শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২
দীপ্তিমান রায়, ডুমুরিয়া (খুলনা)
প্রকাশ : ১২ মার্চ ২০২৪, ০২:৩১ এএম
আপডেট : ১২ মার্চ ২০২৪, ০৯:১৩ এএম
প্রিন্ট সংস্করণ

সরকারি জমিতে প্লট ব্যবসা করছে তানিসা প্রোপার্টিজ

নিশ্চুপ এসিল্যান্ড
তানিসা প্রোপার্টিজ নামের একটি বেসরকারি আবাসন কোম্পানি প্রায় ৯ বিঘা সরকারি খাসজমি দখল করেছে। ছবি: কালবেলা
তানিসা প্রোপার্টিজ নামের একটি বেসরকারি আবাসন কোম্পানি প্রায় ৯ বিঘা সরকারি খাসজমি দখল করেছে। ছবি: কালবেলা

খুলনা শহরের কাছাকাছি ছিমছাম-নিরিবিলি পরিবেশে প্রতি কাঠা জমি বিক্রি হচ্ছে ১০ থেকে ১২ লাখ টাকায়। এসব জমি কিনতে হুমড়ি খেয়ে পড়ছেন ক্রেতারা। যদিও এসব জমি কোনো ব্যক্তিমালিকানাধীন নয়। একটি বেসরকারি আবাসন কোম্পানি জমিগুলো প্লট আকারে তৈরি করে বিক্রি করছে। এর মধ্যে সরকারি খাসজমিও রয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি, সাধারণ মানুষসহ নানা শ্রেণি-পেশার মানুষ এর প্রতিবাদ জানালেও মুখে কুলুপ এঁটে রয়েছে প্রশাসন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কয়েকবার ওই এলাকা ঘুরে এলেও ব্যবস্থা নেননি।

জানা গেছে, খুলনা মহানগর সংলগ্ন ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নে বেসরকারি ব্যবস্থাপনায় গড়ে উঠেছে এই আবাসন প্রকল্প। সেখানেই তানিসা প্রোপার্টিজ নামের একটি বেসরকারি আবাসন কোম্পানি প্রায় ৯ বিঘা সরকারি খাসজমি ও খাল দখল করেছে। জমিগুলো ইউনিয়নের থুকড়া ভূমি অফিসের আওতাধীন বিলপাবলা মৌজার অধীন। এমন অবৈধ কার্যক্রমে সার্বিক সহায়তা করার অভিযোগ উঠেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড এস এম আশীষ মমতাজের বিরুদ্ধে। তিনি একাধিকবার ঘটনাস্থলে যান। সবকিছু দেখেও কোনো পদক্ষেপ নেননি। এমনকি স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিষয়টি তাকে অবহিত করলেও রহস্যজনক কারণে তিনি নীরবতা পালন করছেন।

সরেজমিন দেখা যায়, বিলপাবলা মৌজার ১নং খতিয়ানভুক্ত এসএ দাগ নং ৪৬১৪, আরএস দাগ নং ৪০১৬১-এর ১ দশমকি ৭৭ একর এবং এসএ দাগ নং ৪৬১০, আরএস দাগ নং ৪০১৬৪ ও ৪০১৬৫-এর ১ দশমিক ০৬ একর সরকারি জমি তানিসা প্রোপার্টিজ দখলে নিয়েছে।

১৩নং গুটুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলাম তুহিন কালবেলাকে বলেন, মোস্তর মোড় এলাকার বিলপাবলা মৌজার তিন দাগে মোট ২ দশমিক ৮৩ একর জমি তানিসা প্রোপার্টিজ দখল করেছে। দখলকৃত কিছু জমি ইতোমধ্যে প্লট আকারে বিক্রি করে দিয়েছে তারা। জমির কিছু অংশে কোম্পনিটি পাকা রাস্তা নির্মাণ করেছে এবং কিছু অংশ এখনো অবিক্রীত প্লটের মধ্যে রয়েছে।

