শেখ হারুন
প্রকাশ : ১৫ জুন ২০২৪, ০২:০৩ এএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০২:০২ পিএম
প্রিন্ট সংস্করণ
বিবিএসের জরিপ

কখনো শিক্ষালয়ে যায়নি তিন কোটি মানুষ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দেশে প্রতি বছরই বাড়ছে সাক্ষরতার হার। এর পরও একটি উল্লেখযোগ্য সংখ্যক মানুষ রয়েছে, যারা কখনো শিক্ষালয়ে যায়নি। সংখ্যাটি নেহাত কম নয়। সরকারি তথ্য অনুযায়ী, শিক্ষাগ্রহণের জন্য কখনো স্কুল বা মাদ্রাসায় যায়নি, এমন মানুষের সংখ্যা তিন কোটিরও বেশি। শিক্ষালয়ে গেলেও প্রথম শ্রেণি পাস করতে পারেনি সাড়ে চার লাখ এবং প্রাথমিকের গণ্ডি পেরোতে পারেনি প্রায় আড়াই কোটি মানুষ। কখনো শিক্ষালয়ে যায়নি এমন মানুষের হার সবচেয়ে বেশি ময়মনসিংহ বিভাগে। গ্রামের তুলনায় শহরে এ হার তুলনামূলক অনেকটা কম।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) আর্থসামজিক ও জনমিতিক জরিপ প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। সম্প্রতি প্রতিবেদনটি প্রকাশ করেছে সংস্থাটি। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের মোট জনসংখ্যার ১৭.৪৭ শতাংশ মানুষ কখনো স্কুল বা মাদ্রাসায় যায়নি। জরিপে শিক্ষার স্তর হিসেবে পাঁচ বছরের বেশি বয়সী জনগোষ্ঠীকে হিসাব করা হয়েছে।

বিবিএসের জনশুমারি ও গৃহগণনার সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী বর্তমানে দেশের মোট জনসংখ্যা ১৭ কোটি ১৫ লাখ ৯০ হাজার। এর মধ্যে পাঁচ বছরের নিচে রয়েছে ৯ দশমিক ১৪ শতাংশ। সেই হিসাবে পাঁচবছরের বেশি বয়সী মানুষের সংখ্যা ১৫ কোটি ৫৯ লাখ ৬ হাজার ৬৭৪। এর ১৭ দশমিক ৪৭ শতাংশ হিসাব করলে দাঁড়ায় ৩ কোটি ৩ লাখ ৫৫ হাজার ২৯ জন।

কখনো স্কুল বা মাদ্রাসায় না যাওয়াদের মধ্যে পুরুষের তুলনায় নারীদের হার বেশি। প্রতিবেদন অনুযায়ী, দেশের ১৮.০৬ শতাংশ পুরুষ কখনো শিক্ষাগ্রহণের জন্য স্কুল বা মাদ্রাসায় যায়নি, সেখানে এই হার নারীদের ক্ষেত্রে ২০ দশমিক ৮৬ শতাংশ।

বিভাগের হিসাবে কখনো শিক্ষালয়ে না যাওয়াদের হার সবচেয়ে বেশি ময়মনসিংহ বিভাগে। এ বিভাগের ২৭ দশমিক ৫৬ শতাংশ মানুষ কখনো স্কুল বা মাদ্রাসায় যায়নি। এরপর পর্যায়ক্রমে রংপুর বিভাগে ২৩.৭৫ শতাংশ, সিলেটে ২২.১৩, রাজশাহীতে ২১.১৭, খুলনায় ২০.৭৬, চট্টগ্রামে ১৬.৫৭ এবং ঢাকা বিভাগে এ হার ১৫.০৭ শতাংশ। এ হার সবচেয়ে কম বরিশাল বিভাগে, ১৫.০৭ শতাংশ।

জরিপ প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে, ৫ বছরের বেশি বয়সী মোট জনসংখ্যার মধ্যে স্কুলে গেলেও প্রাক প্রাথমিক শেষ করতে পারেনি ৪ লাখ ৫২ হাজার ১২৯ জন। প্রথম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে ১৪ লাখ ৪৯ হাজার ৯৩২ জন এবং চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে ২ কোটি ৪৫ লাখ ৮ হাজার ৫২৯ জন। অর্থাৎ শিক্ষালয়ে গেলেও প্রায় আড়াই কোটি মানুষ প্রাথমিকের গণ্ডি পার করতে পারেনি।

মাধ্যমিকেই ঝরে গেছে মোট জনগোষ্ঠীর প্রায় এক-তৃতীয়াংশ। জরিপ প্রতিবেদন অনুযায়ী, নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে ৫ কোটি ৬৭ লাখ ৬৫ হাজার ৬২০ জন। মানে ৩৬.৪১ শতাংশ মানুষ। এর মধ্যে ৩৮.৭১ শতাংশ নারী এবং পুরুষ ৩৪ দশমিক ০৮ শতাংশ। চতুর্থ শ্রেণি পড়াশোনার ক্ষেত্রে পুরুষরা এগিয়ে থাকলেও নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে বেশি নারীরা।

