জাকির হোসেন লিটন
প্রকাশ : ০১ মে ২০২৪, ০৩:৫১ এএম
আপডেট : ০১ মে ২০২৪, ০৭:৪৩ এএম
প্রিন্ট সংস্করণ

মন্ত্রী-এমপির স্বজন ও বিএনপির প্রার্থীরা ভোটের মাঠেই থাকলেন

উপজেলায় দ্বিতীয় ধাপের মনোনয়ন প্রত্যাহার শেষ
মন্ত্রী-এমপির স্বজন ও বিএনপির প্রার্থীরা ভোটের মাঠেই থাকলেন

উপজেলা নির্বাচনে প্রথম ধাপের পর দ্বিতীয় ধাপেও কেন্দ্রের নির্দেশনার তোয়াক্কা করছেন না ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সরকারবিরোধী বিএনপির মাঠপর্যায়ের নেতাকর্মীরা। দলের নির্দেশনা উপেক্ষা করে এ ধাপেও প্রার্থিতা বহাল রেখে ভোটের মাঠে রয়েছেন মন্ত্রী-এমপিদের আত্মীয়স্বজনরা। কেন্দ্র থেকে দেওয়া কঠোর হুঁশিয়ারি তাদের ভোটের মাঠ থেকে সরাতে পারেনি। অন্যদিকে হাইকমান্ডের রক্তচক্ষু উপেক্ষা করে নির্বাচনে লড়ার সিদ্ধান্তে অটল রয়েছেন বিএনপির অন্তত দুই ডজন নেতাকর্মী। প্রথম ধাপের প্রার্থীদের বহিষ্কারের মতো কঠোর সিদ্ধান্তও তাদের পিছু হটাতে পারেনি।

নির্বাচন কমিশন ও কালবেলার স্থানীয় সূত্রগুলো জানায়, দ্বিতীয় ধাপের ১৬০টি উপজেলা ভোটে সরকারের মন্ত্রী-এমপিদের অন্তত ৩০ জন আত্মীয়-স্বজন মনোনয়ন জমা দেন। এর মধ্যে গতকাল মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে মাত্র কয়েকজন তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। নির্বাচনী মাঠে বহাল রয়েছেন অন্যরা। অন্যদিকে, এ ধাপে বিএনপির অন্তত ৩০ জন স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে কেন্দ্রের নির্দেশনা মেনে গতকাল তাদের কয়েকজন ভোটের মাঠ থেকে সরে যান। বাকিরা প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন।

সূত্র জানায়, দ্বিতীয় ধাপের উপজেলা ভোটে মোট দুই হাজার ৫৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৭৩০, ভাইস চেয়ারম্যান পদে ৭৬৩ ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৫৬২ জন মনোনয়ন দাখিল করেন। যাচাই-বাছাই শেষে ১ হাজার ৯১৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এর মধ্যে চেয়ারম্যান পদে ৬৭৭, ভাইস চেয়ারম্যান পদে ৭০১ ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৫৩৮ জন রয়েছেন। এর মধ্যে একক প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ায় ইতোমধ্যে তিনজন চেয়ারম্যান, তিনজন ভাইস চেয়ারম্যান ও পাঁচজন নারী ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। গতকাল নির্বাচনী মাঠ থেকে সরে পড়েন অনেকে। বাকি প্রার্থীদের মধ্যে আগামীকাল বৃহস্পতিবার প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এর পরই আনুষ্ঠানিক প্রচারে নেমে পড়বেন প্রার্থীরা। আগামী ২১ মে এসব উপজেলায় ভোট গ্রহণ হবে। আগামী ৮ মে প্রথম ধাপের ভোটের মধ্য দিয়ে ষষ্ঠ উপজেলা পরিষদের এ নির্বাচন শুরু হচ্ছে। ২৯ মে তৃতীয় এবং ৫ জুন সর্বশেষ চতুর্থ ধাপের ভোট অনুষ্ঠিত হবে।

প্রত্যাহার করেননি মন্ত্রী-এমপিদের স্বজনরা: নরসিংদীর মনোহরদী উপজেলা চেয়ারম্যান পদে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের ছোট ভাই ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। নজরুল মজিদ মাহমুদ স্বপন মনোনয়ন প্রত্যাহার না করে মাঠে রয়েছেন। মনোননয়নপত্র প্রত্যাহার না করা প্রসঙ্গে কালবেলাকে তিনি বলেন, নির্বাচন করব বলেই মনোনয়নপত্র সংগ্রহ করেছি এবং জমা দিয়েছি। মন্ত্রীর ভাই হিসেবে নয়, নিজের পরিচয়ে রাজনীতি করি। আমি ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের রাজনীতি করেছি। মন্ত্রীর ভাই হয়েছি বলে নির্বাচন করতে পারব না। নির্বাচন করা আমার গণতান্ত্রিক অধিকার। তা ছাড়া দলীয় সিদ্ধান্ত আমি পাইনি। একেক সময় একেক সিদ্ধান্তের কথা বলে। আমি দলীয় কোনো সিদ্ধান্ত লিখিতভাবেও পাইনি। আমি সুষ্ঠু নির্বাচন চাই।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে ভোটের মাঠে রয়ে গেছেন সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনের সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদের ছেলে রাকিবুজ্জামান আহমেদ ও ভাই মাহবুবুজ্জামান আহমেদ। এর মধ্যে মাহবুবুজ্জামান আহমেদ দুবারের সাবেক চেয়ারম্যান এবং রাকিবুজ্জামান আহমেদ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

