কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪, ০২:৪২ এএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ০৮:২১ এএম
প্রিন্ট সংস্করণ

বন্যার্তদের পাশে নোবিপ্রবি শিক্ষার্থীরা

বন্যার্তদের পাশে নোবিপ্রবি শিক্ষার্থীরা

এ বদ্বীপে তথা নদীমাতৃক বাংলাদেশে বন্যা, ঝড়-জলোচ্ছ্বাস ঐতিহাসিক এবং এর সঙ্গে এ দেশের মানুষের জীবন সংগ্রামের যোগসূত্র রয়েছে। এ দেশের আকাশে পুঞ্জীভূত মেঘমালা থেকে ভারি বর্ষণে কিংবা নদীর দুকূল উপচে লোকালয় প্লাবিত করা, যার পরিণতিতে বন্যায় এখানে মানুষের বাঁচা-মরার লড়াইও সীমাহীন। ভয়াল বন্যার সেসব তাণ্ডব রুখে দিতে বিপন্ন মানুষ নিজেরা নিজেদের প্রতিরোধ করেছে, আবার তাতে এ দেশের তরুণ শিক্ষার্থীরা অংশ নিয়েছে এমন ইতিহাসও স্মরণীয়। এবার স্মরণকালের ভয়াবহতম ও নজিরবিহীন বন্যার কবলে দেশের পূর্ব সীমান্তবর্তী ১২ জেলা। এর মধ্যে ফেনী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে বন্যায় প্রাণহানি ও জনদুর্ভোগের সীমা ছাড়িয়েছে। অথচ বাংলাদেশে গত ত্রিশ দশকে এ জেলাগুলোতে বন্যার দরুন এত প্রাণহানি ও ক্ষয়ক্ষতির রেকর্ড নেই। সাধারণত বর্ষা মৌসুমের শুরুতে কিংবা মাঝামাঝি সিলেট ও উত্তরবঙ্গে বছরে একাধিকবার বন্যা হয়ে থাকে। কিন্তু এবার ব্যতিক্রমভাবে বাংলাদেশের পূর্ব সীমান্তের ১২ জেলার ওপর দিয়ে বইছে বন্যা। বয়ে যাওয়া প্রাণঘাতী বন্যার প্রকোপে এ পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে, পানিবন্দি লাখো মানুষ। আর বানভাসি সেসব মানুষের উদ্ধারকাজে নিবেদিতপ্রাণ বাংলাদেশের ছাত্রসমাজ যে প্রাণপণ চেষ্টা করছে, তা যেন আমাদের অজানা না থাকে সে কৃতজ্ঞতা থেকে এ লেখার প্রয়াস।

যে কোনো দুর্যোগে দেশের অপ্রতিরোধ্য শিক্ষার্থীরা যে মানুষের পাশে দাঁড়ায় এবং এমনটি এ দেশের অন্যতম সৌন্দর্য, এবারকার বন্যায় তা আরও ব্যতিক্রমী হয়ে দৃশ্যায়িত হলো দেশবাসীর কাছে। কর্মস্থল নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরাই এ অনন্য নজির স্থাপন করেছে, যা সর্বমহলে প্রশংসা কুড়ায়। ছাত্ররা জাতির দুর্যোগকালে যেভাবে উদ্ধারকর্তা হয়ে নিজেকে উৎসর্গ করে, ঠিক তেমনই বন্যাদুর্গতদের সেবা দিতে নিজেদের সর্বোচ্চ দিয়েছে তারা। প্রথম ধাপে নোয়াখালী জেলা প্লাবিত হওয়ার পর থেকেই অর্থাৎ বন্যার শুরুতেই প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা নিজেরা সংগঠিত হয়। পরে ২১ আগস্ট সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শত শত শিক্ষার্থী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ ২৩টি ক্লাব কাঁধে কাঁধ মিলিয়ে নোয়াখালীর বানভাসি মানুষদের উদ্ধারের কাজে ঝাঁপিয়ে পড়ে। নিজের বিশ্ববিদ্যালয়ের অত্যাধুনিক সুবিধা সংবলিত অডিটোরিয়াম ভবন বন্যাকবলিতদের আশ্রয়কেন্দ্র হিসেবে থাকার উপযোগী করে প্রস্তুত করে।

