শফিকুল ইসলাম
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৪ জুলাই ২০২৩, ০৮:১৫ এএম
প্রিন্ট সংস্করণ
আজ যৌথসভা

ঢাকার মহাসমাবেশে গণজোয়ার ঘটাতে চায় বিএনপি

ঢাকার মহাসমাবেশে গণজোয়ার ঘটাতে চায় বিএনপি

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচন এবং অবিলম্বে ক্ষমতাসীন সরকারকে বিদায়ের লক্ষ্যে আন্দোলনরত বিএনপির টার্গেট এখন ঢাকা। দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ লাগাতার আন্দোলন চালিয়ে আসা বিএনপি এবার একদফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী বৃহস্পতিবার ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছে। গত শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন। একই সঙ্গে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় এলডিপি, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণফোরাম, বাংলাদেশ পিপলস পার্টি, বাংলাদেশ লেবার পার্টিসহ ৩৬টি রাজনৈতিক দলও সেদিন মহাসমাবেশ করবে।

সংশ্লিষ্টরা বলছেন, বছরখানেকের বেশি সময় ধরে বিএনপি যেসব আন্দোলন করছে ২৭ জুলাই ঢাকার মহাসমাবেশ হবে সবচেয়ে বড় কর্মসূচি। সারা দেশ থেকে ব্যাপক লোকসমাগমের মাধ্যমে গণঅভ্যুত্থান ঘটাতে চায় বিএনপি। বৃহস্পতিবারের ওই মহাসমাবেশ থেকে আরও বৃহৎ কর্মসূচির ঘোষণা দেওয়ার পরিকল্পনা করছে দলটি। এ ক্ষেত্রে সারা দেশের রাজপথের কর্মীদের ঢাকায় আনার চিন্তা আছে। বিএনপির হাইকমান্ডের মতে, ঢাকায় লাগাতার বৃহৎ কর্মসূচির মধ্য দিয়েই আন্দোলনকে তারা চূড়ান্ত সফলতার দিকে নিয়ে যেতে চান। এজন্য প্রতিটি কর্মসূচিতে লোকসমাগমও ঘটানো হবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশ-বিদেশের সব গণতান্ত্রিক শক্তির সহযোগিতায় বাংলাদেশের চলমান গণতান্ত্রিক আন্দোলন আজ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে চূড়ান্ত ফয়সালার পর্বে অনুপ্রবেশ করতে যাচ্ছে। এত দিন ধরে আওয়ামী লীগ সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড গুম-খুন, জেল-জুলুম, নির্যাতন, নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলাসহ বিভিন্ন ধরনের মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে এ আন্দোলনকে দমন করার অপচেষ্টা করেছে। তাদের সব অপচেষ্টাই প্রায় ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। অতএব এখন আর সময় নেই। এখন আমাদের অধিকার আদায় করার সময়।

জানা যায়, একদফা দাবি আদায়ে চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি নির্ধারণে দলের কেন্দ্র থেকে তৃণমূলের নেতাকর্মী এবং যুগপতের শরিক দল ও জোটের সঙ্গে সিরিজ বৈঠক করেছেন বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতারা। এর আগে সাড়ে ৩ হাজার ইউনিয়ন পরিষদের সাবেক ও বর্তমান চেয়ারম্যান তথা জনপ্রতিনিধির সঙ্গে ধারাবাহিক বৈঠক করে তাদের পরামর্শ নেওয়া হয়। সব পক্ষের মতামত বিশ্লেষণ করেই ধাপে ধাপে কর্মসূচি দেওয়া হচ্ছে। সেই লক্ষ্যেই এবার ঢাকায় মহাসমাবেশ সফলের লক্ষ্যে আজ সোমবার দলের অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের নিয়ে যৌথসভা হবে। তবে ঢাকায় মহাসমাবেশের স্থান নয়াপল্টনে হবে নাকি অন্য কোথায়—তা আজকের সভায় আলোচনাসাপেক্ষে নির্ধারণ করা হবে। বৃহস্পতিবারের মহাসমাবেশ সফলের লক্ষ্যে সার্বিকভাবে প্রস্তুতি নিচ্ছে বিএনপির হাইকমান্ড। এ ক্ষেত্রে ঢাকায় মাইকিং, লিফলেট বিতরণ, গণমাধ্যম এবং অনলাইনেও প্রচার চালানো হবে। করা হবে প্রস্তুতি সভা ও উঠান বৈঠক।

জানা যায়, আগামী বৃহস্পতিবার ঢাকার মহাসমাবেশে কোনো ধরনের বিঘ্ন ঘটালে বিএনপি কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হবে। কেননা বিএনপির নীতিনির্ধারকরা এবার ঢাকাকে টার্গেট করে এগোচ্ছেন। রাজধানীতে গণঅভ্যুত্থান ঘটাতে বৃহৎ আন্দোলন গড়ে তুলতে দীর্ঘদিন ধরেই দলকে সংগঠিত করছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত রোজার মাস থেকে কর্মসূচি চলার পাশাপাশি বিভিন্ন বিভাগের তৃণমূল ও প্রভাবশালী নেতাদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছেন। যেখানে বিগত নির্বাচনের প্রার্থীরা ছাড়াও জেলার শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এসব বৈঠকে প্রতিটি জেলা থেকে ঢাকার কর্মসূচিতে লোকসমাগম ঘটানোর কঠোর নির্দেশনা দেওয়া হয়। বিএনপির নীতিনির্ধারকদের মতে, রাজধানীতে জোরদার আন্দোলন গড়তে এবার তারা অত্যন্ত কৌশলে এগোচ্ছেন। ঢাকায় আন্দোলন চাঙ্গা করতে দলের অপেক্ষাকৃত ত্যাগী-সক্রিয় নেতাকর্মীদের পদায়ন করা হয়েছে। যারা দক্ষ ও আন্দোলন-সংগ্রাম জমাতে পারবেন—এমন নেতাদেরই প্রাধান্য দেওয়া হয় থানা ও ওয়ার্ড কমিটিগুলোতে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান কালবেলাকে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার ফিরিয়ে আনতে একদফা দাবিতে মহাসমাবেশ সফলে ঢাকাবাসী প্রস্তুত। অতীতের মতো বৃহস্পতিবারের মহাসমাবেশে জমায়েতের মাধ্যমে এ সরকারের বিরুদ্ধে লালকার্ড প্রদর্শন করা হবে। কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে পরিণাম শুভ হবে না, বরং তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

