ইউসুফ আরেফিন
প্রকাশ : ১১ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১১ জুলাই ২০২৩, ০৮:২১ এএম
প্রিন্ট সংস্করণ
জাতীয় নির্বাচন আসন্ন

ঢেলে সাজানো হচ্ছে প্রশাসন

ঢেলে সাজানো হচ্ছে প্রশাসন

‘সংবিধান’ অনুযায়ী আগামী জানুয়ারিতে দ্বাদশ জাতীয় নির্বাচনের কথা। দেশের অন্যতম বড় রাজনৈতিক শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বর্তমান সরকারের অধীনে ভোটে অংশ নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ বিদেশি রাষ্ট্রগুলোরও বিশেষ আগ্রহ রয়েছে। তারা অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারকে চাপ দিচ্ছে। বিদেশি ‘চাপ’ ও বিএনপির ভোটে না আসার ঘোষণা সরকারকে চাপে ফেলেছে বলে মনে করেন বিশ্লেষকরা। তবুও ঠিক সময়ে ভোট গ্রহণের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে সরকার। এরই অংশ হিসেবে প্রশাসনও সেভাবে সাজানো হচ্ছে। প্রশাসনের শীর্ষ পদগুলোর পাশাপাশি মাঠ প্রশাসনও সাজানো হচ্ছে। বিশেষ করে নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকারী জেলা প্রশাসক (ডিসি) পদে নতুন করে পদায়ন করা হচ্ছে। এক সপ্তাহে দেশের ২৮ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল সোমবার ৮ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। যাদের বেশিরভাগই বিসিএস প্রশাসন ক্যাডারের ২৭ ব্যাচের কর্মকর্তা। অবশ্য এই রদবদলকে রুটিন কাজ বলছেন সরকারের দায়িত্বশীলরা।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী কালবেলাকে বলেন, যেসব ডিসিকে মাঠ থেকে তুলে আনা হয়েছে তারা ইতোমধ্যে দুই বছর বা আরও বেশি সময় দায়িত্ব পালন করেছেন। সাধারণত দুই বছরের জন্য ডিসি নিয়োগ দেওয়া হয়। তাদের তুলে এনে নতুনদের দায়িত্ব দেওয়া হচ্ছে। আশা করছি, নতুন নিয়োগপ্রাপ্তরা আগামী দুই বছর মাঠে থাকবেন।

নির্বাচন সামনে রেখে প্রশাসন সাজানো হচ্ছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, এমনটি নয়। এটা রুটিন কাজ। এখন যারা মাঠ প্রশাসনে পদায়ন হবেন তারা আগামী নির্বাচনের সময়ও সেখানে দায়িত্বে থাকবেন। ডিসি পদে বিসিএস ২৪, ২৫ ও ২৭ ব্যাচের কর্মকর্তারা নির্বাচনকালে দায়িত্ব পালন করবেন। এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে ৩৩, ৩৪ ও ৩৫ ব্যাচের কর্মকর্তারা দায়িত্ব সামলাবেন বলেও জানান সিনিয়র এ সচিব।

প্রশাসনের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘সরকারপন্থি’ হিসেবে পরিচিত কর্মকর্তারাই ডিসি হওয়ার ‘সৌভাগ্য’ লাভ করেন। অভিযোগ রয়েছে, ছাত্রজীবনে ‘ছাত্রদলের’ রাজনীতিতে যুক্ত ছিলেন—এ কারণে দুই ডিসির নিয়োগ বাতিল করা হয়। এ নিয়ে কর্মকর্তাদের মধ্যে ক্ষোভও দেখা দেয়। এখন ডিসি পদে নিয়োগের ক্ষেত্রে আরও বেশি যাচাই-বাছাই করা হচ্ছে।

কর্মকর্তাদের ভাষ্য, জাতীয় নির্বাচনে প্রশাসনের শীর্ষ কর্তাদের পাশাপাশি মাঠ প্রশাসনকেও চ্যালেঞ্জ নিতে হয়। বিশেষ করে ডিসি ও পুলিশ সুপার (এসপি) নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এ ছাড়া ইউএনও এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) বিশেষ ভূমিকায় থাকেন। এজন্য নির্বাচনকালে এসব পদে যতদূর সম্ভব ‘অনুগত’ এবং দক্ষ কর্মকর্তাদের দায়িত্বে রাখার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার।

নির্বাচনে প্রশাসনের ভূমিকা কেমন হবে—এ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের ভাষ্য, অতীতের সব নির্বাচনেই প্রশাসন সহযোগিতা করেছে। এবারও তাদের অবস্থান স্পষ্ট। নির্বাচন কমিশনকে সহযোগিতার জন্য আমাদের ঐতিহ্য ও অভিজ্ঞতা আছে। সেই ঐতিহ্য ও অভিজ্ঞতাকে কাজে লাগাব। এবারও নির্বাচনে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন পর্যালোচনা করে দেখা গেছে, গত ২৫ জুন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়াকে তার অবসর-উত্তর ছুটি বাতিল করে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে একই পদে রাখা হয়েছে। নির্বাচনে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে তিনি বড় ভূমিকা পালন করবেন। শোনা যাচ্ছে, বর্তমান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনকেও চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে একই পদে রাখা হবে। আগামী ১৩ অক্টোবর মাহবুব হোসেনের নিয়মিত চাকরির বয়সসীমা শেষ হবে। প্রশাসনে তার গ্রহণযোগ্যতা ও অভিজ্ঞতা রয়েছে। ফলে এ পদে ভোটের আগে নতুন কাউকে আনতে চায় না সরকার।

