এক নারীকে বিবস্ত্র করে পেটাতে থাকে, পরে সেই ভিডিও ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।

গত ৩০ জুন গাজীপুরের কোনাবাড়ীতে কারখানায় চুরির অপবাদ দিয়ে হৃদয় (১৯) নামে এক শ্রমিককে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। এর আগে ১৮ মে রাতে রাজধানীর সেন্ট্রাল রোডে এক যুবককে প্রকাশ্যে কোপানো হয়। এর দুদিন আগে রাজধানীর জিগাতলা বাসস্ট্যান্ড-সংলগ্ন পাতাম রেস্টুরেন্ট এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় সামিউর রহমান আলভি নামে এক ব্যক্তিকে।

এর আগে গত বছরের ১০ নভেম্বর নৃশংসভাবে হত্যার শিকার হন শিল্পপতি জসিম উদ্দিন মাসুম। রাজধানীর একটি বাসায় তাকে হত্যার পর টয়লেটে বসে কেটে টুকরা টুকরা করা হয়। এরপর দুই দফায় সেগুলো প্রায় ৩০ কিলোমিটার দূরে নিয়ে রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরে ফেলা হয়। গত ৩ নভেম্বর সিলেটের কানাইঘাট সদরের বীরদল ভাড়ারিফৌদ গ্রামের পাঁচ বছরের শিশু মুনতাহা আক্তার জেরিনকে হত্যার পর লাশ পুঁতে রাখা হয় ডোবায়। গত ১০ নভেম্বর বগুড়ার দুপচাঁচিয়ায় নিজ বাসায় হত্যার শিকার হন উম্মে সালমা। হত্যার পর তার মরদেহ কাপড় দিয়ে পেঁচিয়ে ডিপ ফ্রিজে রেখে চলে যায় খুনি। আর ১১ নভেম্বর সাভারের বিরুলিয়ার দত্তপাড়া এলাকার একটি নার্সারি থেকে এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। অদূরে ফেলে রাখা হয়েছিল মাথা ও দুই হাত।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. বশীর উদ্দীন খান কালবেলাকে বলেন, যে কোনো অপরাধ অপরাধই। তবে নানা কারণেই অপরাধের মাত্রায় নৃশংসতা বা বর্বরতা হয়ে থাকে। আমাদের সামাজিক অবক্ষয় হয়েছে, সহানুভূতি কমে এসেছে। এর বাইরে অপরাধীদের যদি মনে হয় ‘কিচ্ছু হবে না’, তাহলে এমন নৃশংসতা ঘটতে থাকে। বিভিন্ন সময়ে রাজনৈতিক পটপরিবর্তনের পর ক্ষমতা পাকাপোক্ত করতে বা নিজের ক্ষমতার অস্তিত্ব জানান দিতেও অপরাধে হিংস্রতা ছড়ানো হতে পারে।

এ অপরাধ বিজ্ঞানী বলেন, পুলিশের মনোবল এখনো আগের অবস্থায় ফেরেনি। অপরাধীরা জানে পুলিশ আগের মতো সক্রিয় নয়। এমন পরিস্থিতিতে অপরাধীরা অপরাধ করে না পালিয়ে তাদের হিংস্রতা দেখাচ্ছে। পাশাপাশি বছরের পর বছর ধরেও এ ধরনের অপরাধে জড়িতদের শাস্তি নিশ্চিতের ক্ষেত্রে দৃশ্যমান কিছু করা যাচ্ছে না। অপরাধীদের দ্রুত শাস্তি নিশ্চিত করার মতো উদাহরণও সৃষ্টি হচ্ছে না। ফলে অপরাধে হিংস্রতা, নৃশংসতা, বর্বরতার মতো ঘটনাগুলো থেকেই যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৌকায় ঘুরতে গিয়ে বড় বোন নিহত, ছোট বোন নিখোঁজ

রাজনীতিতে যারা এতিম, তারাই পিআর নির্বাচন চায় : খায়রুল কবির 

যুক্তরাষ্ট্রে অভিবাসন অভিযানে শ্রমিক নিহত

পাথর মেরে ব্যবসায়ীকে হত্যা: আরও এক আসামি গ্রেপ্তার

১২ জুলাই / কোটা সংস্কারের দাবিতে ছুটির দিনেও রাজপথে সরব শিক্ষার্থীরা

টিকটকে প্রেমের পর বিয়ে, সেপটিক ট্যাংকে মিলল গৃহবধূর লাশ

বিয়েতে ভীতি, তবে মা হতে চান শ্রুতি

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন লেবাননের প্রেসিডেন্ট

মিটফোর্ডে হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে: আসিফ নজরুল

ইসরায়েলি হামলায় নিহত মার্কিন তরুণ, নীরব যুক্তরাষ্ট্র

১০

চাঁদপুর ও খুলনার ঘটনা নিয়ে জামায়াত আমিরের স্ট্যাটাস

১১

পানি কমেছে গোমতীর, খুপরি ছেড়ে ঘরে ফিরছে মানুষ

১২

১২ জুলাই : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৩

মিটফোর্ডে হত্যাকাণ্ড নিয়ে রাষ্ট্রদূত মুশফিকের প্রতিক্রিয়া

১৪

বিচ্ছেদ নিয়ে যা বললেন নয়নতারা

১৫

ফেনীতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

১৬

র‍্যাপ, মিমসে হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছিল, এখন রাজনীতিকে দিচ্ছে নতুন রূপ

১৭

চাঁদাবাজি হারাম, ৪ ধরনের শাস্তির বিধান ইসলামে

১৮

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা : নোয়াখালীতে এনসিপি ও শিক্ষার্থীদের বিক্ষোভ 

১৯

সাতসকালে দিল্লিতে ভবন ধস, চাপা পড়ে আছে অনেকে

২০
X