এরপর দ্বিতীয় ধাপে নিজ উদ্যোগে স্থানীয় কলাগাছ কেটে বানানো হয় অসংখ্য ভেলা। সেসব ভেলা সঙ্গী করে এবার শিক্ষার্থীরা চলে যায় সমিতির বাজার, আলুওয়ালার দোকান ও ভুবানিপুর এলাকায়। উদ্ধার করে বানভাসিদের নিয়ে আসে পূর্ব থেকে প্রস্তুতকৃত আশ্রয়কেন্দ্রে। শুধু তাই নয়, আশ্রয়প্রত্যাশীদের ভিড় সামলাতে বিকেলের দিকে ক্যাম্পাসের বড় প্রবেশমুখ খুলে দেওয়া হয়। এরপর দেখা মেলে এক অভূতপূর্ব দৃশ্যের। বানভাসি মানুষের পাশাপশি শত শত গরু-মহিষ প্রবেশ করতে দেখা যায় ক্যাম্পাসে। পরে আশ্রয়প্রার্থী দুর্গত মানুষরা চলে যায় অডিটোরিয়াম ভবনে। আগেই সেখানে তাদের জন্য আলাদা আলাদা পুরুষ ও মহিলা শয্যার ব্যবস্থা করা হয়। শৌচাগারগুলোতে পরিচ্ছন্ন ও আনুষঙ্গিক হাইজিন মেইনটেইন করে রাখা হয়। আর গবাদি পশুর জন্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ উপযোগী করে দেওয়া হয়। তবে সামাজিক যোগাযোগেরমাধ্যম ফেসবুকে উদ্ধারকাজের যে ছবিটি সবচেয়ে বেশি সাড়া ফেলেছে, তা হলো—২৪ আগস্ট রাতে নোবিপ্রবি এক ছাত্রীর কোলে নবজাতকের মায়াভরা মুখের ছবি। সে ছবি অন্য সবার মতো আমারও নজর এড়ায়নি। ওই ছবি নিয়ে বলতে ইচ্ছে করে—‘হায় নবজাতক শিশু। এ পৃথিবী কতটা বাসযোগ্য তা তোমার অজানা। তুমি জানো না বন্যা, বুঝো না পানির ন্যায্য হিস্যা। তুমি কেবলই খুঁজে ফেরো মায়ের উষ্ণতা। হায় মা! মা যে আজ বানভাসি, মা যে আজ নিজেই ঠিকানাবিহীন। কী নির্মম! মা-শিশুর আজ যে বাঁচা-মরার লড়াই সীমাহীন। প্রিয় উদ্ধারকর্মী শিক্ষার্থীরা তাই তোমাদের কাছে আমাদের আজন্ম ঋণ’।

২৪ আগস্ট আরেকজন আশ্রিত অন্তঃসত্ত্বা মাকে জরুরি ভিত্তিতে নেওয়া হয় হাসপাতালে, সেখানে তিনি একটি ফুটফুটে সন্তানের জন্ম দেন। এখানে উল্লেখ করা প্রয়োজন, ছাত্রীরা অন্তঃসত্ত্বা নারীদের আশ্রয় দিতে নিজেদের হলেও প্রয়োজনীয় ব্যবস্থা করে রাখে। এ ছাড়া সব আশ্রিতকে চিকিৎসাসেবা দিতে নোবিপ্রবি কেন্দ্রীয় মেডিকেল সেন্টার, আবদুল মালেক উকিল মেডিকেলের টিম এবং নোবিপ্রবি ফার্মেসি বিভাগের উদ্যোগে ঢাকা থেকে আসা টিম একযোগে কাজ করে। যার ফলে অন্তঃসত্ত্বা মা, শিশু, বয়স্কসহ আশ্রয়কেন্দ্রের সবার বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত হয়। তাদের দেওয়া হয় প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসাসামগ্রী। নোবিপ্রবি পরিবারের এমন উদ্যোগ, যা অত্যন্ত প্রশংসনীয় ও এরই মধ্যে সারা দেশের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।

