মাহমুদ হাসান
প্রকাশ : ০৯ মে ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৯ মে ২০২৫, ০৮:০১ এএম
প্রিন্ট সংস্করণ

আর্থিক স্বচ্ছতা ইমানের আলামত

আর্থিক স্বচ্ছতা ইমানের আলামত

ইসলামে অর্থ উপার্জন ও ব্যয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। চলতে হলে অর্থের লেনদেন করতে হয়। তাই লেনদেনের কিছু নিয়ম দিয়েছে ইসলাম। এসব মানলে পৃথিবীতে এবং পরকালে রয়েছে মহাপুরস্কার! পক্ষান্তরে লেনদেনে অস্বচ্ছতায় দোয়া-ইবাদতও কবুল হয় না। রাসুল (সা.) এক লোকের বর্ণনা দেন; যে দীর্ঘ পথ সফর করে এসেছে। চুলগুলো এলোমেলো, শরীর ধূলিধূসরিত। আসমানের দিকে হাত তুলে দোয়া করছে—হে আমার রব! হে আমার রব! অথচ তার খাদ্য-পানীয় হারাম, পোশাক-পরিচ্ছদ হারাম; তাহলে কীভাবে তার দোয়া কবুল হবে? (মুসলিম: ১০১৫; তিরমিজি: ২৯৮৯)

মানুষ প্রয়োজনে একে অন্যের কাছে সম্পদ গচ্ছিত রাখে। যে ব্যক্তি এ আমানতের খেয়ানত করবে তার ইমান নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে হাদিসে। হজরত আনাস (রা.) বর্ণনা করেন, রাসুল (সা.) বলেন—‘যার আমানতদারিতা নেই তার ইমান নেই। যার প্রতিশ্রুতির ঠিক নেই তার দ্বীন নেই।’ (মুসনাদে আহমাদ: ১২৩৮৩)। অনুরূপভাবে যার উপার্জন বৈধ নয়, তার ইবাদতও কবুল হয় না। হাদিসে এসেছে, ‘অজু ছাড়া নামাজ কবুল হয় না; আর আত্মসাতের (অর্থাৎ অবৈধভাবে উপার্জিত) সম্পদের সদকাও কবুল হয় না।’ (মুসলিম: ২২৪)

মানুষের পাওনা হক আদায় না করার রয়েছে অনেক শাস্তি। রাসুল (সা.) একবার সাহাবিদের জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো নিঃস্ব কে? তারা বললেন, যার অর্থ-সম্পদ নেই আমরা তো তাকেই নিঃস্ব মনে করি। তখন রাসুল (সা.) বললেন, আমার উম্মতের মধ্যে নিঃস্ব সেই ব্যক্তি, যে কেয়ামতের ময়দানে নামাজ, রোজা, জাকাত ইত্যাদি অনেক নেক আমল নিয়ে উপস্থিত হবে; কিন্তু সে হয়তো কাউকে গালি দিয়েছে বা কারও ওপর মিথ্যা অপবাদ আরোপ করেছে বা কারও সম্পদ আত্মসাৎ করেছে বা কাউকে খুন করেছে অথবা কাউকে আঘাত করেছে। ফলে প্রত্যেককে তার হক অনুযায়ী এই ব্যক্তির নেক আমল থেকে দিয়ে দেওয়া হবে। যদি কারও হক বাকি থেকে যায়, আর এ ব্যক্তির নেক আমল শেষ হয়ে যায়, তাহলে হকদার ব্যক্তির পাপ পাওনা অনুসারে এই ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। ফলে সে এই পাপের বোঝা নিয়ে জাহান্নামে যাবে।’ (মুসলিম: ২৫৮১; তিরমিজি: ২৪১৮)

সর্বোপরি লেনদেনে স্বচ্ছতা অবলম্বন জরুরি। হারাম সম্পদ জাহান্নামে জ্বলবে। এ সম্পদ দ্বারা পূর্ণ শরীর জান্নাতে যাবে না। জাহান্নামের আগুনে জ্বলবে। হজরত জাবের (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) ইরশাদ করেছেন, ‘এমন শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না, যা হারাম সম্পদ দ্বারা বর্ধিত। জাহান্নামই তার উপযুক্ত স্থান!’ (মুসনাদে আহমাদ: ১৪৪৪১)। হাদিসে আরও এসেছে, রাসুল (সা.) হজরত কাব বিন উজরাহ (রা.)-কে ডেকে বললেন, হে কাব! শুনে রাখো, ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না, যা হারাম হতে সৃষ্ট। কেননা জাহান্নামের আগুনই তার অধিক উপযোগী।’ (তিরমিজি: ৬১৪)

লেখক: মাদ্রাসা শিক্ষক

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুর বিভাগের সব পূজা মণ্ডপে নিরাপত্তা সন্তোষজনক : ডিআইজি আমিনুল

‘আ.লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো কথাই বলেননি প্রধান উপদেষ্টা’ 

নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে নজরুল ইসলাম আজাদ

পাখিরা কেন বৈদ্যুতিক তারে বসতে পছন্দ করে, কেন তারা শক খায় না?

৫৪ ঘণ্টা সাপভর্তি কুয়োয়, ‘অলৌকিকভাবে’ প্রাণে বেঁচে ফিরলেন নারী!

‘জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচনের আগে আইনি ভিত্তি বাধ্যতামূলক’

আবারও বিচার নিয়ে আইসিসির দ্বারস্থ ভারত, নেপথ্যে যে কারণ

উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চলে প্রবেশ করেছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা, কী হতে যাচ্ছে?

ছিনতাইকারীদের হাতে স্কুলশিক্ষার্থী খুন / ‘জীবনের চাইতেও কি রিকশার মূল্য বেশি’

গাজার খুব কাছাকাছি পৌঁছে গেছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা

১০

বিশ্বের যে কোনো জায়গা থেকেই ভোট দিতে পারবেন প্রবাসীরা : সিইসি

১১

চলে গেলেন খলনায়ক শাহজাদ ভোলা

১২

ডেবিট-ক্রেডিট কার্ড ব্যবহারে সাবধান হোন ৭ সহজ উপায়ে

১৩

হৃদয় ভালো রাখতে নিয়মিত খান এই ৫ সবজি

১৪

বৃষ্টি আরও কতদিন, জানাল আবহাওয়া অফিস

১৫

সরকারি চাকরিজীবীদের বেতন কত হওয়া উচিত, মতামত দেওয়া যাবে অনলাইনে 

১৬

ভাত রান্না করছিলেন স্বামী-স্ত্রী, বজ্রপাতে গেল প্রাণ

১৭

রাজশাহীর এই পূজামণ্ডপ যেন সমাজ সচেতনতার প্রতীকী মঞ্চ

১৮

আহানের ৫ নায়িকা

১৯

বিয়েবাড়িতে চলছিল রান্নাবান্না, হঠাৎ ম্যাজিস্ট্রেটের হানা

২০
X