কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৬ জুলাই ২০২৩, ০৭:৫৩ এএম
প্রিন্ট সংস্করণ
জন্মদিন

জর্জ বার্নার্ড শ এবং রজনীকান্ত সেন

জর্জ বার্নার্ড শ এবং রজনীকান্ত সেন

জর্জ বার্নার্ড শ

ইংরেজি সাহিত্যের অন্যতম সেরা নাট্যকার জর্জ বার্নার্ড শ। সমসাময়িক ব্যঙ্গ রচনা থেকে শুরু করে ঐতিহাসিক রূপক কাহিনিতেও তিনি খ্যাতিমান। ২০১৬ সালে বব ডিলান সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়ার আগ পর্যন্ত শ-ই একমাত্র ব্যক্তি ছিলেন, যিনি একাধারে নোবেল ও অস্কার পেয়েছেন। আয়ারল্যান্ডের ডাবলিন শহরের একটি দরিদ্র পরিবারে জর্জ বার্নার্ড শ ১৮৫৬ সালের ২৬ জুলাই জন্মগ্রহণ করেন। প্রাতিষ্ঠানিক শিক্ষা অপছন্দ করলেও ছোটবেলা থেকে তার বই পড়ার নেশা ছিল প্রচণ্ড। ১৮৭৮ থেকে ১৮৮৩ সাল পর্যন্ত শ পাঁচটি উপন্যাস লেখেন। ১৮৮২ সালে মার্কিন অর্থনীতিবিদ হেনরি জর্জ দ্বারা উদ্বুদ্ধ হয়ে শ সমাজতন্ত্রে বিশ্বাসী হয়ে ওঠেন। অংশ নিতে শুরু করেন রাজনৈতিক দল সোশ্যাল ডেমোক্রেটিক ফেডারেশনের বিভিন্ন সভায়। অল্প সময়ের মধ্যেই খ্যাতি লাভ করেন সুদক্ষ বক্তা এবং যুক্তিবাদী তার্কিক হিসেবে। ১৮৯০ সাল থেকে শ দ্য ওয়ার্ল্ড পত্রিকায় ‘জিবিএস’ ছদ্মনামে সংগীত, নাটক ও শিল্প-সমালোচনা লেখা শুরু করেন। ১৮৯২ সালে তার প্রথম নাটক উইডোয়ার্স হাউসেস প্রকাশিত হয়। ১৮৯৬ সালে তার রচিত ইউ নেভার ক্যান টেল নাটকটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এরপর থেকে তিনি নাট্যকার রূপে প্রতিষ্ঠা লাভ করেন এবং নাটককে নিজের ভাব প্রকাশের মাধ্যমরূপে বেছে নেন। জর্জ বার্নার্ড শর প্রকাশিত নাটকের সংখ্যা ৬২। সেন্ট জোয়ান নাটকের জন্য তিনি ১৯২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। ১৯৩৯ সালে পিগম্যালিয়ন নাটক রচনার জন্য অস্কার পুরস্কার লাভ করেন শ। ১৯৫০ সালের ২ নভেম্বর তিনি মারা যান।

রজনীকান্ত সেন

রজনীকান্ত কবি, গীতিকার, সংগীতশিল্পী। তিনি ‘কান্তকবি’ নামেও পরিচিত। দ্বিজেন্দ্রলাল রায়ের সমসাময়িক এই গীতিকারের গানগুলো খুবই জনপ্রিয়। ঈশ্বরের আরাধনায় ভক্তিমূলক ও দেশের প্রতি গভীর মমত্ববোধ বা স্বদেশপ্রেমই তার গানের প্রধান বৈশিষ্ট্য ও উপজীব্য বিষয়। ১৮৬৫ সালের ২৬ জুলাই পাবনা জেলার ভাঙ্গাবাড়ী গ্রামে তার জন্ম। পিতা গুরুপ্রসাদ সেন ছিলেন একজন সংগীতজ্ঞ ব্যক্তি। রজনীকান্ত কুচবিহার জেনকিন্স স্কুল থেকে এন্ট্রান্স (১৮৮৩), রাজশাহী কলেজ থেকে এফএ এবং কলকাতা সিটি কলেজ থেকে বিএ ও বিএল (১৮৯১) ডিগ্রি লাভ করেন। পরে তিনি রাজশাহী কোর্টে ওকালতি শুরু করেন। কিছুদিন তিনি নাটোর ও নওগাঁয় অস্থায়ী মুন্সেফ ছিলেন। রজনীকান্ত পিতার কাছে সংগীত শেখেন এবং মাত্র ১৫ বছর বয়সে কালীসংগীত রচনা করে কবিত্ব শক্তির পরিচয় দেন। রাজশাহীতে অক্ষয় কুমার মৈত্রের বাড়িতে তিনি স্বরচিত গান পরিবেশন করতেন। সেখানকার উৎসাহ নামক মাসিক পত্রিকায় তার রচনা প্রকাশিত হতো। তার কবিতা ও গানের বিষয়বস্তু ছিল প্রধানত ভক্তি ও দেশপ্রেম। তার রচিত গ্রন্থগুলো—বাণী (১৯০২), কল্যাণী (১৯০৫), অমৃত (১৯১০), অভয়া (১৯১০), আনন্দময়ী (১৯১০), বিশ্রাম (১৯১০), সদ্ভাবকুসুম (১৯১৩), শেষদান (১৯১৬), পথচিন্তামণি এবং অভয় বিহার। এগুলোর মধ্যে বাণী ও কল্যাণী গানের সঞ্চয়ন, পথচিন্তামণি একটি কীর্তন গ্রন্থ, আর অভয় বিহার একটি গীতিকাব্য। ১৯১০ সালের ১৩ সেপ্টেম্বর তিনি মারা যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিন কার্ডের আবেদনে আসছে বড় পরিবর্তন

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

গাজাবাসীর জন্য রোজা থাকছেন বিশ্বের ১৫০ আলেম

ডেনমার্ক দূতাবাসে চাকরির সুযোগ

সকালে উঠেই কোন ভুলের কারণে বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি 

গাজা সিটির নতুন এলাকায় ট্যাংক নিয়ে ঢুকেছে ইসরায়েলিরা

বেড়েছে স্বর্ণের দাম, ভরিতে কত?

বাংলাদেশ-পাকিস্তানের ঘনিষ্ঠতায় কতটা অস্বস্তিতে ভারত?

সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬৬২

নির্মাণাধীন নভোথিয়েটার ও বিটাক দখলে নিলেন ববি শিক্ষার্থীরা

১০

আইভরি কোস্ট  / প্রেসিডেন্ট পদে দাঁড়াতে চান ৬০ জন

১১

রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি

১২

গাজায় অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘের

১৩

আজ আপনার ভাগ্যে কী আছে, দেখে নিন রাশিফলে

১৪

২৮ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

২৮ আগস্ট : টিভিতে আজকের খেলা

১৬

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

১৭

বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৮

ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচি দিয়ে জবি ছাত্রীসংস্থার আত্মপ্রকাশ

১৯

২৮ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

২০
X