খুবি প্রতিনিধি
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৮:৩৮ এএম
অনলাইন সংস্করণ

আবেদনের শর্ত পূরণ ছাড়াই খুবির সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি

খুলনা বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত
খুলনা বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

ভর্তি বিজ্ঞপ্তিতে বর্ণিত আবেদনের শর্ত পূরণ না করলেও খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সমাজবিজ্ঞান ডিসিপ্লিনে মাস্টার্সে এক শিক্ষার্থীকে ভর্তি নিয়েছে বিভাগ কর্তৃপক্ষ।

অনিয়মের মাধ্যমে ভর্তি করা মো. খালিদ হাসান শান্ত নামের ওই শিক্ষার্থী খুলনার সরকারি ব্রজলাল কলেজ থেকে প্রাণিবিদ্যা বিষয়ে চার বছরের বিএসসি ডিগ্রি নিয়েছেন।

জানা গেছে, গত বছরের ২১ অক্টোবর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ছিল আবেদন সময়সীমা। আবেদন যাচাই-বাছাই শেষে যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশিত হয় ১৭ ডিসেম্বর। এরপর গত ২৭ ডিসেম্বর লিখিত পরীক্ষা শেষে ওই দিনই ফল প্রকাশ করা হয়।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, সমাজবিজ্ঞান বিভাগের নিয়মিত মাস্টার্স প্রোগ্রামে ভর্তির জন্য প্রার্থীদের অবশ্যই ১৬ বছরের শিক্ষা সম্পন্ন হতে হবে। এ ছাড়া সমাজবিজ্ঞান বিষয়ে চার বছরের স্নাতক ডিগ্রি অথবা সমাজবিজ্ঞানে তিন বছরের স্নাতক এবং এক বছরের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে; অথবা ১৫ বছরের শিক্ষা অর্থাৎ সমাজবিজ্ঞানে তিন বছরের স্নাতক ডিগ্রির সঙ্গে অন্তত দুই বছরের কাজের অভিজ্ঞতা (১০ম গ্রেড বা তার ওপরে) থাকতে হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান (দেশি বা বিদেশি) থেকে ন্যূনতম জিপিএ ২.৫ অথবা দ্বিতীয় বিভাগ থাকতে হবে।

ক্ষুব্ধ সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের ২০২০-২১ সেশনের শিক্ষার্থীরা বলেন, মাস্টার্সে নিজ বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা ভর্তি হতে পারে না। অন্যদিকে অনিয়ম করে আবেদনের শর্ত পূরণ ছাড়াই বাহিরের গ্র্যাজুয়েটরা ভর্তি হয়। তা ছাড়া প্রাণিবিদ্যা বিষয়ে গ্র্যাজুয়েশন করা স্টুডেন্ট চূড়ান্ত ভর্তি হয়ে গেল, এতগুলো ধাপে ভর্তি কমিটির কারোরই চোখে পড়ল না?

ভর্তি আবেদনে কোনো অনিয়ম হয়েছে কি না জানতে চাইলে এ বিষয়ে ওই শিক্ষার্থী বলেন, আমি আগে পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তি দেখিনি। যে কারণে আমি আবেদন করেছি। ডিসিপ্লিনের শিক্ষকদের সঙ্গে কোনো সম্পর্কও নেই। আমারও প্রশ্ন, শিক্ষকরা কেন এটা দেখল না।

সমাজবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. আব্দুল্লাহ আবু সাঈদ খান বলেন, এ বিষয়টি অফিসের মাধ্যমে অনিচ্ছাকৃত ভুল হয়েছে। ভর্তি কমিটিতে সবাই অভিজ্ঞ শিক্ষকরা ছিলেন। এখানে শিক্ষকরা কোনো ইচ্ছাকৃত অনিয়ম করেনি। আমরা ওই শিক্ষার্থীর ভর্তি বাতিলের উদ্যোগ নিয়েছি।

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, এটা তো কোনোভাবেই হওয়ার কথা ছিল না। কীভাবে হলো এটার জন্য তদন্ত কমিটি গঠন করতে বলেছি। কেউ দোষী হলে একবিন্দুও ছাড় পাবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের পারমাণবিক কেন্দ্র থেকে কর্মীদের সরিয়ে নিতে প্রস্তুত রাশিয়া

জামিন ছাড়াই কারামুক্তি পাওয়া সেই ৩ আসামি গ্রেপ্তার

সন্ত্রাসীদের পক্ষে দাঁড়ালে ১৭ বছরের নিপীড়নের গল্পকে ভুয়া ধরব : আসিফ মাহমুদ

রাজধানীতে আজ কোথায় কী

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

চাকরি দিচ্ছে আবুল খায়ের গ্রুপ, লাগবে না অভিজ্ঞতা 

৫০তম বিসিএসের প্রিলি আজ

বন্দি বিনিময়ের শেষ ধাপে ১৫ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করল ইসরায়েল

টিভিতে আজকের যত খেলা

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

১০

আজ টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

আজ যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

১২

৩০ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৩

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৪

সম্প্রীতির চট্টগ্রাম গড়তে রাজনীতি করছি : সাঈদ আল নোমান

১৫

শুধু বগুড়া নয়, পুরো দেশের কথা চিন্তা করতে হবে : তারেক রহমান

১৬

ক্ষমতা নয়, দায়িত্ব চাই : ডা. ফজলুল হক

১৭

বঙ্গবন্ধু ল’ কলেজের নাম পরিবর্তন

১৮

কওমি মাদ্রাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা : জামায়াত আমির

১৯

কুমিল্লায় বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ‘বিদ্রোহী’ প্রার্থী

২০
X