মাহমুদুল হাসান
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ০৮:০৯ এএম
প্রিন্ট সংস্করণ

প্রতিরোধযোগ্য স্ট্রোক মৃত্যুর দ্বিতীয় কারণ

বিশ্ব স্ট্রোক দিবস আজ
প্রতিরোধযোগ্য স্ট্রোক মৃত্যুর দ্বিতীয় কারণ

স্ট্রোক একটি ঘাতক ব্যাধি। বিশ্বজুড়ে পঙ্গুত্বের প্রধান এবং মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ কারণ স্ট্রোক। যদিও স্ট্রোকে মৃত্যু প্রায় ৯০ শতাংশ প্রতিরোধযোগ্য। তবু দেশে প্রতি ছয়জনের একজন ব্যক্তি স্ট্রোক ঝুঁকিতে রয়েছেন। রোগীর সুনির্দিষ্ট তথ্য না থাকলেও বিভিন্ন গবেষণা বলছে, দেশে স্ট্রোকে আক্রান্ত রোগী প্রায় ২০ লাখ। এর মধ্যে প্রায় ৫ লাখ মানুষ স্ট্রোকে আক্রান্ত হয়ে দীর্ঘস্থায়ী জটিলতায় ভুগছেন। দিন দিন বাড়ছে স্ট্রোক আক্রান্তের হার। বিশাল সংখ্যক স্ট্রোকের রোগী থাকলেও নিউরোসার্জন রয়েছেন মাত্র ২১২ জন। যদিও রোগী অনুপাতে অন্তত ১ হাজার ৬০০ জন নিউরোসার্জন প্রয়োজন। সচেতনতার অভাব, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ধূমপান এবং অস্বাস্থ্যকর জীবনযাপন স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। গবেষণায় দেখা গেছে, আগামী ২০৫০ সালের মধ্যে এ হার প্রায় ৮০ গুণ বাড়তে পারে। ঘাতক এ ব্যাধি থেকে বেঁচে থাকতে সচেতনতার বিকল্প নেই। ইস্কেমিক স্ট্রোকের রোগী সাড়ে ৪ ঘণ্টার মধ্যে হাসপাতালে এলে তাদের অ্যাল্টিপ্লেজ দিয়ে আইভি থ্রম্বোলাইসিস করা যায়। এতে রোগীর ৭০ শতাংশ উন্নতি সম্ভব বলেও গবেষণায় প্রমাণিত। তাই সচেতনতায় জোর দিচ্ছেন চিকিৎসকরা। এমন বাস্তবতায় আজ ২৯ অক্টোবর বুধবার বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব স্ট্রোক দিবস। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘এভরি মিনিট কাউন্টস অর্থাৎ, প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ’ ২০০৬ সালে ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশন (ডব্লিউএসও) স্ট্রোকের গুরুতর প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়ানো, প্রতিরোধের উপায় সম্পর্কে জ্ঞান প্রদান, দ্রুত চিকিৎসার গুরুত্ব তুলে ধরা এবং স্ট্রোক থেকে বেঁচে ফেরা ব্যক্তিদের সহায়তা সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিবসটির প্রচলন করেন। ২০১০ সালে স্ট্রোককে পাবলিক হেলথ ইমার্জেন্সি হিসেবে ঘোষণা করা হয়। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও আলোচনা, সেমিনার, সচেতনতামূলক শোভাযাত্রা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হবে।

বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, সাধারণত পঞ্চাশোর্ধ্ব ব্যক্তিদের মধ্যে স্ট্রোকে আক্রান্তের হার বেশি লক্ষ করা গেলেও যে কোনো বয়সেই তা হতে পারে। ৫০ বছর বয়সের পর প্রতি ১০ বছরে স্ট্রোকের ঝুঁকি দ্বিগুণ হয়। আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যাই বেশি।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) এক গবেষণায় দেখা গেছে, ১৮ থেকে ২৯ বছর বয়সীদের মধ্যে স্ট্রোকের হার ২ শতাংশ, ৩০ থেকে ৩৯ বছর বয়সীদের মধ্যে ৭ শতাংশ, ৪০ থেকে ৪৯ বছর বয়সীদের মধ্যে ১৫ শতাংশ, ৫০ থেকে ৫৯ বছর বয়সীদের মধ্যে ২৫ শতাংশ, ৬০ থেকে ৬৯ বছর বয়সীদের মধ্যে ২৮ শতাংশ, ৭০ থেকে ৭৯ বছর বয়সীদের মধ্যে ১৫ শতাংশ এবং ৮০ বছর বা তদূর্ধ্ব ব্যক্তিদের মধ্যে স্ট্রোকে আক্রান্তের হার ৮ শতাংশ। বিভিন্ন জরিপ অনুযায়ী, ময়মনসিংহে স্ট্রোক আক্রান্তের হার সর্বোচ্চ (১৪.৭১%) এবং রাজশাহীতে সর্বনিম্ন (৭.৬২%)। ওই গবেষণায় দেখা যায়, ২০১৯ সালে ৪৫ হাজার ৫০২ জন স্ট্রোকে মারা যান। ২০২০ সালে ৮৫ হাজার ৩৬০ জন স্ট্রোকের কারণে মৃত্যুবরণ করে। ২০১৯ সালের চেয়ে ২০২০ সালে স্ট্রোকে মৃত্যু দ্বিগুণেরও বেশি। বিএসএমএমইউর পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. খালেকুজ্জামান তার চলমান গবেষণায় প্রাপ্ত তথ্যের বিষয়ে জানান, বাংলাদেশে নারীদের তুলনায় পুরুষের স্ট্রোকে আক্রান্তের হার প্রায় ২০ শতাংশ বেশি। যেখানে পুরুষের আক্রান্তের হার ৫৯ শতাংশ, সেখানে নারীদের আক্রান্তের হার ৪১ শতাংশ। এ ছাড়া আক্রান্তদের মধ্যে ২৩ শতাংশের বয়স ৫০ বছরের নিচে। তবে ৬০ থেকে ৬৯ বছর বয়সীদের মধ্যে আক্রান্তের হার সবচেয়ে বেশি, ২৮ শতাংশ। আক্রান্তদের ৭১ শতাংশের উচ্চ রক্তচাপ রয়েছে এবং ৪১ শতাংশ ধূমপায়ী।

সম্প্রতি ল্যানসেট জার্নালে প্রকাশিত এক নিবন্ধ প্রকাশিত হয়েছে। বিশ্বের ৩২টি দেশের মানুষকে নিয়ে এ গবেষণা পরিচালিত হয়। এতে বলা হয়েছে, মাত্র ১০টি কারণ নিয়ন্ত্রণ করতে পারলে ৯০ শতাংশ স্ট্রোক প্রতিরোধ করা যায়। তাদের মতে এ দশটি হলো উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, রক্তে কোলেস্টেরলের অধিক স্থূলতা, ধূমপান, মদপান, হার্টের রোগ, শারীরিক পরিশ্রম না করা, মানসিক আবসাদ আর সঠিক খাদ্যাভ্যাস না মানা। এ কারণগুলো কিন্তু আমাদের নিয়ন্ত্রণের মধ্যে। আরও কিছু কারণ আছে, যেগুলোর জন্যও স্ট্রোক হতে পারে। যেমন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঝুঁকি বাড়ে, পুরুষদের ঝুঁকি বেশি, বংশে কাছের আত্মীয়দের স্ট্রোকের ইতিহাস থাকলে ঝুঁকি বাড়ে। রক্তনালির সমস্যা যেমন রক্তনালিতে ফোসকা বা অ্যানিউরিজম বা এভিএম বা রক্তনালি অস্বাভাবিক কমিউনিকেশনের জন্যও স্ট্রোক হতে পারে।

জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালের ইন্টারভেনশনাল নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. হুমায়ুন কবীর হিমু বলেন, ‘বিশ্বব্যাপী স্ট্রোকের চিকিৎসা হিসেবে আইভি থ্রম্বোলাইসিস ব্যবহার করা হচ্ছে। আধুনিক এ চিকিৎসার ফল বেশ আশাব্যঞ্জক। গবেষণায় দেখা গেছে, এ চিকিৎসা পাওয়া রোগীদের ৭০ শতাংশের উন্নতি হয়। আরেক গবেষণায় দেখা গেছে, যাদের আইভি থ্রম্বোলাইসিস করা হয়েছে তিন মাস পর, এদের ৫০ শতাংশ ব্যক্তি নিজের কাজ নিজেই করতে পারেন, ১৫ শতাংশ অন্যের কিছু সাহায্য দরকার হয়, ১৫ শতাংশ অন্যের ওপর পুরোপুরি নির্ভরশীল হন ও ২০ শতাংশ মারা যান। কাজেই প্রায় ৭০ শতাংশ ব্যক্তি স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। স্থানীয় পর্যায়ে আমাদের বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতালগুলোয় নিউরোলজি বিভাগ রয়েছে। সেখানে চিকিৎসা দেওয়া গেলে অনেকটাই চিত্র বদলাবে।’

তিনি বলেন, ‘ইস্কেমিক স্ট্রোকের রোগী সাড়ে ৪ ঘণ্টার মধ্যে হাসপাতালে এলে এল্টিপ্লেজ দিয়ে আইভি থ্রম্বোলাইসিস করা যায়; কিন্তু এ সময়ের পরে এলে কি আর চিকিৎসা নেই? না, চিকিৎসা আছে। স্ট্রোকের ১২ ঘণ্টার মধ্যে এলে অত্যাধুনিক চিকিৎসা করা সম্ভব। এর নাম হলো মেকানিক্যাল থ্রম্বোক্টমি। রোগীকে ক্যাথল্যাবে নিয়ে গিয়ে হার্টের এনজিওগ্রামের মতো ব্রেনের এনজিওগ্রাম করা হয়। যদি তাতে দেখা যায় মস্তিষ্কের মোটা রক্তনালিতে রক্ত জমাট বেঁধেছে, তাহলে একটি বিশেষ সাহায্যে জমাটবাঁধা রক্ত টেনে বের করে আনা হয়। ফলে বন্ধ রক্তনালি খুলে যায়। রক্ত চলাচল স্বাভাবিক হয়। ৭০ শতাংশ রোগী এতে সুস্থ হয়ে যান। বাংলাদেশে এ চিকিৎসা পদ্ধতি এরই মধ্যে নিউরো সায়েন্সসহ বেসরকারি কয়েকটি হাসপাতালে শুরু হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার কী করবে, আমরা সত্যিই বুঝতে পারছি না : আইন উপদেষ্টা

ছড়া দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

ডাকসুতে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

শেষ কর্মদিবসে বিদ্যালয়েই মারা গেলেন প্রধান শিক্ষক

সরিয়ে দেওয়া হলো ঢাকা ওয়াসার এমডি ও ডিএসসিসির প্রশাসককে

ম্যাসাচুসেটসে ব্রেস্ট ক্যানসার সারভাইভারদের সম্মাননা ও তহবিল সংগ্রহ

জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে গণভোট প্রয়োজন : শিবির সভাপতি

গাজায় আবারও ব্যাপক বিমান ও কামান হামলা চালিয়েছে ইসরায়েল

র‌্যাব পরিচয়ে ইসলামী ব্যাংকের টাকা লুট

পুলিশ একাডেমি থেকে পালিয়েছেন ডিআইজি এহসানুল্লাহ

১০

বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো সাবেক শিক্ষা প্রতিমন্ত্রীকে

১১

দেশে এক দিন পর কমলো স্বর্ণের দাম

১২

বাবা হারালেন মোহাম্মদ এ আরাফাত

১৩

জুলাই সনদ : ফের ঐকমত্য কমিশনের সভা আয়োজনের দাবি

১৪

শুরু হচ্ছে নতুন কুঁড়ির ফাইনাল রাউন্ড

১৫

পেন্টাগনকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিলেন ট্রাম্প

১৬

ঐক্যবদ্ধ থাকুন, কেউ উচ্চ আকাঙ্ক্ষা করবেন না : দুদু

১৭

প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি গঠন

১৮

নিখোঁজের ৭ দিন পর আদিবার হাত বাঁধা লাশ উদ্ধার 

১৯

‘খাদ্যাভ্যাস আর জীবনযাপন পদ্ধতি পরিবর্তন না আনলে ক্যানসার ঠেকানো কঠিন’

২০
X