স্বাভাবিকভাবেই সর্বগ্রাসী বন্যায় শিক্ষার্থীদের এগিয়ে আসার এমন উদাহরণ ইতিহাসে যেন অবিস্মরণীয় থাকে এবং তা ভবিষ্যতের প্রজন্মের পথচলার পাথেয় হয়ে যেন অন্যদের অনুপ্রাণিত করে—এমনটি আমাদের প্রত্যাশা। এর পাশাপাশি যে বিষয় আমাদের আশান্বিত করে তা হলো—সরকার, সেনাবাহিনীসহ পেশাজীবী, সাধারণ জনতা, ধর্মীয় এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠন উদ্ধার তৎপরতা ও ত্রাণকাজে সক্রিয় ভূমিকা রাখছে। তবে এই মুহূর্তে চতুর্থ ধাপে শিক্ষার্থীদের পাশাপাশি সব মহলের বন্যা-পরবর্তী প্রয়োজনীয় করণীয় বাস্তবায়নেও সম্মিলিত প্রয়াস জরুরি। সাধারণত বৃষ্টি কমে গেলে এবং পানি নামতে শুরু করলে বন্যাশাসিত এলাকায় পানিবাহিত রোগসহ স্বাস্থ্যঝুঁকি দেখা দেয়। তাই ভুলে গেলে চলবে না বন্যা শেষে দুর্গতদের খাবার, পানীয়, স্বাস্থ্যসেবা ও পুনর্বাসনের প্রয়োজন হবে। এ সময় বন্যায় ঘরবাড়ি, খাদ্যশস্য, ফলফলাদি, স্বজন হারানো মানুষ তখনো আরও অনিশ্চিত জীবনে পদার্পণ করবে, ভুক্তভোগী ছাড়া এমন দুঃসহ কষ্ট অনুধাবন সাধারণের অসাধ্য। তখন এসব নিরন্ন মানুষের পাশে দাঁড়ালে তাদের মানসিক বল বৃদ্ধি পাবে, তাদের নিত্যকার দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে। কবি শক্তি চট্টোপাধ্যায়ের ভাষায় বললে—‘মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও।’

তাই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের শিক্ষার্থীরা এখন যেমন বন্যা চলমান অবস্থায় অসহায় ভেঙে পড়া দুর্গতদের পাশে দণ্ডায়মান, তেমনি তারা দুহাত প্রসারিত করবে বন্যা-পরবর্তী জটিলতা নিরসনেও।

ইফতেখার হোসাইন, সহকারী পরিচালক (তথ্য ও জনসংযোগ), নোবিপ্রবি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুখবর পেলেন নারীঘটিত কেলেঙ্কারিতে ফেঁসে যাওয়া ক্রিকেটার

অডিশনের সময়ে বিদ্যা আমাকে গালাগাল করেছিল : বিধু বিনোদ 

দ্বিতীয় আন্তর্জাতিক ফাইবার ও পলিমার সম্মেলন ২৬ ও ২৭ আগস্ট

দুধ দিয়ে কফি খাচ্ছেন, এই অভ্যাস ভালো নাকি ক্ষতিকর জানাল গবেষণা

পর্যটক বাড়াতে বিনামূল্যে বিমানের টিকিট দেবে থাইল্যান্ড

দুর্নীতির মামলায় খালাস পেলেন বিএনপি নেতা সেলিম ভূঁইয়া

সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭২৭

দ্বিতীয় পাকিস্তানি হিসেবে ইতিহাস গড়লেন আমির

দীর্ঘ বিরতির পর ২৩ আগস্ট আসছে কোক স্টুডিওর ৪র্থ গান

হবু স্বামীর সঙ্গে কথা বলা কি জায়েজ?

১০

পরীক্ষা শুরুর আগে হলেই কলেজছাত্রীর মৃত্যু

১১

সীমান্তে ১১ বাংলাদেশিকে আটকের পরে ফেরত দিল বিএসএফ

১২

বিস্ফোরণ মামলায় ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি

১৩

রাঙামাটিতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান

১৪

আর্জেন্টিনায় ম্যাচ চলাকালে সমর্থকদের তুমুল মারামারি

১৫

আশুলিয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা জুয়েল গ্রেপ্তার

১৬

৬০০ কোটি আয় ছাড়াল রজনীকান্তের ‘কুলি’

১৭

শেখ হাসিনার বিচার চেয়ে ট্রাইব্যুনালে সাইদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালি

১৮

গাজীপুরে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

১৯

জাতিসংঘের প্রতিবেদন নিয়ে নির্দেশনা দিলেন হাইকোর্ট

২০
X