কিউবান রাজনৈতিক নেতা ও সমাজতন্ত্রী বিপ্লবী ফিদেল আলেসান্দ্রো কাস্ত্রো রুজ। তবে তিনি ফিদেল কাস্ত্রো বা শুধুই কাস্ত্রো নামে অধিক পরিচিত। তার জন্ম ১৯২৬ সালের ১৩ আগস্ট। কিউবা বিপ্লবের প্রধান নেতা ফিদেল ১৯৫৯ সালের ফেব্রুয়ারি থেকে ১৯৭৬ সালের ডিসেম্বর পর্যন্ত কিউবার প্রধানমন্ত্রী ছিলেন। ২০০৮ সালের ফেব্রুয়ারিতে তার স্বেচ্ছায় সরে যাওয়ার আগ পর্যন্ত তিনি কিউবার মন্ত্রিপরিষদের প্রেসিডেন্ট ছিলেন। তিনি ১৯৬১ সালে কিউবা কমিউনিস্ট দলের প্রতিষ্ঠালগ্ন থেকে মৃত্যুর আগ পর্যন্ত দলের প্রধান হিসেবে ছিলেন। হাভানা বিশ্ববিদ্যালয়ে তার রাজনৈতিক জীবন শুরু হয়। এরপর কিউবার রাজনীতিতে একজন বিখ্যাত ব্যক্তিতে পরিণত হন। তার রাজনৈতিক জীবন শুরু হয় প্রেসিডেন্ট ফালজেন্সিও বাতিস্তা এবং কিউবার ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রভাবের বিরুদ্ধে জাতীয়তাবাদী সমালোচনা নিবন্ধ লিখে। তিনি এ ব্যাপারে আগ্রহী হয়ে ওঠেন এবং কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হন। অবশেষে তিনি ১৯৫৩ সালে মনকাড়া ব্যারাকে একটি ব্যর্থ আক্রমণ করেন। তারপর কারারুদ্ধ হন এবং পরে ছাড়া পান। এরপর তিনি বাতিস্তার সরকার উৎখাতে সংগঠিত হওয়ার জন্য মেক্সিকো যান। ফিরে এসে ১৯৫৬ ডিসেম্বরে সরকার উৎখাতে নামেন। পরবর্তী সময়ে কাস্ত্রো কিউবান বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আসেন, যা যুক্তরাষ্ট্রের মদদে চলা বাতিস্তার স্বৈরশাসনকে ক্ষমতাচ্যুত করে। বিশ্বের ইতিহাসে সেরা ১০ নেতার মধ্যে তিনি একজন। ২০১৬ সালের ২৫ নভেম্বর এই বিপ্লবী হাভানায় মারা যান।
মন্তব্য করুন