মাসুদ রানা
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৫ এএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ০৩:০২ পিএম
প্রিন্ট সংস্করণ

বেনজিরের সম্পদ বেড়েছে তিনগুণ

বেনজিরের সম্পদ বেড়েছে তিনগুণ

ঢাকা-২০ আসনে আওয়ামী লীগের প্রার্থী বেনজির আহমেদ। গত পাঁচ বছরে তার সম্পদের পরিমাণ তিনগুণ হয়েছে। তবে সম্পদ বাড়লেও নেই নগদ টাকা। ২০১৮ সালে তার নগদ ১ কোটি ৩৫ লাখ টাকা ছিল। তবে বর্তমানে তার কাছে কোনো নগদ টাকা নেই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এমন তথ্য জানা গেছে। গত ২৯ নভেম্বর তিনি ঢাকা জেলার রিটার্নিং অফিসারের কাছে এ হলফনামা জমা দেন।

হলফনামায় দেখা গেছে, ২০১৮ সালে বেনজিরের অস্থাবর ও স্থাবর সম্পদের পরিমাণ ছিল ৬ কোটি ২৯ লাখ ৫৫ হাজার টাকার। বর্তমানে সেই সম্পদের পরিমাণ বেড়ে ২০ কোটি ৭১ লাখ ৩১ হাজার টাকা হয়েছে। বেনজিরের স্ত্রীর কাছে পাঁচ বছর আগে সাড়ে ৩ লাখ টাকার স্বর্ণ ছিল। তবে বর্তমানে তার কাছে মাত্র ১৫ হাজার টাকার স্বর্ণ রয়েছে বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।

অস্থাবর সম্পদ: ২০১৮ সালে বেনজিরের অস্থাবর সম্পদের পরিমাণ ছিল ২ কোটি ২৬ লাখ ৬ হাজার ৮৭১ টাকা। বর্তমানে এ সম্পদের পরিমাণ বেড়ে ৩ কোটি ৩ লাখ ৯৩ হাজার ১৪৮ টাকা হয়েছে। অন্যদিকে গত পাঁচ বছরে ব্যাংকে তার জমাকৃত টাকা ১৫৩ গুণ বেড়েছে। বর্তমানে তার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা অর্থের পরিমাণ ১ কোটি ৪ লাখ ৩৯ হাজার ১৯৮ টাকা। ২০১৮ সালে এই অর্থের পরিমাণ ৬৮ হাজার ২১৪ টাকা ছিল। বর্তমানে স্থায়ী আমানতে বেনজিরের ১৪ লাখ ৭০ হাজার টাকা ও স্ত্রীর নামে ১ কোটি টাকা বিনিয়োগ দেখানো হয়েছে। তবে ২০১৮ সালে বেনজিরের ১২ লাখ টাকার বিনিয়োগ থাকলেও স্ত্রীর নামে কোনো বিনিয়োগ ছিল না। বর্তমানে বাস, ট্রাক, মোটরগাড়ির মূল্য বাবদ ১ কোটি ৭৬ লাখ ৮৩ হাজার ৯৫০ টাকা দেখানো হয়েছে। তবে ৫ বছর আগে এ খাতে ৭২ লাখ ৮৪ হাজার টাকা দেখানো হয়েছিল। ২০১৮ সালে ৩ লাখ ৪৫ হাজার টাকার ইলেকট্রনিক সামগ্রী থাকলেও বর্তমানে তা ৩ লাখ টাকা উল্লেখ করা হয়ছে। পাঁচ বছর আগে বেনজিরের বাসায় ৭৫ হাজার টাকার আসবাবপত্র ছিল। তবে বর্তমানে তার বাসায় ৫ লাখ টাকার আসবাবপত্র রয়েছে।

স্থাবর সম্পদ: ২০১৮ সালে বেনজিরের ৪ কোটি ৩ লাখ ৪৮ হাজার ২৪০ টাকার স্থাবর সম্পদ ছিল। গত পাঁচ বছরে তার এ সম্পদের পরিমাণ বেড়ে ১৭ কোটি ৬৭ লাখ ৩৮ হাজার ১৪০ টাকা হয়েছে। বর্তমানে তার ৩৪৪.৭৫ শতাংশ কৃষিজমি রয়েছে, যার আর্থিক মূল্য ২ কোটি ৬৯ লাখ ৪৫ হাজার ৫৯০ টাকা। ২০১৮ সালে তার ১৫৫.২৫ শতাংশ কৃষিজমি ছিল। এ হিসাবে গত পাঁচ বছরে তার এ জমির পরিমাণ ১৮৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত ৫ বছরে তার অকৃষিজমি, পৈতৃক বাড়ি এবং দোকান ও ফ্ল্যাটের পরিমাণ একই রয়েছে। তবে দুটি অ্যাপার্টমেন্ট থেকে বেড়ে চারটি হয়েছে। ২০১৮ সালে ১ কোটি ১২ লাখ টাকার দুটি অ্যাপার্টমেন্ট ছিল। গত পাঁচ বছরে ১১ কোটি ৪৬ লাখ ৬৪ হাজার ৩১০ টাকা মূল্যের আরও দুটি অ্যাপার্টমেন্ট ক্রয় করেছেন।

দায়: বেনজিরের দেনাও কমেছে। বর্তমানে তার তিনটি ব্যাংক হিসাবে ২ কোটি ৫৫ লাখ টাকা দেনা রয়েছে। ২০১৮ সালে এ দেনার পরিমাণ ছিল ৫ কোটি ৬৩ লাখ ৩ হাজার ৪৬৩ টাকা। গত পাঁচ বছরে তার ৩ কোটি ৮ লাখ টাকার বেশি দেনা কমেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

দুই দফা অ্যাম্বুলেন্স আটক, রোগীর মৃত্যু

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসা প্রক্রিয়া আরও কঠিন

বিকেলে আসন সমঝোতা নিয়ে ঘোষণা দেবে ১১ দল

আলী রীয়াজের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ সদস্যদের সাক্ষাৎ 

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে নিহত ২২

আইপিএল, বিগ ব্যাশ মাতানো বিধ্বংসী অলরাউন্ডার এবার বিপিএলে

শীর্ষ সন্ত্রাসী ইলিয়াসের বাসায় সেনাবাহিনীর হানা

মানবতাবিরোধী অপরাধ / জিয়াউলের বিরুদ্ধে চার্জ গঠন হবে কি না, জানা যাবে আজ

এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা

১০

চাঁদাবাজির অভিযোগে বৈছাআ নেতা সাকিবসহ আটক ৩

১১

বিকল্প প্রার্থীদের নিয়ে কী ভাবছে বিএনপি, যা জানা গেল

১২

বিক্ষোভে উত্তাল ইরানে নিহত ২৪০০-এর বেশি : মার্কিন সংস্থা

১৩

ট্রায়াল রুম হোক বা হোটেল, জেনে নিন গোপন ক্যামেরা খোঁজার পদ্ধতি

১৪

মারা গেলেন ইউএনও ফেরদৌস আরা

১৫

গার্মেন্টস শ্রমিকদের রহস্যজনক অসুস্থতা, হাসপাতালে শতাধিক

১৬

ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মুখ খুলল রাশিয়া

১৭

ইরানের এ অবস্থার জন্য ‘দায়ী যুক্তরাষ্ট্র’

১৮

ইরানে বিক্ষোভে মৃত্যুর সংখ্যা বাড়ায় মার্কিন হামলার শঙ্কা

১৯

সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা : কোন গ্রেডে কত

২০
X