শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩
নোয়াখালী ও কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ০৯:১১ এএম
প্রিন্ট সংস্করণ

নির্বাচন বাধাগ্রস্ত করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত একটি গোষ্ঠী

তারেক রহমান বললেন
ছবি : কালবেলা
ছবি : কালবেলা

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দীর্ঘ ১৫-১৬ বছর ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। জনগণের ভোট দেওয়ার অধিকার ও কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। যারা এসব অপকর্ম করেছে, তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। কিন্তু এখন আবার নতুন করে একটি গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, যাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করা যায়। এ বিষয়ে সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে। গতকাল সোমবার বিকেলে নোয়াখালীর হাতিয়ার দ্বীপ সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, আপনারা অনেক বছর ভোট দিতে পারেননি। এবার সেই সুযোগ এসেছে। তাই মুসলিম ভাইয়েরা তাহাজ্জুদ ও ফজরের নামাজ আদায় করে ভোটকেন্দ্রে যাবেন। অন্য ধর্মের ভাই-বোনরাও সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন। শুধু ভোট দিলেই হবে না, ভোটকেন্দ্রে অবস্থান করতে হবে এবং কড়ায়-গন্ডায় ভোটের হিসাব বুঝে নিয়ে আসতে হবে। দেশটা আমাদের সকলের, সকল ধর্মের লোককে একসঙ্গে থেকে আমাদের দেশটা গড়তে হবে। এই দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা।

বিএনপি চেয়ারম্যান বলেন, দেশের বিদ্যমান সমস্যাগুলোর সমাধান করতে হলে ধানের শীষকে জেতাতে হবে। এই এলাকার মানুষ অনেক জনপ্রতিনিধিকে দেখেছে, কিন্তু কেউ-ই নদীভাঙন, বেড়িবাঁধ কিংবা ব্লকবাঁধসহ মৌলিক সমস্যার সমাধান করেনি। আমরা ইনশাআল্লাহ এসব কাজ বাস্তবায়ন করব। তবে আপনাদেরও দায়িত্ব আছে—ধানের শীষকে জয়যুক্ত করা।

এ সময় তারেক রহমান ঘোষণা দেন, বিএনপি সরকার গঠন করলে ধীরে ধীরে হাতিয়ার মানুষের সকল সমস্যার সমাধান করা হবে। কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড চালু করা হবে।

হাতিয়ার ভৌগোলিক সৌন্দর্যের কথা উল্লেখ করে তিনি বলেন, হাতিয়া প্রাকৃতিকভাবে অত্যন্ত সুন্দর একটি দ্বীপ। কিন্তু এখানকার মানুষ সুপেয় পানি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও নদীভাঙনসহ নানা সমস্যায় জর্জরিত। এসব সমস্যা সমাধানের জন্য একজন প্রকৃত জনপ্রতিনিধি প্রয়োজন, যিনি নিরলসভাবে কাজ করবেন। সেই মানুষটি হলেন মাহবুবুর রহমান শামীম। আপনারা যদি ধানের শীষের প্রার্থী শামীমকে নির্বাচিত করেন এবং বিএনপি সরকার গঠন করতে পারেন, তাহলে এসব সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ।

হাতিয়া দ্বীপকে ঘিরে বিএনপির বেশ কয়েকটি পরিকল্পনা রয়েছে জানিয়ে তিনি বলেন, নদীভাঙন রোধে ব্লকবাঁধ নির্মাণ, টেকসই বেড়িবাঁধ নির্মাণ, ভূমিহীনদের জন্য খাসজমি স্থায়ীভাবে বন্দোবস্ত প্রদান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫০ শয্যায় উন্নীত করে আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, জাহাজমারা ইউনিয়নকে নতুন উপজেলা হিসেবে রূপান্তর এবং নিঝুমদ্বীপকে একটি আধুনিক পর্যটন অঞ্চলে গড়ে তোলা হবে।

জনসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ধানের শীষের প্রার্থী মাহবুবুর রহমান শামীম, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলমসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এর আগে রোববার রাতে কুমিল্লার সুয়াগাজী ফুলতলী মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ভোটের দিন তাহাজ্জুদের নামাজ পড়ার পর ফজর নামাজ জামাতে আদায় করে ভোটকেন্দ্রে চলে যেতে হবে। লাইন ধরে নিজ নিজ কেন্দ্রে দাঁড়িয়ে যেতে হবে। ভোট দিতে হবে। এরপর চলে এলে চলবে না। যে অধিকার থেকে গত ১৬ বছর বঞ্চিত করা হয়েছিলো, যে অধিকার আপনাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল, সেই অধিকার সন্ধ্যার মধ্যে বুঝে নিয়ে আসবেন। কেউ যেন ষড়যন্ত্র করে আপনাদের অধিকার আবার কেড়ে নিতে না পারে, তা বুঝে নিয়ে আসবেন। যেন কেউ এদিক-ওদিক করতে না পারে, ভোট ষড়যন্ত্র করতে না পারে—এটাই হতে হবে আপনাদের পরিকল্পনা।

