কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪৪ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০২:৩৮ পিএম
প্রিন্ট সংস্করণ

হারুনকাণ্ডে বিব্রত পুলিশ বিচারে আশ্বাস

হারুনকাণ্ডে বিব্রত পুলিশ বিচারে আশ্বাস

ব্যক্তিগত বিরোধ কেন্দ্র করে রাজধানীর শাহবাগ থানায় নিয়ে ছাত্রলীগ নেতাদের নির্যাতনের ঘটনায় বিব্রত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদ্য সাময়িক বরখাস্ত অতিরিক্ত উপকমিশনার হারুন-অর-রশীদসহ এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তারা।

কেন্দ্রীয় দুই নেতাকে নির্যাতনের ঘটনায় কথা বলতে গতকাল সোমবার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে সাক্ষাৎ করেন ছাত্রলীগের শীর্ষ নেতারা। এ সময় ঘটনার সুষ্ঠু বিচারের বিষয়ে কমিশনার তাদের আশ্বস্ত করেন। এর পরই হারুন-অর-রশীদকে পুলিশের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া ডিএমপি এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করেছে। ওই কমিটির প্রতিবেদন পেলে তার ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।

ভুক্তভোগীদের পরিবার এ ঘটনায় হারুনের বিরুদ্ধে মামলা করতে চাইলেও পুলিশের বিভাগীয় তদন্তের ওপর আস্থা রাখছেন কেন্দ্রীয় নেতারা। ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক শেষে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসাইন সাংবাদিকদের বলেন, ‘দায়ীদের যথোপযুক্ত শাস্তির মাধ্যমে আইনের শাসন সুনিশ্চিত করার জন্য গতকাল (রোববার) স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। আজ (সোমবার) ডিএমপি কমিশনারের সঙ্গে কথা বলেছি। বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়েছি। তিনি আমাদের আশ্বস্ত করেছেন, বিভাগীয় তদন্ত চলছে। দ্রুততম সময়ে তদন্তের আলোকে সর্বোচ্চ আইনানুগ শাস্তি নিশ্চিত করা হবে।’

কমিশনারের বরাত দিয়ে সাদ্দাম বলেন, ‘তারা সবাই বিষয়টি নিয়ে কনসার্ন। তারা বিষয়টি নিয়ে বিব্রতবোধ করছেন।’

ছাত্রলীগ নেতাদের সঙ্গে সাক্ষাৎ শেষে ডিএমপি কমিশনার গণমাধ্যমে কোনো কথা বলেননি। তবে তার পক্ষে ডিএমপি সদর দপ্তরে কথা বলেন যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। তিনি বলেন, ‘ছাত্রলীগকে সুস্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, বাংলাদেশ পুলিশ অত্যন্ত পেশাদার একটি সংস্থা। ব্যক্তির দায় বাংলাদেশ পুলিশ বহন করবে না। ব্যক্তিগত কারণে কেউ যদি কোনো ঘটনার সঙ্গে জড়িত হন, তাহলে এর দায় বাহিনী হিসেবে বাংলাদেশ পুলিশ বহন করবে না। এডিসি হারুন ওই হাসপাতালে ব্যক্তিগত কাজে উপস্থিত ছিলেন। তিনি তখন ডিউটিতে ছিলেন না। বিষয়টি সম্পূর্ণ তার ব্যক্তিগত।’

ডিএমপি কমিশনারের বরাতে বিপ্লব কুমার সরকার আরও বলেন, ‘একেবারেই নিরপেক্ষ এবং কারও প্রতি পক্ষপাতিত্ব না করে পেশাদারিত্বের সঙ্গে তদন্ত সম্পন্ন করে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে পুলিশের সর্বোচ্চ থেকে শুরু করে সর্বনিম্ন পর্যায়ের যে জড়িত থাকুক, যার যতটুকু দায়দায়িত্ব রয়েছে তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ছাত্রলীগ মামলার বিষয়ে কথা বলেছে কি না, জানতে চাইলে বিপ্লব কুমার সরকার বলেন, ‘এ বিষয়ে কথা হয়নি। যারাই জড়িত থাকুক, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে। একশ পার্সেন্ট নিশ্চিত থাকেন, যারা জড়িত ছিল সবার বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

গত শনিবার রাতে নারী সহকর্মীকে নিয়ে প্রশাসন ক্যাডারের এক কর্মকর্তা ও ছাত্রলীগ নেতাদের সঙ্গে দ্বন্দ্বে জড়ান পুলিশের রমনা জোনের এডিসি (সাময়িক বরখাস্ত) হারুন-অর-রশীদ। বাগবিতণ্ডা ও হাতাহাতির এ ঘটনার জেরে ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের ওপর নির্মম নির্যাতন চালানো হয়। বিষয়টি জানাজানির পর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর, পুলিশের ঊর্ধ্বতন ও ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাকর্মীদের মধ্যস্থতায় ওই দুজনকে ছেড়ে দেয় পুলিশ।

তাদের থানা থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর নির্মম নির্যাতনের বিষয়টি জানা যায়। নির্যাতিতরা জানান, শাহবাগ থানার পরিদর্শকের (তদন্ত) কক্ষে এডিসি হারুনের নেতৃত্বে ১০ থেকে ১৫ পুলিশ সদস্য মুখে মাস্ক ও নেমপ্লেট খুলে তাদের ওপর নির্যাতন চালায়।

