রাজধানীর মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) প্রকাশ্যে পাথর মেরে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও সাধারণ শিক্ষার্থীরা।
শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ৯টায় জেলা শহর মাইজদীর বড় মসজিদ মোড় থেকে মিছিলটি শুরু হয়ে সুপারমার্কেটের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অবিলম্বে অন্তর্বর্তী সরকারের কাছে এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেন এবং চাঁদাবাজি ও সন্ত্রাসী বন্ধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান।
বিক্ষোভ মিছিলে নোয়াখালী জেলা এনসিপির সংগঠক হোসাইন আহমেদ গালিব, তানভীরুল ইসলাম, আবু সুফিয়ান, নুর হোসাইন, খোরশেদ আলম, রাহাত, সাংবাদিক মামুন, মাহমুদুল হাসান রাফিসহ অন্যান্য নেতাকর্মী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন