সব ধরনের রাস্তায় চলতে পারবে এমন যানের আরেক নাম অল-টেরেইন ভেহিকেল (এটিভি)। ইলন মাস্কের টেসলা এমনই এক চার চাকার বাহন আনছে। নাম সাইবারকোয়াড। যারা টেসলার সাইবারট্রাক কিনবে মূলত তাদের জন্যই অতিরিক্ত বাহন হিসেবে সাইবারকোয়াডের ডিজাইন করা হয়েছিল। এর নকশা এমন যে সাইবারট্রাকের ভেতরে সাইবারকোয়াড সহজেই জায়গা করে নেবে।
২০১৯ সালে প্রথমবারের মতো সাইবারকোয়াডের নকশা প্রকাশ করেছিল টেসলা। তবে সড়ক নিরাপত্তাসংক্রান্ত দেশটির কেন্দ্রীয় নিয়ন্ত্রক সংস্থার অনুমতি পায়নি সে সময়। আকারে ছোট একটি সাইবারকোয়াড চীনে বাজারজাত করছে টেসলা।
সাইবারকোয়াড সম্পর্কে খুব বেশি তথ্য টেসলা এখনো জানায়নি। আপাতত ট্রেডমার্কের নিবন্ধন পেতে যুক্তরাষ্ট্রে আবেদন করা হয়েছে। ফলে অনেকটা বিচ বাইকের মতো দেখতে যানটি যে খুব তাড়াতাড়ি বাজারে আসবে তা নিশ্চিত। বছরখানেক আগে ক্যালিফোর্নিয়ার এক ইউটিউবার একটি সাইবারকোয়াডের ভিডিও কনটেন্ট প্রকাশ করেছিলেন। তাতে দেখা যায়, সাইবারকোয়াডে রয়েছে ৭২ ভোল্ট ৬৩ এম্পিয়ারের ব্যাটারি। পেছনের চাকায় সাসপেনশন এবং হাইড্রোলিক ব্রেক রয়েছে। গাড়িটির বিভিন্ন তথ্য পাওয়ার জন্য একে একটি মোবাইল অ্যাপে যুক্ত করা যায়। ঘণ্টায় এর সর্বোচ্চ ৪৪ মাইল গতি পেয়েছিলেন ওই ইউটিউবার।
মন্তব্য করুন