টঙ্গী কলেজ গেটে জরুরিভাবে ফুট ওভারব্রিজ প্রয়োজন। টঙ্গী অঞ্চলটি ঢাকা ও ময়মনসিংহ মহাসড়কের দুপাশে বিস্তৃত। ঢাকা শহরের নিকটবর্তী অবস্থিত। এ সড়ক দিয়ে বিভিন্ন জেলার বিপুলসংখ্যক মানুষ যাতায়াত করে থাকে।
তাছাড়া এখানে রয়েছে টঙ্গী সরকারি কলেজ, সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ, টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ, ব্রিলিয়ান্ট স্কুল অ্যান্ড কলেজসহ বেশ কিছু ইউনিভার্সিটি, স্কুল ও কলেজ। এসব প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী কলেজ গেট দিয়ে রাস্তা পারাপার হয়ে থাকে। ফলে এ অঞ্চলটির গুরুত্ব দিন দিন বাড়ছে।
প্রধান সড়কের দুপাশে রয়েছে শখানেক শপিং মল। এখানে ব্যাংকসহ অনেক বেসরকারি সংস্থার অফিসও রয়েছে। সড়কের পূর্ব ও পশ্চিমে রয়েছে বড় আকারের খোলাবাজার। বাজারের চারপাশে রয়েছে বেশ কিছু প্রতিষ্ঠান। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়ন করে হাজার হাজার ছাত্রছাত্রী। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা ঝুঁকি নিয়ে রাস্তা পার হয়।
দীর্ঘদিন ধরে মানুষ রাস্তার মাঝখান দিয়ে রাস্তা পারাপার হচ্ছে, যা ঝুঁকিপূর্ণ। অনেক সময় রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে শিক্ষার্থী ও সাধারণ জনগণ। ফ্লাইওভার চালু হওয়ার পর থেকে তা আরও বেশি বিপজ্জনক হয়ে পড়েছে। তাই টঙ্গী কলেজ গেটসহ আশপাশে কিছু স্থানে ফুট ওভারব্রিজ থাকলে মানুষের জন্য রাস্তা পারাপার সহজ হতো। এড়ানো যেত দুর্ঘটনা। তাই এ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
তৌফিক সুলতান, ওয়েল্ফশন মানব কল্যাণ সংঘ
মন্তব্য করুন