বগুড়ায় আদমদীঘি চেয়ারম্যান প্রার্থী হিসেবে বহাল রয়েছেন সিরাজুল আলম খান রাজু। তিনি বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য খান মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদীর বাবা এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি। মনোনয়ন প্রত্যাহার করেননি ভোলার বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলের আপন বড় ভগ্নিপতি, বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. জাফরউল্লাহ চৌধুরী এবং আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ এমপির ভায়রা ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি অবুল কালাম আজাদ।

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় পাবনা-৩ আসনের সংসদ সদস্য মো. মকবুল হোসেনের বড় ছেলে ও সাবেক মেয়র গোলাম হাসনাইন রাসেল মনোনয়ন প্রত্যাহার করেননি। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় মনোনয়নপত্র প্রত্যাহার না করে ভোটের মাঠে থাকছেন সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপির ছেলে রাকিবুজ্জামান আহমেদ ও তার ভাই মাহবুবুজ্জামান আহমেদ।

মাঠে রয়েছেন রাজবাড়ীর বালিয়াকান্দিতে রেলমন্ত্রী জিল্লুল হাকিমের চাচাতো ভাই ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন।

শরীয়তপুর সদরে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর চাচাতো ভাই বিল্লাল হোসেন দীপু মিয়া প্রার্থিতা প্রত্যাহার করেননি। বিল্লাল হোসেন দীপু মিয়া কালবেলাকে বলেন, আমি ইকবাল হোসেন অপু মিয়ার চাচাতো ভাই। তা ছাড়া আমি ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধুর রাজনীতি করি, আমি ছাত্রলীগের নেতা ছিলাম। আমি বর্তমানে শরীয়তপুর সদর উপজেলা যুবলীগের সভাপতি। আমি মানুষের জন্য রাজনীতি করি; তাই মানুষকে সেবা দিতেই আমি উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি।

চুয়াডাঙ্গা সদরে মনোনয়ন প্রত্যাহার করেননি চুয়াডাঙ্গা-১ আসনের এমপি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের ভাতিজা নঈম হাসান জোয়ার্দ্দার এবং দুমুড়হুদায় চুয়াডাঙ্গা-২ আসনের এমপি আলী আজগর টগরের ভাই আলী মনসুর বাবু।

এ ছাড়া লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় স্থানীয় এমপি নুর উদ্দিন চৌধুরী নয়নের ভগ্নিপতি আওয়ামী লীগ নেতা মামুনুর রশিদ, জামালপুরের বকশীগঞ্জে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে পদত্যাগ করে উপজেলা নির্বাচনে অংশ নেওয়া জামালপুর-১ আসনের সংসদ সদস্য নুর মোহাম্মদের ছোট ভাই মো. নজরুল ইসলাম সাত্তার কালবেলাকে বলেন, ‘এমপির সংসার এমপির, আমার সংসার আমার। এমপির খাবার এমপি খান, আমার খাবার আমি খাই। তাহলে আমি নির্বাচন কেন করতে পারব না? তা ছাড়া আমি দলের কেউ নই।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চেয়ারম্যান পদে মাঠে রয়ে গেছেন আইনমন্ত্রী আনিসুল হকের আপন ফুফাতো ভাই সায়েদুর রহমান স্বপন। এ বিষয়ে সায়েদুর রহমান স্বপন কালবেলাকে বলেন, ‘আমি মন্ত্রীর ফুফাতো ভাই। মন্ত্রীর পরিবারের আত্মীয় নই। আমি দলীয় প্রতীক নিয়েও নির্বাচন করছি না। আমি আমার অবস্থান থেকেই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দাঁড়িয়েছি। তা ছাড়া নির্বাচন না করার ব্যাপারে দলীয় কোনো লিখিত নির্দেশনা পাইনি। তাই নির্বাচন করতে আমার কোনো বাধা নেই।’ ভোটের মাঠ থেকে সরেননি হবিগঞ্জের বাহুবলের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর বড় ভাই রাজন চৌধুরী।

প্রার্থিতা থেকে সরে গেলেন যেসব স্বজন: নির্বাচন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর (বীরপ্রতীক) ছেলে গোলাম মূর্তজা পাপ্পা। তিনি রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং গাজী গ্রুপ ও বিসিবির পরিচালক। দলীয় শৃঙ্খলা রক্ষায় প্রধানমন্ত্রীর নিষেধাজ্ঞা মেনে নিজের মনোনয়ন প্রত্যাহার করেছেন বলে জানিয়েছেন পাপ্পা গাজী।