তিনি আরও বলেন, দখল শুরু হওয়ার পরপরই আমি বিষয়টি উপজেলা ভূমি কর্মকর্তাদের অবহিত করেছি। এমনকি দুবার ডুমুরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) দখলকৃত জমি পরিদর্শন করেছেন; কিন্তু তিনি এ বিষয়ে কোনো ব্যবস্থা নেননি। এ ছাড়াও রওশন প্রোপার্টিজ, বিশ্বাস প্রোপার্টিজ ও বিসমিল্লাহ প্রোপার্টিজের বিরুদ্ধে সরকারি খাল দখলের বিষয়ে ভূমি কর্মকর্তাদের কাছে মৌখিক ও লিখিতভাবে জানিয়েছি; কিন্তু তারা এসবে কর্ণপাত করেনি। দখলদারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে।

তানিশা প্রোপার্টিজের প্রকল্পে গিয়ে দেখা যায়, গুটুদিয়া ইউনিয়নের মোস্তর মোড় এলাকার খুলনা বাইপাস সড়কের পাশে তানিসা প্রোপার্টিজের আবাসন প্রকল্প চলছে। প্রকল্পের প্রবেশ মুখে খাস খতিয়ানের ১ দশমিক ০৬ একর জমির সাইনবোর্ড দেখা গেলেও ঠিক পাশেই ১ দশমিক ৭৭ একর জমির কোনো সাইনবোর্ড খুঁজে পাওয়া যায়নি। একই সঙ্গে প্লট ব্যতীত সেখানে বাড়তি কোনো জমির দেখাও মেলেনি।

তানিসা প্রোপার্টিজ তিনটি দাগ থেকে মোট ৯ বিঘা খাস জমি দখল করেছে বলে স্বীকার করেছেন সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, বিল পাবলা মৌজার খাস খতিয়ানের অনেক জমি বিভিন্ন প্রোপার্টিজের নামে দখল করার বিষয়টি আমরা জেনেছি। ইতোমধ্যে বিষয়টি জানিয়ে সহকারী কমিশনারকে (ভূমি) তহশিল অফিস থেকে প্রতিবেদন পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে তানিসা প্রোপার্টিজের মালিক মো. শাহিনুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জমি দখলের বিষয়টি স্বীকার বা অস্বীকারÑ কোনোটিই করেননি। তিনি বলেন, মোস্তর মোড় প্রজেক্টে আমার ২৫০ বিঘা জমি আছে। সেখানে সরকারি ৮ থেকে ১০ বিঘা জমি থাকতে পারে। কিন্তু সেটা কোথায় আছে, তা জানি না। তাছাড়া খাস জমি খুঁজে বের করার দায়িত্বও আমার না।

তবে খাস জমি দখল ও তানিসা প্রোপার্টিজের প্রকল্প পরিদর্শনের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন ডুমুরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম আশীষ মমতাজ। তিনি বলেন, তানিসা প্রোপার্টিজ নামে কোনো প্রতিষ্ঠান আমি চিনি না। তাদের জমি দখলের ব্যাপারেও আমি কিছু জানি না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে নারী সমাবেশ/ / ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি

সাভারে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের শুভ উদ্বোধন

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রীও হবেন : এ্যানি

দলবদলের বাজারে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর রেকর্ড ভাঙা খরচ

ধর্মগড় সীমান্তে বিজিবির হাতে আটক চার বাংলাদেশি

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে মোদিকে ওয়েইসির প্রশ্ন

জাকসুতে প্যানেল দ্বন্দ্ব, পদত্যাগ করে বাগছাস নেতার মিষ্টি বিতরণ

সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবা আন্তর্জাতিক মানের করতে চাই : বেবিচক চেয়ারম্যান

‘আ. লীগ বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল’

আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার

১০

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

১১

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

১২

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

১৩

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

১৪

থানা ব্যারাকে নারী পুলিশ সদস্যকে ধর্ষণ, তিনজন ক্লোজড

১৫

পিআর পদ্ধতিতে সব ভোটারের মূল্যায়ন হয় : চরমোনাই পীর

১৬

তিস্তায় কার্টুন বক্সে ভাসছিল নবজাতকের মরদেহ

১৭

দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : চসিক মেয়র

১৮

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

১৯

চট্টগ্রামে সাংবাদিকদের সতর্কবার্তা / ‘সাংবাদিকরা চুপ থাকলে সমাজ অন্ধকারে ডুবে যাবে’

২০
X