সামাজিক যোগাযোগমাধ্যমের কয়েকটি অ্যাকাউন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু নিয়ে মিম শেয়ার করছে। কোনো কোনো পোস্টে লেখা হয়েছে, তার হেলিকপ্টার চালাচ্ছিলেন এলি কপ্টার নামের এক মোসাদ এজেন্ট। প্রসঙ্গত, এলি কোহেন ছিলেন একজন ইসরায়েলি গুপ্তচর। তিনি সিরিয়ার প্রেসিডেন্টের এতটাই ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন যে, সিরিয়ার উপপ্রতিরক্ষামন্ত্রী হওয়া থেকে খুব দূরে ছিলেন না। বলা হয়, ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের জয়ের পেছনে কোহেনের দেওয়া গোয়েন্দা তথ্যের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন ছিল। সেই এলি কোহেনের নামই এখন উঠে এসেছে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্টে। ইসরায়েলের ফরাসি ভাষার চ্যানেল আই-২৪ নিউজের সাংবাদিক ড্যানিয়েল হাইকও ‘এলি কপ্টার’ প্রসঙ্গ এনে কৌতুকের ছলে সংবাদ হিসেবে উপস্থাপনা করেছিলেন। কিন্তু দর্শক এর সমালোচনা করলে চ্যানেলের পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়।