গত ৬ জুলাই ১০ জেলায় ডিসি পদে রদবদল আনা হয়েছে। জেলাগুলো হচ্ছে—ঢাকা, রাঙামাটি, বান্দরবান, টাঙ্গাইল, পাবনা, শরীয়তপুর, লক্ষ্মীপুর, কুমিল্লা, ফেনী ও গাজীপুর। এর তিন দিন পর গত রোববার (৯ জুলাই) আরও ১০ জেলায় নতুন ডিসি নিয়োগ দেয় সরকার। বরগুনা, যশোর, হবিগঞ্জ, বাগেরহাট, বরিশাল, ভোলা, নেত্রকোনা, পটুয়াখালী, সিলেট এবং কুষ্টিয়ায় ডিসি নিয়োগ দেওয়া হয়। ডিসির পদ থেকে তুলে আনা কর্মকর্তারা বিসিএস প্রশাসন ২২তম ব্যাচের। খুব শিগগির তারা পদোন্নতি পেয়ে যুগ্ম সচিব হচ্ছেন।

এদিকে, নির্বাচন সামনে রেখে ইউএনও পদেও নতুন নিয়োগ হচ্ছে। বিশেষ করে বিসিএস প্রশাসন ৩৩, ৩৪ ও ৩৫ ব্যাচের কর্মকর্তারাই নির্বাচনকালে ইউএনও পদে দায়িত্ব সামলাবেন। নির্বাচনে তারা সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকবেন।

একাধিক ডিসি কালবেলাকে বলেন, নির্বাচনকালে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব। ভোট আয়োজনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আরও ৮ জেলায় নতুন ডিসি : আরও আট জেলায় নতুন করে জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। গতকাল সোমবার সন্ধ্যায় তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নতুন ডিসি পাওয়া জেলাগুলো হলো—মেহেরপুর, শেরপুর, জামালপুর, মুন্সীগঞ্জ, রংপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ ও চুয়াডাঙ্গা।

জনপ্রশাসনের প্রজ্ঞাপনে বলা হয়েছে, জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. শামীম হাসানকে মেহেরপুর, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক আব্দুল্লাহ আল খায়রুমকে শেরপুর, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের মো. ইমরান আহমেদকে জামালপুর, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. আবুজাফর রিপনকে মুন্সীগঞ্জ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মোবাশ্বের হাসানকে রংপুর ও রেহেনা আকতারকে মানিকগঞ্জের ডিসি করা হয়েছে। এ ছাড়া আশ্রয়ণ-২ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো. মাহমুদুল হককে নারায়ণগঞ্জের এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ড. কিসিঞ্জার চাকমাকে চুয়াডাঙ্গার ডিসি পদে পদায়ন করেছে সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মান যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত 

জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলে খুন

নিউইয়র্কে কনস্যুলেটের ঘটনায় ব্যবস্থা নিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে চিঠি

‘শেষবার মানিক আমাকে মা বলে ডেকেছিল’

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ 

অনলাইনে যেভাবে কাটবেন বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের টিকিট

পালানোর প্রস্তুতি নিচ্ছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট?

প্লট দুর্নীতি / শেখ হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য শুরু

ভাসমান বীজতলা তৈরিতে সফল খুলনার রোকেয়া

ব্রাজিল থেকে ১২০ টাকায় গরুর মাংস আমদানির খবর ভিত্তিহীন

১০

ন্যূনতম কর একটা কালাকানুন : এনবিআর চেয়ারম্যান

১১

ঈদে মিলাদুন্নবীর ছুটি যেদিন

১২

শপথ নিলেন হাইকোর্টের ২৫ বিচারপতি

১৩

সাকিবের প্রিয় ‘শিকারের’ তালিকায় তামিম, দেখে নিন পুরো তালিকা

১৪

‘ভয়ংকর আফ্রিদির’ মুখোশ খুললেন তানভীর রাহী

১৫

ঢাকায় বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরু

১৬

তথ্য গোপন করে প্রধান শিক্ষক, অতঃপর...

১৭

পুঁজিবাজারের প্রতারক চক্র গোয়েন্দা সংস্থার নজরে: ডিএসই

১৮

পরিবর্তন হচ্ছে বাংলাদেশ জেলের নাম 

১৯

চট্টগ্রামে সেপটিক ট্যাঙ্কে নেমে ২ শ্রমিকের মৃত্যু

২০
X