এদিকে, দেশে বর্তমানে এসএসসি এবং সমমান পাস করা মানুষের সংখ্যা রয়েছে ১ কোটি ৫৮ লাখ ৭১ হাজার ২৯৯ জন, যা ৫ বছরের বেশি বয়সী জনগোষ্ঠীর ১০ দশমিক ১৮ শতাংশ। এসএসসি পাস করা জনগোষ্ঠীর মধ্যেও পুরুষের তুলনায় নারী বেশি। যেখানে ৯ দশমিক ৯৫ শতাংশ পুরুষ এসএসসি পাস করেছে, সেখানে নারীদের ক্ষেত্রে এ হার ১০ দশমিক ৪০ শতাংশ।

বর্তমানে দেশের মোট জনগোষ্ঠীর ৭ দশমিক ১৫ শতাংশ এইসএসসি বা সমমান পাস করেছে। সেই হিসাবে মোট জনসংখ্যার মধ্যে এইএসসি পাস করেছেন ১ কোটি ১১ লাখ ৪৭ হাজার ৩২৭। এ ক্ষেত্রে নারীদের তুলনায় পুরুষ বেশি। এ ছাড়া ডিপ্লোমা, নার্সিং এবং মিডওয়াফারি পাস করেছেন ৪ লাখ ৫ হাজার ৩৫৭ জন। এ ক্ষেত্রে নারীদের তুলনায় পুরুষরা এগিয়ে। পাশাপাশি অপ্রাতিষ্ঠানিক মাধ্যমে শিক্ষা নিয়েছেন অনানুষ্ঠানিক ১৪ লাখ ৬৫ হাজার ৫২২ জন।

এদিকে বর্তমানে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রিধারী রয়েছে ৮৬ লাখ ২১ হাজার ৬৩৯ জন, যা মোট জনসংখ্যার ৫ দশমিক ৫৩ শতাংশ। জরিপে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রিধারী হিসেবে ডিগ্রি, অনার্স, এমবিবিএস, বিএসসি, পিএইসডিসহ সমমান পাস করাদের বোঝানো হয়েছে। স্নাতক ডিগ্রিধারীদের মধ্যে পুরুষ বেশি। দেশে বর্তমানে স্নাতকধারী নারী রয়েছে ৩.৮১ শতাংশ আর পুরুষ স্নাতকধারী ৭.২৪ শতাংশ।

স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রিধারী গ্রামের তুলনায় শহরে প্রায় তিনগুণ। গ্রামের স্নাতকধারীর হার ৩ দশমিক ২০ শতাংশ, সেখানে শহরে এই হার ১০ দশমিক ১৩ শতাংশ। অর্থাৎ শহরে বসবাসকারী জনগোষ্ঠীর মধ্যে ১০ শতাংশের ও বেশি মানুষ স্নাতকধারী। বিভাগের হিসাবে স্নাতকধারী সবচেয়ে বেশি ঢাকা বিভাগ। আর সবচেয়ে কম সিলেট বিভাগে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামাকবিরোধী ইয়ুথ মার্চ  / তামাক কোম্পানির সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত বাতিল, দ্রুত আইন পাসের আহ্বান

দুই-তৃতীয়াংশের বেশি সিট পেয়ে বিএনপি ক্ষমতায় আসবে : ফজলুর রহমান

নেতাকর্মীদের ধৈর্যশীল আচরণের আহ্বান আমিনুল হকের 

বাংলাদেশ হবে বসবাস ও বিনিয়োগের স্বর্গ: আব্দুল মুক্তাদির

ঢাকায় অ্যাপোলো ক্লিনিকের যাত্রা শুরু

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামকে দেখতে হাসপাতালে ডা. রফিক

একাত্তরের ইস্যুর সমাধান চাইল এনসিপি

রাজধানীতে তামাকের বিরুদ্ধে ‘ইয়ুথ মার্চ’

বুড়িগঙ্গা নদী থেকে নারী-শিশুসহ ৪ জনের মরদেহ উদ্ধার

ত্রিবার্ষিক সম্মেলন / আবারো জামালপুর জেলা বিএনপির নেতৃত্বে শামীম-মামুন

১০

দাবি আদায় ছাড়া ঘরে না ফেরার ঘোষণা মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীর

১১

লিডসের বিরুদ্ধে আর্সেনালের গোল উৎসব

১২

আউটসোর্সিং কর্মচারীদের ন্যায্য দাবি উপেক্ষিত: জোনায়েদ সাকি

১৩

এনসিপির কর্মকাণ্ডে ফিরছেন সারোয়ার তুষার

১৪

যৌথ বাহিনীর অভিযানে পিস্তলসহ যুবক গ্রেপ্তার 

১৫

সাংবাদিকের বাড়িতে চুরি, স্বর্ণালংকারসহ ৫ লাখ টাকার ক্ষতি

১৬

৪৫ বছর ভাত না খেয়েও সুস্থ ও সবল বিপ্লব

১৭

চেতনানাশক খাইয়ে দুধর্ষ ডাকাতি

১৮

রংপুর বিভাগের ৩৩ আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা

১৯

প্রার্থিতা প্রত্যাহার নিয়ে ছাত্রদলের নির্দেশনা, না মানলে ব্যবস্থা

২০
X