জানা যায়, একদফার চূড়ান্ত আন্দোলনের শেষ ধাপে যে কঠোর কর্মসূচি দেওয়া হবে, তার মোক্ষম সময় নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কেউ কেউ নির্বাচনের তপশিলের পর কঠোর কর্মসূচিতে যাওয়ার পরামর্শ দিয়েছেন। কেউ কেউ চান আগামী মাস থেকেই। অর্থাৎ বিএনপি যে দ্রুত ঢাকা ঘেরাওয়ের মতো কর্মসূচিতে যাচ্ছে, তা দলের শীর্ষ নেতৃত্বের বক্তব্যে স্পষ্ট হচ্ছে। বিভিন্ন বিভাগের জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন আসনে দলের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গেও বৈঠক করছে দলের হাইকমান্ড। সেখানে ঢাকায় এসে আন্দোলন করার মতো মানসিক ও সাংগঠনিক প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছে। সম্প্রতি চট্টগ্রাম বিভাগের নেতা ও ময়মনসিংহ বিভাগে গত নির্বাচনে বিএনপি থেকে মনোনীত প্রার্থী ও দ্বিতীয় প্রার্থীদের সঙ্গে বৈঠক করেছেন তারেক রহমান। তিনি তাদের আন্দোলন সংগ্রাম সফলে সর্বাত্মক ভূমিকা পালনের নির্দেশনা দিয়েছেন।

বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে সরকার বিএনপির নেতাকর্মীদের দমন করতে পারবে না। বরং আগামী ২৭ জুলাই ঢাকার মহাসমাবেশে নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীসহ জনগণ স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়ে হামলা-মামলাবাজ, গণতন্ত্র ও ভোটাধিকার হরণকারী সরকার পতনের একদফা আন্দোলন সফল করবে।

বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ কালবেলাকে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার করতে ঢাকায় মহাসমাবেশের জন্য এখন প্রস্তুত। ২৭ জুলাই ঢাকার মহাসমাবেশে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে বর্তমান সরকারকে দেখিয়ে দেওয়া হবে—এ সরকারকে দেশের মানুষ চায় না। অতএব সরকারের উচিত সরে যাওয়া এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা।

নয়াপল্টনে যৌথসভা আজ: এদিকে মহাসমাবেশ সফলের লক্ষ্যে দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে যৌথসভা করবে বিএনপি। আজ সোমবার দুপুর ১২টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠেয় যৌথসভায় সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে শ্রমজীবী মানুষের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

জামায়াত-গণঅধিকার পরিষদের মতবিনিময় / নির্বাচনী জোট গঠনে একমত

উপবৃত্তির টাকা আত্মসাৎ, মাদ্রাসার সুপার কারাগারে

তারেক রহমান নেতৃত্ব না দিলে জুলাই আন্দোলন সফল হতো না : মুরাদ

চট্টগ্রাম নগরীতে ইউপিডিএফ সদস্য গ্রেপ্তার

‘প্রেমে ব্যর্থ হলে বাথরুম পরিষ্কার করি’

মেয়ের জন্য চিপস আনতে গিয়ে প্রাণ হারান মোবারক

১৯৭৩ সালের পর সবচেয়ে বড় সংকটে মার্কিন ডলার

তারেক রহমান জুলাই বিপ্লবের মূল নেতৃত্বে ছিলেন : অধ্যাপক মোর্শেদ

তারা ভেবেছে, নারীঘটিত বিষয় নিয়ে প্রচারে আমার ভোট কমে যাবে : আমির হামজা

১০

পিআর পদ্ধতি নিয়ে বিএনপিকে চরমোনাই পীরের কড়া বার্তা

১১

নির্বাচন নিয়ে মানুষের মধ্যে হতাশা বিরাজ করছে : মান্না

১২

ইরানের পরমাণু বিজ্ঞানীদের যুগান্তকারী আবিষ্কার

১৩

৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করল পূর্বাচল আর্মি ক্যাম্পের সেনারা

১৪

চুক্তি নবায়নের পর মোনাকোয় ধারে গেলেন বার্সা তারকা ফাতি

১৫

উড্ডয়নের ৭ মিনিটেই মাটিতে আছড়ে পড়ল বিমান, সব আরোহী নিহত

১৬

গণতান্ত্রিক ব্যবস্থাকে দ্রুত প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : খালেদা জিয়া

১৭

ঘরে ঝুলছিল বিচারকের স্ত্রীর লাশ

১৮

বুমরাহকে নিয়ে ঝুঁকির মুখে ভারত: খেলালে সব শেষ?

১৯

জবি শিক্ষকের নামে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ

২০
X