বর্জনের পরও মাঠে বিএনপির প্রার্থী: দলের কঠোর নির্দেশনা অমান্য করে প্রার্থী হিসেবে ভোটের মাঠে রয়েছেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান। এ ব্যাপারে কালবেলাকে তিনি বলেন, ‘আমার ওপরে দলের কোনো চাপ নেই। তা ছাড়া আমি ১০ বছর আগেই দলের পদপদবি থেকে সরে এসেছি। আমি দল করি না। একজন সমর্থক মাত্র। এলাকার জনগণ আমার সঙ্গে রয়েছেন।’

মেহেরপুরের গাংনী উপজেলায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, খুলনার ফুলতলা উপজেলায় জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন, দিঘলিয়ায় জেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক গাজী মোহাম্মদ এনামুল হাচান মাসুম ও বিএনপির কর্মী জাকির হোসেন, পাবনার ফরিদপুরে ভাইস চেয়ারম্যান পদে ফরিদপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জিয়াউর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সম্পাদক নাসরিন পারভীন মুক্তি প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন। জিয়াউর রহমান দীর্ঘদিন বিএনপির স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এর আগে তিনি ফরিদপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এদিকে নাসরিন পারভীন মুক্তি জাতীয়তাবাদী মহিলা দলের বিভিন্ন পদে দায়িত্ব পালনের পাশাপাশি ১০ বছর ধরে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগেও মুক্তি দল থেকে দুবার বহিষ্কার হয়েছেন।

চাঁদপুরের হাজীগঞ্জ চেয়ারম্যান পদে হাজীগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান প্রতিদ্বন্দ্বিতায় আছেন। মাঠে রয়েছেন বিশ্বম্ভপুর বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশিদ ও বিএনপি নেতা মোহন মিয়া বাচ্চু, ধর্মপাশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম চৌধুরী, জামালগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নুরুল হক আফিন্দি, তাহিরপুর উপজেলা বিএনপির নেতা আবুল কাশেমসহ আরও অনেকে।

বিএনপির সরে গেছেন যারা: বগুড়ার দুপচাঁচিয়ায় উপজেলা বিএনপির সহসভাপতি নুরুল ইসলাম খান হিরু ও রাজবাড়ী সদরে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নেকবর হোসেন মনি মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। কক্সবাজারের পেকুয়া উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপির মনোনীত প্রার্থী উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট ও ভাইস-চেয়ারম্যান পদে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আহসান উল্লাহর দলীয় মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আরও যারা জয়ী: এদিকে ২১ এপ্রিল শেষ দিনে একক প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করায় তিনজন চেয়ারম্যান (কুমিল্লা আদর্শ সদর, রাউজান ও রাঙ্গুনিয়া), তিনজন ভাইস চেয়ারম্যান ( কুমিল্লা আদর্শ সদর, রাউজান ও রাজস্থলী) এবং পাঁচজন মহিলা ভাইস চেয়ারম্যান (কুমিল্লা আদর্শ সদর, রাউজান ও রাঙ্গুনিয়া আড়াইহাজার ও মৌলভীবাজার সদর) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। গতকাল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে রূপগঞ্জে ভাইস চেয়ারম্যান পদে নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য মিজানুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রূপগঞ্জ উপজেলা যুব মহিলালীগের সভাপতি ফেরদৌসী আক্তার রিয়া ও চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তথ্য দিয়ে সহযোগিতা করেছেন কালবেলার স্থানীয় প্রতিনিধিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরমে তরমুজের চাহিদা বেড়েছে দ্বিগুণ

আজ আ.লীগের কর্মসূচিতে যা থাকছে

বিশ্বকাপে মোস্তাফিজকে শুভকামনায় কী বলছে চেন্নাই

পশ্চিমবঙ্গে বজ্রপাতে ১১ জনের মৃত্যু

চেয়ারম্যানের নাম্বার ক্লোন করে টাকা দাবি

আজ সুখবর পেতে পারেন যারা

যুক্তরাষ্ট্রে পৌঁছেছে শান্ত-তাসকিনরা

সাতসকালে সড়কে ঝরল ৫ প্রাণ

আম কুড়াতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু

গরমে অস্বস্তি, বৃষ্টি হতে পারে ঢাকায়

১০

আজকের নামাজের সময়সূচি

১১

ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা

১২

আজ যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

১৩

প্রভাবশালী প্রার্থীর পছন্দের প্রিসাইডিং অফিসার নিয়োগের অভিযোগ

১৪

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় যাবেন না

১৫

জুমার দিন যেসব আমল করবেন

১৬

নির্বাচনী শোডাউনে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু 

১৭

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

১৮

১ মণ ধানের দামেও মিলছে না দিনমজুর 

১৯

বাংলাদেশে আসছেন কুরুলুস উসমানের নায়ক বুরাক

২০
X