কালবেলা প্রতিবেদক, ঢাকা ও থানচি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪, ০৩:১৪ এএম
আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ০৮:৩৭ এএম
প্রিন্ট সংস্করণ

থানচিতে এবার থানায় হামলা, ঘণ্টাব্যাপী গোলাগুলি

হতাহতের খবর পাওয়া যায়নি
থানচিতে এবার থানায় হামলা, ঘণ্টাব্যাপী গোলাগুলি

টানা তৃতীয় দিনের মতো হামলা অব্যাহত রেখেছে অস্ত্রধারীরা। গত মঙ্গল ও বুধবার দুই ব্যাংকের তিন শাখায় হামলার পর বৃহস্পতিবার রাতে বান্দরবানের থানচি থানা লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। পাল্টা গুলি ছুড়েছে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। প্রায় ঘণ্টাখানেক গোলাগুলি চলে। প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর না মিললেও থমথমে অবস্থা বিরাজ করছে থানচিতে। স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

গতকাল বৃহস্পতিবার রাত ৮টার পর থানা লক্ষ্য করে পাহাড় থেকে গুলি ছোড়া হয়। পুলিশ ও বিজিবি পাল্টা গুলি ছুড়েছে। পুলিশ সূত্র বলছে, দূর পাহাড় থেকে শতাধিক রাউন্ড গুলি ছুড়েছে সন্ত্রাসীরা।

রাত ১০টার দিকে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নূরে আলম মিনা কালবেলাকে বলেন, থানচি থানার দক্ষিণ ও পূর্ব পাশে পাহাড় রয়েছে। রাতের অন্ধকারে অজ্ঞাত অস্ত্রধারীরা দুই পাশ থেকে থানা লক্ষ্য করে গুলি করে। দূর থেকে গুলি করায় তা লক্ষ্যভ্রষ্ট হয়। পুলিশও পাহাড় লক্ষ্য করে পাল্টা গুলি ছোড়ে। থানার পাশে আমাদের আরেকটি টিম ছিল, তারাও পাহাড় লক্ষ্য করে গুলি ছুড়েছে। থেমে থেমে এক ঘণ্টার মতো গোলাগুলি হয়েছে। আমাদের কেউ হতাহত হয়নি। পাহাড়ে কিছু হয়েছে কি না, তা দিনেরবেলায় বোঝা যাবে।

এদিকে বিজিবি সূত্রে জানা গেছে, থানচি বাজার সংলগ্ন বিজিবি পোস্ট ও থানচি থানা ঘেরাও করে কেএনএফ সশস্ত্র সন্ত্রাসীরা শতাধিক রাউন্ড গুলিবর্ষণ করেছে। টানা ৪৫ মিনিট ধরে পাল্টাপাল্টি গোলাগুলি চলে।

৩৮ বিজিবি অধিনায়কের (বলীপাড়া জোন) নির্দেশে থানচি বাজার পোস্টে দায়িত্বে থাকা ১২ জন বিজিবি সদস্য কেএনএফ সন্ত্রাসীদের অবস্থান লক্ষ্য করে পাল্টা শতাধিক রাউন্ড গুলি করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কেএনএফ সন্ত্রাসীরা থানচি বাজার সংলগ্ন টিএনটি পাড়া এবং থানচি বাজারের মধ্যে অবস্থান করে গুলি চালায়।

প্রথম দুদিন ব্যাংকে হামলা চালিয়ে টাকা ও অস্ত্র লুটের সময় অস্ত্রধারীরা পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) পোশাকে ছিল। তৃতীয় দফায় থানা লক্ষ্য করে কারা গুলি ছুড়েছে তা পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। তবে কেএনএফ তাদের একটি ফেসবুক পেজে রাত সাড়ে ৯টার দিকে লিখেছে, ‘বান্দরবানের থানচিতে কেএনএফের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক বন্দুকযুদ্ধ। যুদ্ধ চলমান-কেএনএফ।’

