কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ১২:২২ পিএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০৭:৪০ পিএম
অনলাইন সংস্করণ

টাকার বিনিময়ে শেখ মুজিবকে নিয়ে পোস্ট? সামনে এলো সত্য ঘটনা

ভুয়া ব্যাংক স্টেটমেন্ট ও রিউমর স্ক্যানারের লোগো। ছবি : সংগৃহীত
ভুয়া ব্যাংক স্টেটমেন্ট ও রিউমর স্ক্যানারের লোগো। ছবি : সংগৃহীত

শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকীতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা জানান অনেকে। এর মধ্যে বেশি সরব ছিলেন শোবিজ অঙ্গনের তারকারা। যে তালিকায় রয়েছেন শাকিব খান, জয়া আহসান, পিয়া জান্নাতুল ও ইরফান সাজ্জাদসহ একাধিক জনপ্রিয় তারকা।

অর্থের বিনিময়ে তারকারা এসব পোস্ট দিয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকে এটি বিশ্বাস করতে শুরু করেন যখন একটি কথিত ব্যাংক স্টেটমেন্টের ছবি ভাইরাল হয়। তবে ফ্যাক্ট-চেকিং সংস্থা রিউমর স্ক্যানার বাংলাদেশ বলছে, এই স্টেটমেন্টটি ভুয়া।

ছড়িয়ে পড়া ব্যাংক স্টেটমেন্টে দেখা যায়, অভিনেত্রী মেহের আফরোজ শাওন তার কথিত স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক অ্যাকাউন্ট (এসসিবি) থেকে নয়জন ব্যক্তিকে গত ১৩ থেকে ১৪ আগস্টের মধ্যে ২০ হাজার করে টাকা পাঠিয়েছেন (তিনটি অ্যাকাউন্টে ৪০০ টাকা বেশি পাঠানোর কথা উল্লেখ দেখা যাচ্ছে)। অনেকেই এই কপির ছবি শেয়ার করে দাবি করেছেন, ১৫ আগস্ট উপলক্ষে শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ার জন্য এই অর্থ পাঠানো হয়েছে।

তবে রিউমর স্ক্যানারের এক প্রতিবেদন থেকে জানা যায়, ব্যাংক স্টেটমেন্টের কপিটি সঠিক নয়। ১৩ ডিজিটের কথিত ব্যাংক অ্যাকাউন্টের অস্তিত্বই নেই। ব্যাংকটির প্রচলিত স্টেটমেন্টের কপি যাচাই করে সংস্থাটি দেখে সেখানে বেনিফিশিয়ারিদের নাম বা অ্যাকাউন্ট নম্বরও উল্লেখ থাকে না। তা ছাড়া ভুয়া এই স্টেটমেন্টটি অনলাইন থেকে সংগৃহীত ভুয়া টেমপ্লেটের মাধ্যমে তৈরি বলেও প্রমাণ মিলেছে বলে জানানো হয় প্রতিবেদনটিতে।

রিউমর স্ক্যানারের প্রতিবেদনটিতে বলা হয়, কথিত স্টেটমেন্টটি যাচাই করে বেশকিছু অসংগতি চিহ্নিত করেছে তারা। প্রথমত, কথিত স্টেটমেন্টে উল্লিখিত শাওনের নামের ১৩ ডিজিটের অ্যাকাউন্ট নম্বরের বিপরীতে ব্যাংকটিতে কোনো অ্যাকাউন্ট খোলা নেই। ব্যাংকসংশ্লিষ্ট একজন কর্মকর্তাও বিষয়টি করেছে সংস্থাটিকে।

দ্বিতীয়ত, কথিত এই স্টেটমেন্টে টাকা পাঠানো অর্থাৎ বেনিফিশিয়ারি অ্যাকাউন্টের নামও উল্লেখ দেখা গেছে। এমনকি ব্র্যাকেটে তাদের একাধিক নামও উল্লেখ রয়েছে, যা কিছুটা অস্বাভাবিক। তবে ব্যাংকটির প্রচলিত স্টেটমেন্টের কপিগুলোতে বেনিফিশিয়ারি অ্যাকাউন্টের নাম বা অ্যাকাউন্ট নম্বর উল্লেখ থাকে না।

তৃতীয়ত, অনলাইনে একই টেমপ্লেটের ওপর বিভিন্ন ব্যাংকের লোগো বসিয়ে স্টেটমেন্ট বানানোর নজির রয়েছে। এই স্টেটমেন্টের কপিটিও তেমনই একটি ভুয়া টেমপ্লেটের ওপর বসিয়ে তৈরি করা হয়েছে বলে প্রমাণ পেয়েছে সংস্থাটি।

এসব বিশ্লেষণ শেষে রিউমর স্ক্যানার জানিয়েছে, ১৫ আগস্ট উপলক্ষে ফেসবুকে পোস্টের জন্য টাকা দেওয়া সংক্রান্ত দাবিতে যে স্টেটমেন্টের ছবিটি ছড়িয়ে পড়েছে তা ভুয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বর্ণের দামে নতুন ইতিহাস, রেকর্ড গড়েছে রুপাও

ক্ষমা চাইলেন সিমিওনে

বিস্ফোরক মামলায় আ.লীগ নেতা মশিউর গ্রেপ্তার

বিইউএফটি ন্যাশনাল ক্যারিয়ার ফেস্ট ২০২৬ অনুষ্ঠিত

রায়েরবাজারে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৯ সদস্য আটক

নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিকদের যা বললেন প্রধান উপদেষ্টা 

বলিউড থেকে বিদায় নেবেন আনুশকা শর্মা!

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল বিএনপি নেতার

সায়েন্সল্যাব অবরোধ

সাকিবকে নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

১০

অভিমানে ফাঁস নিলেন আসিফ‎

১১

বিজিবির ইতিহাসে রেকর্ড ৩ হাজার নবীন সদস্যের শপথ 

১২

নিজেকে নির্দোষ দাবি করেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল

১৩

যেভাবে টানা ৪ দিনের ছুটি মিলতে পারে

১৪

ফার্মগেট ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে অবরোধ শিক্ষার্থীদের

১৫

দুর্ঘটনার কবলে এমপি প্রার্থী

১৬

সন্তানের জন্মের পর নারীদের মধ্যে বাড়ছে অবসাদ উদ্বেগ

১৭

শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

১৮

নীরবতা ভাঙলেন সাকিব, মুখ খুললেন মুস্তাফিজ ইস্যুতে

১৯

গুম-খুনের মামলায় জিয়াউলের বিচার শুরু 

২০
X