ক্ষমতায় গেলে বিএনপি দেশের মানুষকে ঠকাবে না বলে মন্তব্য করে তারেক রহমান বলেন, বর্তমান প্রেক্ষাপটে একমাত্র বিএনপি সেই রাজনৈতিক দল, যাদের অভিজ্ঞতা আছে, যারা দেশ পরিচালনা করেছে এবং কোনো পরিকল্পনা গ্রহণ করলে সেটাকে কীভাবে পর্যায়ক্রমে ধীরে ধীরে বাস্তবায়ন করতে হয়, একমাত্র বিএনপিই এটা জানে।

তিনি বলেন, খাল খনন, কৃষক ঋণ মওকুফসহ আরও অনেক কাজ করেছিল বিএনপি। কিন্তু এখন এই এলাকার মানুষের রাস্তাঘাট, চিকিৎসা, শিক্ষা—এরকম অনেক সমস্যা রয়েছে। যেহেতু বিএনপি দেশ পরিচালনা করেছে, তাই বিএনপি জানে কীভাবে দেশ পরিচালনা করতে হয়। আমরা যদি ক্ষমতায় গিয়ে পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারি, তাহলে আপনাদের উপকার হবে।

তারেক রহমান তার পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, দেশে বেকার তরুণদের জন্য ব্যাপক কর্মসংস্থান নিশ্চিত করতে কাজ করব।

মা-বোনদের কাজের সুযোগ তৈরি করব। নতুন নতুন শিল্প স্থাপন, দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ এবং বিদেশগামী কর্মীদের জন্য উচ্চ আয়ের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে।

জনসভায় তারেক রহমান ক্ষমতায় গেলে দরিদ্র ও অভাবী পরিবারগুলোর জন্য ফ্যামিলি কার্ড চালুর কথা জানান। এ ছাড়া দেশের কৃষকদের জন্য কৃষক কার্ডের মাধ্যমে সার, বীজ, কীটনাশক, ঋণ ও বিশেষ সুবিধা দেওয়ার পরিকল্পনার কথাও বলেন তিনি। জলাবদ্ধতা নিরসন ও কৃষি সুবিধা বাড়াতে পুনরায় খাল খনন কর্মসূচি শুরুর কথাও তিনি উল্লেখ করেন।

কুমিল্লা দক্ষিণ জেলার ৬ টি আসনের দলীয় প্রার্থী ও চাঁদপুর জেলার ৫টি আসনের দলীয় প্রার্থীরা এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন। তারেক রহমান তাদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী প্রচারণায় সহিংসতা বন্ধ করতেই হবে

চাকরিচ্যুত সেই মুয়াজ্জিনের পাশে তারেক রহমান

আ.লীগ থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আ.লীগ থাকবে : মাহফুজ আলম

জনসভায় বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি প্রার্থী

বগুড়ার জনসভা মঞ্চে তারেক রহমান

বিটিভিতে শুরু হচ্ছে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান অভিনন্দন

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ / ‘শঙ্কিত’ সংখ্যালঘুরা ভোটদানে নিরুৎসাহিত হতে পারেন

প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হাউজিং লিমিটেডের আবাসন প্রকল্প ‘আশুলিয়া আরবান সিটি’র শুভ উদ্বোধন

সড়কে ঝরল বিএনপি নেতার প্রাণ

অতীত ভুলে শরীয়তপুরকে আধুনিক জেলা গড়ার অঙ্গীকার নুরুদ্দিন অপুর

১০

মেন্টরশিপ, তৃণমূল সংযোগ ও পারিবারিক বাধা : চ্যালেঞ্জের মুখে নারীর রাজনীতি

১১

শিশির মনিরের প্রচার গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

১২

দলের ক্ষুদ্র স্বার্থে উত্তেজনা সৃষ্টি করা উচিত নয় : রবিউল

১৩

চট্টগ্রামে বর্জ্য সংগ্রহে ধীরগতি, ক্ষেপলেন মেয়র

১৪

সিলেটে সাবেক মেয়র গ্রেপ্তার

১৫

৩ শতাধিক স্বেচ্ছা রক্তদাতা পেলেন কোয়ান্টামের সম্মাননা

১৬

বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাজ্য

১৭

শুটিং দলকে ভারত পাঠানোর ব্যাখাসহ সাংবাদিকদের অ্যাক্রিডিটেশনের বিষয়ে যা জানা গেল

১৮

অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, শূন্যপদ ১৩৫৯৯

১৯

তারেক রহমানের বরিশাল সফরের নতুন তারিখ ঘোষণা

২০
X