কেএনএফ ও পুলিশের মধ্যে গোলাগুলির শব্দে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা। রাতে ভয়ে কেউ ঘর থেকে বের হননি। রাত ১০টার দিকে রেমাক্রী ইউনিয়নের চেয়ারম্যান মুইশৈথুই মার্মা কালবেলাকে বলেন, ‘থানচি শহরের মধ্যে রাত ৮টা ১০ মিনিটের পর থেকে থেমে থেমে গুলির শব্দ পাওয়া যাচ্ছে। আমরা আতঙ্কে ঘরের মধ্যে রয়েছি। ভয়ে কেউ বাইরে যাচ্ছি না। বাইরে কী হচ্ছে জানি না। তবে গুলির শব্দ আসছে থানা ও বিজিবি ক্যাম্পের পাশ থেকে।’

পুলিশ যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে জানিয়ে ডিআইজি নূরে আলম মিনা বলেন, থানা এবং ওই এলাকায় পর্যাপ্তসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। আমরা যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত আছি। পাশেই বিজিবি ক্যাম্প রয়েছে। তাদের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে। থেমে থেমে গোলাগুলির পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

গত ২ এপ্রিল রাতে রুমা বাজারে সোনালী ব্যাংকে হামলা চালায় কেএনএফএর অস্ত্রধারীরা। অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায় ব্যাংকের ম্যানেজার নেজাম উদ্দীনকে। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও আনসার সদস্যদের অস্ত্র লুট করে। পরদিন দুপুরে হামলা হয় থানচিতে। থানচির সোনালী ও কৃষি ব্যাংকের শাখায় কেএনএফের সশস্ত্র সদস্য অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে আনুমানিক সাড়ে ১৭ লাখ টাকা নিয়ে যায়।

এরই মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় সোনালী ব্যাংকের ম্যানেজার নেজাম উদ্দীনকে উদ্ধার করেছে র্যাব। জিম্মি মুক্তির এক ঘণ্টার ব্যবধানে ফের হামলা হয়। এবারের লক্ষ্যবস্তু ছিল থানচি থানা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওএমআর মেশিনে নানা ত্রুটি, হাতে ভোট গণনার দাবি ছাত্রদল প্যানেলের

বাংলাদেশের ‘পক্ষে’ দাঁড়িয়ে বিসিসিআইকে তুলাধুনা করলেন কংগ্রেস নেতা

মারা গেলেন দক্ষিণ কোরিয়ার কিংবদন্তি অভিনেতা 

ডিসি অফিসে স্বতন্ত্র প্রার্থীকে হেনস্তার অভিযোগ

দুর্ঘটনাকবলিত জাহাজ থেকে ৪৪ পর্যটক উদ্ধার

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ ঈশ্বরদীতে 

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ‘অতীব জরুরি’ নির্দেশনা

ভারতে না যাওয়ার সিদ্ধান্ত বাংলাদেশের / বিশ্বকাপের ‘নতুন সূচি প্রস্তুত করছে’ আইসিসি!

ডিএনসিসিতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল 

ভূরাজনৈতিক সংকট / ভেনেজুয়েলা উত্তেজনায় সতর্ক উত্তর কোরিয়া

১০

জাহাজভাঙা কারখানার দুই শ্রমিকের লাশ উদ্ধার

১১

শ্রীলঙ্কায় সিয়াম-সুস্মিতা

১২

রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ২১ জানুয়ারি

১৩

শ্বশুরবাড়িতে এসে স্ত্রীকে হত্যার অভিযোগ

১৪

জুলাই হত্যার আরেক মামলায় গ্রেপ্তার হলেন কাজী জাফর উল্যাহ

১৫

১২৩ বার পেছাল সাগর রুনি হত্যা মামলার প্রতিবেদন

১৬

ভেনেজুয়েলায় আরও হামলার হুমকি দিলেন ট্রাম্প

১৭

সাবেক পার্বত্যবিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর ৫ দিনের রিমান্ডে

১৮

আইপিএলের সব খেলা সম্প্রচার বন্ধের বিজ্ঞপ্তিতে যা বলা আছে

১৯

বিয়ের আগেই রোম ঘুরে এলেন বিজয়-রাশমিকা

২০
X