

রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নিন।
শনিবার (৬ ডিসেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
পরিবেশ উপদেষ্টার কর্মসূচি
সকাল সাড়ে ১০টায় আগারগাঁও বন ভবনে বন্যপ্রাণী, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
এছাড়া বিকাল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে পানি নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তন: স্থানীয় জ্ঞান, বৈশ্বিক দৃষ্টিভঙ্গি শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিবেন পরিবেশ উপদেষ্টা।
শিক্ষা উপদেষ্টার কর্মসূচি
সকাল সাড়ে ৯ টায় বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম বিভাগের উদ্যোগে বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দপ্তরের শামস হলে এবং বাংলাদেশ স্কাউটসের সব অঞ্চলে একযোগে ২০২০-২০২৪ সাল পর্যন্ত শাপলা কাব অ্যাওয়ার্ড, ২০২১-২০২৪ সাল পর্যন্ত প্রেসিডেন্ট'স স্কাউট অ্যাওয়ার্ড এবং ২০২৩ সালের প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। অ্যাওয়ার্ড বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ঘোষণা ও অ্যাওয়ার্ড অর্জনকারীদের মধ্যে অ্যাওয়ার্ড বিতরণ করবেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।
এনসিপির কর্মসূচি
বিকেল ৪টায় বিশ্ব সাহিত্য কেন্দ্রে দেশ বদলাবে, দক্ষতা ও উৎকর্ষতায় জুলাই স্পিরিটে আলোকিত পেশাজীবীদের সংগঠন ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্স এর আত্মপ্রকাশ হতে যাচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও অভ্যুত্থানের অগ্রনায়ক নাহিদ ইসলাম।
মন্তব্য করুন