গণমাধ্যমে ঘটনাটি উঠে আসার পর ছাত্রলীগ ছাড়াও বিরোধী রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠনসহ বিভিন্ন মহল এডিসি হারুনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানায়। রোববার তাকে রমনা জোন থেকে প্রত্যাহার করে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) উত্তর বিভাগে বদলি করা হয়। এরপর পুলিশ সদর তাকে এপিবিএনে বদলি করে। সোমবার বিকেলে তাকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়।

পুলিশ সদর দপ্তরের এক দায়িত্বশীল কর্মকর্তা কালবেলাকে বলেন, ‘ছাত্রলীগ নেতাদের মারধরের ঘটনায় পুলিশ সদর দপ্তর সজাগ দৃষ্টি রাখছে। কারও ব্যক্তিগত কাজে পুলিশকে ব্যবহারের সুযোগ নেই। তদন্ত কমিটিকে নিরপেক্ষভাবে তদন্তের নির্দেশ দিয়েছেন আইজিপি। ডিএমপি সদর দপ্তর সে অনুযায়ী কাজ করছে।’

হারুনের বিচারের দাবি বিভিন্ন সংগঠনের: থানায় নিয়ে ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতনের প্রতিবাদে পুলিশের রমনা বিভাগের সাবেক এডিসি হারুন-অর-রশীদের বিচারের দাবি করেছে বিভিন্ন ছাত্র সংগঠন। গতকাল সোমবার ঢাবিতে পৃথক কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।

এডিসি হারুনকে মানবিক বিকারগ্রস্ত পুলিশ কর্মকর্তা আখ্যায়িত করেছেন গাজীপুর জেলা ছাত্র সমিতির নেতাকর্মীরা। সোমবার দুপুরে ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে তারা বলেন, সুস্থ স্বাভাবিক একজন পুলিশ কর্মকর্তা এ ধরনের কাজ করতে পারেন না।

বিকেলে রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম বলেন, ‘গত শনিবারের পুলিশি হামলা নতুন ঘটনা নয়। পুলিশ সারা দেশে বিভিন্ন ইস্যুতে শিক্ষার্থী বা সাধারণ মানুষের ওপর হামলা করছে। প্রতিবছর অসংখ্য মানুষ পুলিশের নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করছেন।’

এডিসি হারুনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। কয়েকটি ছাত্র সংগঠন। নির্যাতনের ঘটনায় বিচার চেয়ে বিবৃতি দিয়েছে ঢাবির ১৩টি হল শাখা ছাত্রলীগ। তবে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি বা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মন্তব্য করছেন তারা।

ছাত্রদলের বিবৃতি ও উদ্বেগ প্রকাশের বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন বলেন, ‘যারা এ ঘটনাকে কেন্দ্র করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, তাদের বিষয়ে সতর্ক আছি। তাদের কোনো ফাঁদে ছাত্রলীগ পা দেবে না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতিঝিলে কালবেলার সাংবাদিকের ওপর হামলা

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস / গুম থেকে সুরক্ষা নিশ্চিত করার আহ্বান

নুরের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জামায়াতের

দেশ কে চালাচ্ছে তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে : ইসলামী আন্দোলন

মঞ্চে আপত্তিকর স্পর্শ, ইন্ডাস্ট্রি ছাড়ার ঘোষণা অভিনেত্রীর

লিটনের ঝড়ো ব্যাটিংয়ে সহজ জয় বাংলাদেশের

ফের বাড়ল স্বর্ণের দাম

ট্রাম্পের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে, কী ঘটেছে?

নির্বাচনে সমতল জনগোষ্ঠীর সমর্থন চায় বিএনপি : তারেক রহমান

অবসরপ্রাপ্ত শিক্ষক মাহমুদ উল্লাহর ইন্তেকাল

১০

বড় পর্দায় আসছেন প্রভা

১১

‘শক্তি থাকলে আসুক, হাত-পা ভেঙে দেব’, হুঁশিয়ারি জাপা নেতার

১২

বাংলাদেশিরা ৫ কর্মদিবসেই পাবেন যুক্তরাজ্যের ভিসা, তবে...

১৩

নুরের ওপর হামলার প্রতিবাদে এবি পার্টির বিক্ষোভ

১৪

যে কারণে আগামী মৌসুমে রিয়ালকে আতিথেয়তা দিতে পারবে না লিভারপুল

১৫

দত্তক নিয়ে ৩ সন্তানের মা সানি কেন নিজে গর্ভধারণ করেননি

১৬

১৭তম সন্তানের জন্ম দিলেন ৫৫ বছরের নারী!

১৭

দেশের দুঃসময়ে জিয়া পরিবারের ভূমিকা অনস্বীকার্য : আমান

১৮

চীনে মোদিকে লাল গালিচা সংবর্ধনা, কী ইঙ্গিত করছে?

১৯

গণনা শেষ, পাগলা মসজিদের সিন্দুকে মিলল রেকর্ড টাকা

২০
X